মৃত্যুর পূর্বাভাস দেবে প্রযুক্তির ঘড়ি!!!!

মৃত্যু মানুষের কাছে এখনো এক চিরকালীন রহস্যময় জগৎ। মৃত্যু কখন কিভাবে আসবে তা কেউ জানে না। কিন্তু এবার এমন এক অ্যালার্ম ঘড়ি আবিষ্কার করেছে এক মার্কিন প্রতিষ্ঠান যে কিনা আপনার সম্ভাব্য আয়ুর পূর্বাভাস দেবে।

একই সঙ্গে এই বিশেষ ঘড়ি প্রতি সকালে নিয়ম করে জানিয়ে দেবে আপনার বর্তমান আর্থিক অবস্থাও। তবে এর জন্য ঘড়িটিতে অ্যালার্ম দেয়ার সময় অবশ্যই জানাতে হবে আপনার প্রকৃত জন্মদিন, কিছু ব্যক্তিগত তথ্য এবং বর্তমান আর্থিক সঙ্গতির কথা।

রিট্রো-স্টাইলের লেড অ্যানিমেশন এই অ্যালার্ম ঘড়িটির উদ্ভাবকরা জানিয়েছেন, ঘড়িটিতে সময় দেখার পাশাপাশি ব্যবহারকারীরা তাদের বর্তমান ব্যাংক ব্যালেন্স সম্পর্কেও ধারণা নিতে পারবেন। একই সাথে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কার কতো বন্ধু রয়েছে সেটিও বলে দেবে এই ঘড়ি।

 

 

ঘড়িটি চালানোর জন্য ব্যবহারকারীর ঘরে অবশ্যই ওয়াইফাই সংযোগ থাকতে হবে। যার মাধ্যমে ঘড়িটি যুক্ত থাকবে ব্যবহারকারীর কম্পিউটার, ফোন অথবা ট্যাবের সঙ্গে।

তবে এখনই এই ঘড়ি সম্পর্কে তীব্র আপত্তি তুলেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। তারা বলছে, ঈশ্বর ব্যতীত আর কেউ মৃত্যুর খবর জানে না।

ঘড়ির ডিজাইনার বলেছেন, প্রতি সকালের এই মৃত্যুর পূর্বাভাস বুঝতে সাহায্য করবে আমাদের জীবন কতোটা কঠিন। তাই এর মোকাবেলা করে আমাদের প্রতিদিন বেঁচে থাকতে হবে।

তবে এখনো বিশেষ এই ঘড়িটির বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়নি। এখনো এর জন্য তহবিল গঠনের কাজ চলছে।

আবিষ্কারকরা জানিয়েছে, ইতোমধ্যে তারা ঘড়িটির উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু করার জন্য ৭০০০ ডলার যোগাড় করে ফেলেছেন।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Deth er kotha “Allah” chara keo jane na.

আপনার নামটা জানি না জানলে বুঝতে পারতাম আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন কিনা ।

    @অর্জন:
    টিউনার মুসলমান না অন্য ধর্মাবলম্বী তাতে কি? আবিষ্কার টা তো আর উনি করতে চেষ্টা করে নাই। নাকি তথ্যটা দেয়ার জন্যই উনি গুরুতর অপরাধী?
    আর যদি করেও থাকে তাতেই কি? সবাই যদি হাত গুটায়া বসে থাকার পাবলিক হত তাহলে আজকে PC, Internet আর এই techtunes ও পেতাম না।

বিজ্ঞান কখনো ধর্ম দেখে চলে না। বিজ্ঞান চলে তত্ত, তথ্য, প্রমান, বাস্তবতা দেখে।
এক সময় যেসব মহামারী কে ইশ্বরের অভিশাপ হিসাবে চিহ্নিত করা হত সেগুলোকে বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে টিউব-বন্দি করা হয়েছে।
যাদেরকে ধর্মের বেড়াজালে বন্দি করা সম্ভব হয়নি, যারা কোন অতিপ্রাকৃত শক্তির কাছে সব কিছুর ব্যাক্ষা না খুজে নিজেরাই খুজে বের করার চেষ্টা করেছে তাদের নামই বিজ্ঞানের পাতায় পাতায় লেখা আছে, থাকবে।

Techonology site এ এসে ধর্মীয় বিষয় না খুজাই উত্তম। ধর্মীয় বিষয়ের জন্য অনেক ধর্মীয় site আছে।
আশা করি কমেন্টের মাধ্যমে টিউনারদের ভিতরে এমন কোন অস্বস্তি তৈরী করবেন না যাতে টিউনারদের টিউন করার সময় দুইবার ভাবতে হয় যে এই টিউনে ধর্মের কোন বিষয় চলে এলো কিনা। এতে স্বাভাবিক টিউন করায় এক বিশাল বাধার সৃষ্টি হবে।

টিউনার কে ধন্যবাদ এবং ঋনাত্মক কমেন্ট এড়িয়ে সাবলীল এবং সঠিক তথ্য দিয়ে আরো বেশী টিউন করার জন্য আহ্বান জানাচ্ছি।

    Level 0

    @Shihab Khan: dhorme apnr alergy keno???

      @rizvy69:
      ধর্মে আমার এলার্জি নাই। আমার এলার্জি Techonology site এবং টেকি আলোচনায় ধর্ম এই বিষয় টাতে। দুই মেরুর দুইটা বিষয় এক যায়গায় নিয়া আসার চেষ্টা না করলেই কি নয়?

    Level 0

    @Shihab Khan: ”Techonology site এ এসে ধর্মীয় বিষয় না খুজাই উত্তম। ধর্মীয় বিষয়ের জন্য অনেক ধর্মীয় site আছে।
    আশা করি কমেন্টের মাধ্যমে টিউনারদের ভিতরে এমন কোন অস্বস্তি তৈরী করবেন না যাতে টিউনারদের টিউন করার সময় দুইবার ভাবতে হয় যে এই টিউনে ধর্মের কোন বিষয় চলে এলো কিনা। এতে স্বাভাবিক টিউন করায় এক বিশাল বাধার সৃষ্টি হবে।”
    এহ্, পন্ডিত!

Level 0

vai ami tuner ke thanks dite parlam na karon shahib vai porbo borti montobbo ke jevabe tate ona rege large montobbo koresen.

বিজ্ঞান অনেক কিছু প্রমান করেছে যেগুলো এখন ফ্যাক্ট,
অনেক কিছু তত্ত যা এখনও প্রমানিত নয়,
আবার অনেক কিছুর কোন ব্যাখ্যা বিজ্ঞান করতে পারেনা অর্থাৎ সে সব ঘটনার কোন তত্ত বা সুত্র বিজ্ঞানের কাছে নেই, যে গুলোকে আমরা বলি অতি প্রাকৃতিক।

(আর উল্লেখিত বিষয়টি একটি তত্ত মাত্র )

পবিত্র কোরআনে এ পর্যন্ত যত গুলো বিষয়ে বলা হয়েছে তার সবই বিজ্ঞান দ্বারা প্রমানিত, আর যে বিষয়ে ভবিষ্যত বানি দেয়া হয়েছে তা সম্পর্কে বিজ্ঞান এখন ও অবগত নয় অর্থাৎ অনুসন্ধান চলছে। তবে এ কথা বলা যাবে না যে সেগুলো ভুল। মৃত্যু একটি প্রকৃতিক ঘটনা হওয়া সত্তেও এর সময় নির্ধারন একটি অতিপ্রকৃতিক, আমার মনে হয় মৃত্যুর সময় সম্পর্কে বিজ্ঞান সঠিক কোন সময় নির্ধারন করে দিতে পারবেনা।যদি তাই হয় তাহলে মৃত্যু কে বিরত রাখা যাবে, আর যদি তাই হয় তাহলে সৃষ্টিকর্তার সিষ্টেমটাই তো ভুল প্রমানিত হবে। যা কখনো সম্ভব নয়।

মৃত্যু স্থান কাল পাত্র এর উর্ধে।মৃত্যু কে কেউ বিরত রাখতে পারেনা সে তার সঠিক সময়ে আসবে এবং তা কখন সে বিষয়ে এক মাত্র সৃষ্টিকর্তাই অবগত আছেন।আমরা সুধু অনর্থক বাক্যালাপ করি। তারপরও বিজ্ঞান থেমে থাকবেনা বিজ্ঞান এগিয়ে যাবেই।
ধন্যবাদ।

    Level 0

    @রাশেদ: 100 like

    @রাশেদ:
    “মৃত্যু কে কেউ বিরত রাখতে পারেনা সে তার সঠিক সময়ে আসবে এবং তা কখন সে বিষয়ে এক মাত্র সৃষ্টিকর্তাই অবগত আছেন।আমরা সুধু অনর্থক বাক্যালাপ করি। তারপরও বিজ্ঞান থেমে থাকবেনা বিজ্ঞান এগিয়ে যাবেই।”
    আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিছু শব্দ উহ্য রেখে সবই বললেন, সবাইকে খুশি রেখে। আমিও যেটা বলছি আপনিও সেটাই বলেছেন, বাচন ভঙ্গির পার্থক্য আর কি।

প্রথমে টিউনারকে ধন্যবাদ জানাই একটি নতুন প্রযূক্তির তথ্য জানানোর জন্য। এরপর আসি তথ্যের কৌতুহলে, কারন বিষয়টা একটি অতি প্রাকৃতিক ঘটনা যা প্রতিনিয়ত ঘটে চলেছে অথচ মানুষ তা বুঝতে বা বোঝাতে পারছে না, এবং যখন জানতে, বুঝতে, ব্যাখ্যা করতে পারবে সেটাই বিজ্ঞান। আামাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিজ্ঞান যত এগিয়ে যাবে প্রকৃতিকে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতেও খুব সহজ হবে, যা (বিশ্ব প্রকৃতি) একমাত্র আল্লাহরই সৃষ্টি। সুতরাং বিজ্ঞানের জয় হোক। আমিন।

Level 0

ডাক্তাররাও তো রুগির অবস্থা দেখে মৃতু্র পুর্বাভাস দেয় ( সব যে সঠিক হয় তা নয়, কারন আমিও মানি এটা সুধুমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছা ) , এখন ডাক্তার রুগির যে সকল তথ্য হিসাব করে এই সিদ্ধাত দেয় এটা কোন সফ্টওয়ার হিসাব করলে ডাক্তারের চেয়ে নিখুত হবে, এখন ডাক্তারের ক্ষেত্রে যদি ধর্মিও সমস্যা না থাকে তাহলে এখানে সমস্যা থাকবে কেন ( কারোর যদি তার পরেও সমস্যা থাকে তাহলে সেটা যারা আবিষ্কারের দাবি করেছে তাদেরকে দোষারোপ করতে পারেন, তথ্যবহুল টিউনারদের কে দোষারোপ করে নিরুৎসাহিত করা ঠিক নয়, আর এতই যদি ধর্ম ধর্ম করেন কথায় থাকেন যখন আয়োজন করে চোর তৈরী শেখানো হয়, পৃথিবির কোন ধর্ম কি চুরীকে মেনে নেয় ? এখন তো টেকটিউনে ফ্রি নেট ব্যবহারের টিউনের ঠেলায় অন্য টিউন চোখেই পরে না তখন কথায় থাকে এই সব ধর্মান্ধরা} ) ? টিউনার ভাইকে ধন্যবাদ নতুন আবিষ্কৃত তথ্য জানানোর জন্য।

Level 0

আমরা সবাই মুসলমান তো আমাদের এই কথাটা বিশ্বাস করা ঠিক হবে না, আর গুনাহ্ ও হবে অনেক, তবে এই স্মার্ট ঘড়ি বাজারে আসলে মানুষ সময়কে মূল্য দিতে শুরু করবে। এই ঘড়ি কাজ করুক আর নাই করুক তাতে কারো কোন মাথা ব্যথা থাকবে না, তবে এটা প্রযুক্তির একটি উৎঘাটন ও বলা যায় যা মানুষকে প্রযুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর মানুষ ও সময়ের কাজ সময়ে শেষ করবে………