আমরা যারা ছোটবেলায় নাইটরাইডার সিরিজটা দেখেছি তারা কথা বলা গাড়ির একটা ধারণা পেয়েছি। তাই বলে বাস্তবেও কি সম্ভব? কিন্তু বিজ্ঞানিরা তাই ধারণা করছেন। কল্পনার সেই গাড়িটির মতো বাস্তবেও কথা বলা গাড়্র দেখা যাবে যা কিনা কথা বলবে, পরিস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে ডানে-বায়ে মোড় নিবে, চালককে ড্রাইভিং করতে সাহায্য করবে। এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ২০১২ সালের ভেতরে এ গাড়ি বাজারে আসার ভবিষ্যতবাণী করে রেখেছেন।
গাড়িটির প্রযুক্তিগত সহায়তা দিয়েছে 'কোহদা ওয়্যারলেস' এবং এটি নিয়ে বর্তমানে গবেষণায় আছেন সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির বিশেষ্গগণ। গাড়িটিতে ওয়াই-ফাই এবং জিপিএস এর সমন্বিত প্রযুক্তি 'ডেডিকেটেত শর্টরেন্জ কমিউনেকেশন' ব্যাবহার করা হয়েছে যাতে অভাবনীয় দ্রুততার সাথে সব কমিউনিকেশন পদ্ধতি ব্যাবহার করতে পারে। এই গাড়ি একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং ড্রাইভারের সাথে যান্ত্রিকভাবে কথা বলতে সক্ষম। ট্রাফিক জ্যাম ও অন্যান্য সমস্যায় এটি নিজে নিজে ড্রাইভিং করতে সক্ষম।
গাড়িটির সাথে থাকা সেন্সর অটোমেটিক্যালি অন্যান্য গাড়ির ধরণ বুঝে পাশ কাটিয়ে যেতে পারে এবং জায়গা ছোট হলে কোণাকুণি হয়ে যেতে পারে।
গাড়িটির ডিজাইন নাইট রাইডারের আদলে তৈরি করা হয়েছে, এবং এর ফীচার ও থাকবে সিরিয়ালটিতে যা যা দেখানো হয়েছে তার মতো।
তো ২০১২ সালের অপেক্ষা করুন আর টাকা জমাতে থাকুন , কিনতে হবে না(বাংলাদেশে থাকলে ৩০১২ সাল লাগতে পারে)।
আমি অয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am now student in United international university(UIU). And studying in Electrical and Electronic Engineering(EEE).
ধন্যবাদ শেয়ার করার জন্য।