এবার শুরু হল যুদ্ধ, মা এর সম্ভ্রম রক্ষার জন্য! যুদ্ধ করবেন নাকি চুপ করে বসে থাকবেন, সিদ্ধান্ত আপনার।

এটি টেকি টিউন নয়, কিন্তু প্রতিটি টেকি এবং নন টেকি সহ টেকটিউনস এ্যাডমিন/মডারেটর প্যানেলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

গুগলে "মা" লিখে সার্চ করলেই মূহুর্তের মধ্যে অশ্লীল সব সাইটের লিঙ্ক এসে হাজির হয় যা অনেকের কাছে রীতিমত বিব্রতকর এবং পীড়াদায়ক। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধানে আসা সম্ভবপর হয়ে ওঠেনি।
চটি সাইটের মালিক এবং চটি লেখক রাই মূলত এর জন্য দায়ী।
তবে এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় আছে এবং সেটা এসইও এক্সপার্ট ছাড়াও অনলাইনে আমরা যারা ফেসবুক সহ বিভিন্ন সাইটে লেখালেখি করে থাকি তারাও অনেক অবদান রাখতে পারি। আমরা যারা ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন সাইটে লেখালেখি করি, অথবা আমাদের পরিচিত যারা অনলাইনে লেখালেখি করে তাদের সবাই যদি ফেসবুক সহ এসব সাইটে "মা" কী-ওয়ার্ড টির উপরে নিজের বিভিন্ন অভিজ্ঞতা, অম্লমধুর স্মৃতি, গল্প, কবিতা, আর্টিকেল সহ বিভিন্ন ক্যাটেগরীর উপরে ইউনিক লেখা লিখে পোস্ট করি এবং লেখার টাইটেল ও লেখার মধ্যে "মা" কথাটি জুড়ে দেই,
তাহলে এরপর থেকে কেউ যখনি গুগলে "মা" লিখে সার্চ করবে ঐ লেখাগুলো সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে।
আমরা এই উদ্দেশ্যে "মা" টাইটেল দিয়ে একটি পেজ খুলেছি। এই পেজে মাকে নিয়ে গল্প, কবিতা, মাকে নিয়ে নানা স্মৃতিজড়িত লেখা পোস্ট হবে যার লেখক হবেন আপনারাই। থাকবে সেরা লেখকদের জন্য পুরুস্কারের ব্যবস্থা।
আপনারা প্রয়োজনে অপ্রয়োজনে নানা পেজে লাইক দিয়ে থাকেন, এবার মায়ের সম্মান রক্ষার্থে হলেও প্লীজ মা পেজটিতে লাইক দিন। আপনার লাইক দেবার কারনে এই পেজটি আরো অনেকের চোখে পড়বে এবং আমাদের মেসেজ সবার কাছে পৌছাবে।

এ যুদ্ধ আমার একার নয়, আমাদের সবার। দশের লাঠি একের বোঝা। টেকটিউনস কমিউনিটিকে পাশে পেলে আমাদের এই ছোট উদ্যোগ একদিন বিশাল আয়োজনে রুপ নেবে এতে কোনো সন্দেহ নেই। আমাদের পরবর্তী করণীয় কি, কি করা উচিৎ, কি করা যেতে পারে ইত্যাদি বিষয়ে আপনাদের মতামত দিন।
তাই পেজটির কথা সবাইকে জানিয়ে দিন, সবাইকে লাইক দিতে বলুন এবং নিজেরাও আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে এই পেজে ইনভাইট করুন।
ইনশাল্লাহ একদিন গুগলে মা লিখে সার্চ দিলে এই পেজটিও রেজাল্টে আসবে।

 

Level 0

আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খূব ভালো

    @আশরাফ69:
    ধন্যবাদ আশরাফ ভাই। আশা করি পাশে পাব আপনাদের কে।

Level 0

ধন্যবাদ ভাই এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আমি সাথে আছি।

ভাল উদ্দ্যোগ।

খুব ভালো একটা কাজ করেছেন ভাই। ধন্যবাদ

Level New

boro vi salam apna k

দারুন একটি উদ্দ্যেগ মাহবুব ভাই।
তবে শুধুমাত্র একটি ফেইসবুক পেজ দিয়ে এসব সার্চ রেজাল্ট হটিয়ে ফেলা সম্ভব নয়। এজন্য মা নিয়ে wordpress.com এও ব্লগ খুলতে হবে এবং লেখালেখি করতে হবে। দরকার হলে ফেইসবুকের পোস্টগুলি ওখানেও কপিপেস্ট করতে হবে।

wordpress.com অনেক হাই র‍্যাংকিং সাইট তাই সহজে এর ব্লগ সাইটগুলি সরিয়ে ফেলা যাবে না অর্থাৎ আমাদেরকে কাটা দিয়ে কাটা তুলতে হবে।

পাশাপাশি মাকে নিয়ে পাবলিক ডোমেইনও করা উচিত। আপনি চাইলে আমি আপনার পছন্দের ডোমেইন সহ হোস্টিং এর ফুল এ্যাকসেস দিয়ে গিফট করতে পারলে খুশি হব।

অনেক অনেক ধন্যবাদ।

    @সাইফুল ইসলাম:
    ওয়াও! দারুন আইডিয়া দিয়েছেন ব্রো। গিফটের নাম শুনেই জ্বিহ্বাতে জল এসে গেছে! কিন্তু সমস্যা হল সাইট মেইন্টেন্যান্সের মত পর্যাপ্ত সময় বের করা…
    দেখি ওয়ার্ডপ্রেসে কিছু ব্লগ খুলে। তারপর আস্তে আস্তে বাকি সব হবে ইনশাল্লাহ।

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় । কি করা যায় ভাবছি ।

    @কামরুল:
    ধন্যবাদ। কোনো আইডিয়া পেলে জানাবেন আশা করি।

ভাল উদ্দ্যোগ।

মা শব্দটি অতি মধুর এটা নিয়ে,…….. চালিয়ে যান সফল হবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সহায় হোন

সুন্দর টিউন করেছেন ভাই । কিন্তু এই নিয়ে আমাদের টিটি থেকেই আন্দোলোন করতে হবে । আসাকরি এই আন্দোলন একদিন পুরো বাংলাদেশ ছরিয়ে যাবে

    @Momen Hasan:
    ধন্যবাদ মোমেন। আপনাদের পাশে পেলে ইনশাল্লাহ সবকিছুই হবে…

প্লিজ আমার প্রশ্নে সাহায্য করুন।

প্লিজ আমার প্রশ্নে সাহায্য করুন। https://www.techtunes.io/help-ask/tune-id/247771

খবিই ভালো উদ্দ্যেগ!

ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেস.কম এ আগে কয়েকটা ব্লগ তৈরি করা খুবিই গুরুত্বপূর্ন। আমি জানি সবাই উপদেশ দিতে পারে কিন্তু করে দেখাতে পারেনা। আপনার আইডিয়া চমৎকার আর আপনার আইডিয়ার জন্য আমি ৩ টা ব্লগ তৈরি করতে যাচ্ছি। শুধু মা নিয়ে লেখালেখি করার জন্য।

ধন্যবাদ ভাই।

    @আমিনুল ইসলাম:
    অনেক ধন্যবাদ বুলবুল ভাই!
    যাক অন্তত একজন কাজের কাজ কিছু করবে। ব্লগ তৈরি হয়ে গেলে ঠিকানা শেয়ার কইরেন, কিছু লেখা দিব ইনশাল্লাহ।

Level 0

search engeen এ safe search on রাখলেত আর এগুল আসেনা । আমার ত আর ওগুল আসেনা এখন ।

    @dipu09:
    সবাই তো আর সেফ সার্চ সম্পর্কে জানেনা, বা জানলেও অন রাখতে চায়না। তার পেছনে অনেক কারন আছে…

শুরু হোক যুদ্ধ………………… । আমরাও সাথে আছি।

আমিও আছি।

আমি Google Forum এ একটি topic open করেছি এবং Google এ report করেছি। আমার মনেহয় যদি অনেক রিপোর্ট জমা পরে তবে Google অবশ্যই পদক্ষেপ নিবে।
Forum Topic এর লিংকঃ
https://productforums.google.com/forum/#!category-topic/websearch/unexpected-search-results/d8AKfmkq7Sc

মাহবুব ভাই আপনাকে ধন্যবাদ বিষয়টি share করার জন্য।