৯০ এর শেষের দিক থেকে উন্নত বিশ্বে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম হয়ে উঠে। তথ্য আদান প্রদান, খবর পড়া, পড়াশোনার কাজে ব্যবহার, দ্রুত এবং সহজে কেনা-বেচা সহ হাজারো ক্ষেত্রে ইন্টারনেট একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য মাধ্যম। গুগল, ইবে, আমাজন, উইকিপিডিয়া, ফেইসবুক, ইয়াহু, টুইটার, পেপাল, ওয়ার্ডপ্রেস ইত্যাদি প্রতিষ্ঠানগুলো দুনিয়াকে আমূল বদলে দিয়েছে। সবাই যখন প্রগতিশীল এবং নতুন নতুন সব অনলাইন বিসনেস তৈরী করতে ব্যস্ত তখন এইতো মাত্র চার পাঁচ বছর আগের কথা, বাংলাদেশের ওয়েব জগতে সাড়া জাগানোর মত তেমন কিছুই ছিলনা। ডিজিটাল বাংলাদেশ বলতে মানুষ শুধুমাত্র প্রথম আলো আর somewhereinblog কেই বুঝতো। কিন্তু সেই দিন এখন আর নেই। অতি দ্রুত গড়ে উঠছে চমকে দেবার মত এক ডিজিটাল বাংলাদেশ। পাকিস্তান, মায়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ইত্যাদি ডেভেলপিং এশিয়ান দেশগুলোর ওয়েব পর্যালোচনা করার পরে আমি দেখলাম বাংলাদেশের ওয়েব অনেক দ্রুত উন্নত হচ্ছে। যদিও বাংলাদেশের bandwidth এসব দেশগুলোর চেয়ে অনেক কম কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, বিশেষ করে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অতি দ্রুত বেড়ে চলছে। এছাড়া বিগত চার পাঁচ বছরে techtunes, mobiledokan, lamudi, carmudi, bikroy, akhoni, beshto এর মত উদ্ভাবনী এবং গতিশীল ওয়েবসাইট এর জন্ম ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশকে এক উজ্জল নক্ষত্রে পরিনত করবে।
বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ। একটি উন্নয়নশীল দেশের সমাজে এটি বিভিন্ন ধরনের সমস্যা তৈরী করবে এটা স্বাভাবিক। এর ফলস্বরূপ বেকারত্বের হার, রাজধানী ঢাকার জনসংখ্যা, দূষণ, যানজট ইত্যাদি বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। কিন্তু এই জনসংখ্যাই কিন্তু ওডেস্কে অক্লান্ত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা ঘরে নিয়ে আসছে, বিদেশে খাটা-খাটুনি করে দেশে টাকা পাঠাচ্ছে বা ইনভেস্ট করছে, প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ভিসিট করে, লাইক দিয়ে জনপ্রিয় করে তুলছে, এই জনসংখ্যাই পোশাক শিল্পে, জাহাজ নির্মাণে বাংলাদেশকে অতি উচ্চতায় নিয়ে গেছে। এই জনসংখ্যার ইন্টারনেটে আগ্রহের কারনেই ইউরোপ আমেরিকার বড় বিদেশী কোম্পানিগুলো বাংলাদেশে নতুন নতুন অনলাইন বিসনেস তৈরী করার জন্য সক্রিয় হয়ে গেছে। প্রতি মাসে যদি খুব বেশি না এক লক্ষ বাংলাদেশী গুগলে টাইপ করে 'Buy Online in Bangladesh' ৬ মাস পরে দেখবেন বড় বড় কোম্পানি অনলাইন শপ চালু করার জন্য উঠে পড়ে লেগেছে, পেপাল দৌড় লাগিয়ে বাংলাদেশে আসছে, bandwidth শামসু গতিতে বাড়ছে। তাই আমরাই ডিজিটাল বাংলাদেশ এবং আমরা যা অনুসন্ধান করবো তা আমাদের কাছে আসবেই।
আমি jahidhaque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই পোস্টে কমেন্ট করার জন্য লগ ইন করলাম। পোস্ট টা হৃদয়ে নাড়া দিয়ে গেল। সবকিছু আরো দ্রুত করার জন্য দরকার আরো আরো আরো দ্রুতগতির ইন্টারনেট এবং প্রচুর পরিমান ব্যান্ডউইথ ।