অ্যাডোবি ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার তাদের ২.৯ মিলিয়ন গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কোম্পানির সিনিয়র ডিরেক্টর ব্রাড আর্কিন এর সত্যতা স্বীকার করেছেন।
ব্রাড জানান, হ্যাকাররা কাস্টমারদের তথ্যচুরি এবং অ্যাডোবির সফটওয়্যারগুলোর সোর্সকোড চুরি করার জন্যই এই কাজ করেছে। তিনি আরও জানান, হ্যকাররা গ্রাহকদের নাম, আইডি, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার, মেয়াদউত্তীর্ণের তারিখ ইত্যাদিও চুরি করেছে।
অ্যাডোবি জানিয়েছে, তারা ব্যবহারকারীদের আইডি এবং পাসওয়ার্ড পরিবর্তন করে মেইল করে জানিয়ে দেবে। আর যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং ক্রেডিট অথবা ডেবিট কার্ডের তথ্য চুরি হয়েছে তাদেরকেও মেইল করে জানিয়ে দেয়া হবে।
বিঃদ্রঃ আমার এই লেখাটি সঞ্চারণ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে প্রথম প্রকাশিত হয়
আমি Nazmul Islam Sabuz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।