সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধের হুমকি

সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধের
হুমকি........ প্রতিবাদ সমাবেশ থেকে ৭
দফা বাদী করে আগামী ২১ দিনের নতুন
কর্মসূচি প্রদান করা হয়েছে।
৭ দফা দাবী হলঃ
১) জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠন
এবং দেশের প্রকৌশল সেবার
মানোন্নোয়নে সহকারী প্রকৌশলী পদে সরাসরি
কোটা ৬৭% হতে ৯০% এ উন্নতি করতে হবে।
২) ১ম শ্রেণীর সূচনা পদে চাকুরী স্থায়ীকরণ
এবং সিনিয়র স্কেল পদে পদোন্নতির
ক্ষেত্রে প্রকৌশল পেশায় কর্মরত সকলকেই
নির্ধারিত বিভাগীয় ও বিষয়ভিত্তিক
পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
৩) আন্তর্জাতিক মানদণ্ড ও দেশে বিদ্যমান
আইনে প্রকৌশলীর সংজ্ঞায় প্রকৌশলে ন্যুনতম
যোগ্যতা স্নাতক প্রকৌশল, এটি লঙ্ঘন
করে হীনস্বার্থ চরিতার্থে প্রকৌশলীর
সংজ্ঞার পরিবর্তন
করা যাবে না এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত
প্রকৌশলীর সংজ্ঞা অক্ষুণ্ণ রাখতে হবে।
৪) প্রকৌশল ,প্রযুক্তি ও
কারিগরি কর্মে উচ্চপদে আসীন হতে শুধুমাত্র
অভিজ্ঞতাই মাপকাঠি নয় বরং প্রাতিষ্ঠানিক
শিক্ষাই মূলভিত্তি হওয়া উচিত।
প্রকৌশলে উপযুক্ত শিক্ষা ও জ্ঞান
ব্যতিরেকে ব্যাপক হারে উচ্চতর পদে আসীন
হবার পথ অবারিত হলে তা উন্নত দেশ ও
জাতি গঠনে নেতিবাচক প্রভাব ফেলবে।
দেশে স্তরভেদে প্রাতিষ্ঠানিক শিক্ষার
কারিকুলাম ও মানদণ্ডের ব্যাপক তারতম্য
রয়েছে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা,
অভিজ্ঞতা ও জ্ঞানের মানদণ্ড ভেদে পদোন্নতির
সীমারেখা নির্দিষ্ট হতে হবে।
৫) জাতীয় বেতন স্কেলভুক্ত নন-ক্যাডার ও স্ব-
শাসিত সংস্থায় ৫ম গ্রেডে কর্মরত
কর্মকর্তাদের ৮ বছর চাকুরী পূর্তিতে ৪র্থ
গ্রেডে সিলেকশন স্কেল দিতে হবে।
৬) প্রকৌশল সংস্থা প্রধানদের গ্রেড-১ এ
উন্নতিকরন এবং সচিবদের সমমর্যাদা প্রদান
করতে হবে।
৭) বেসরকারি প্রকৌশলীদের নুন্যতম বেতন ও
মর্যাদা নির্ধারণ এবং চাকুরী বিধির আওতায়
আনতে হবে।

Level 0

আমি 8Balls। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরকারকে জাগিয়ে তোলা হোক…

Level 0

ভাল পদক্ষেপ।

Level 0

goooooooooooooooooooooooooooooooooooooooooood