সম্প্রতি এক জরিপে দেখা গেছে, আমেরিকার শতকরা ১৫ ভাগ তরুণ-তরুণী ইন্টারনেট ব্যাবহার করেন না। মূলত ইন্টারনেটের প্রতি কম আগ্রহ এবং কম্পিউটার ক্রয়ে অসামর্থ্যতা এই দুইটি কারণই এর জন্য দায়ী।
জরিপে আরও দেখা গেছে, যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের ৯২% মনে করেন তাদের ইন্টারনেট ব্যবহার করার কোন প্রয়োজন নেই। অধিকাংশ ইন্টারনেটে অনাগ্রহীরা কারণ হিসেবে বলেন “I just don’t care about it”। আর এক তৃতীয়াংশ বলেন just not interested”, “don’t need it” অথবা “think it’s a waste of time”।
জরিপে বলা হয়, আমেরিকার কম শিক্ষিত ব্যাক্তিদের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করার কোন ইচ্ছা নেই। এছাড়াও আমেরিকার গ্রামীণ অঞ্চলের লোকদের মাঝে ইন্টারনেট কম জনপ্রিয়।
ইন্টারনেটের প্রতি আগ্রহী, কিন্তু আর্থিক সমস্যার কারণে কম্পিউটার কিনতে পারেন না এমন লোক আমেরিকায় আছেন ১৩%। তাদের মধ্যে ৬% মনে করেন ইন্টারনেটের দাম খুব বেশী।
আর চোখ এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে ইন্টারনেট ব্যাবহার করেন না ৪%। এছাড়া কম্পিউটার ব্যাবহারকারীদের ৩% ইন্টারনেট ব্যাবহার করেন না ব্যাক্তিগত গোপনীয়তা, ভাইরাস, স্প্যাম, হ্যাকার ইত্যাদির কারণে।
বিঃদ্রঃ আমার এই লেখাটি সঞ্চারণে প্রথম প্রকাশিত হয়
আমি Nazmul Islam Sabuz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর বাকি ৮৫ ভাগ 😀