ডোমেইন নামের বিভিন্ন স্ট্যাটাস কোড বিবরন

এবারে আলোচনা করবো ডোমেইন নামের বিভিন্ন স্ট্যাটাস কোড নিয়ে। যারা এই বিষয়ে আগের লেখাটি পড়েননি, তারা একবার পড়ে নিতে পারেন: ডোমেইন নাম মেয়াদকাল উত্তীর্ণ করে মুছে যাওয়ার প্রক্রিয়া। আমরা ডোমেইন নিয়ে অনেক কিছুই বলি আর লিখি, আমাদের অনেকেরই ডোমেইন আছে। ডোমেইন সম্বন্ধে এইসব তথ্য জানা জরুরী হয়ে পড়েছে কারন আজকাল আমাদের মধ্যে অনেকেই ডোমেইন কিনছেন বা রিসেলার হয়ে বিক্রয় করছেন। সকলেরই জানার প্রয়োজন আছে। আজকের আলাপ - ডোমেইন রেজিস্টার হওয়ার পরে ডিলিট হয়ে যাওয়া পর্যন্ত সমস্ত স্ট্যাটাস কোডের বিবরন। একটু মনোযোগ দেবেন, এই লেখার মধ্যে অনেকবার registry (রেজিস্ট্রি), registrar (রেজিস্ট্রার) & register (রেজিস্টার) শব্দ তিনটি আছে, সঠিকভাবে বুঝে নেবেন।

STATUS: Active

ডোমেইন রেজিস্ট্রি এই স্ট্যাটাস দিয়ে দেয় রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে। এর অর্থ ডোমেইনের মালিক এই ডোমেইনের নিয়ন্ত্রণ ভার নিজের হাতে পেলেন। তিনি এখন DNS/MX/CNAME/A Records ইত্যাদি নির্দেশ দিতে পারবেন। তবে তিনি একলা নন, ডোমেইন রেজিস্ট্রারও ডোমেইন মডিফাই করতে পারবে। নেম সার্ভার উল্লেখ থাকলে ইন্টারনেট জোনে ডোমেইনকে রাখা হবে।

STATUS: Registry-Lock

এই স্ট্যাটাসও রেজিস্ট্রি থেকেই দেওয়া হয়। এই পর্যায়ে ডোমেইন রেজিস্ট্রারও মডিফাই কিম্বা ডিলিট করতে পারবেন না। করতে হলে এই রেজিস্ট্রি লক্‌ সরাতে হবে। তবে ডোমেইন রিনিউ করা যাবে এবং নেম সার্ভার উল্লেখ থাকলে ইন্টারনেট জোনে ডোমেইনকে রাখা হবে।

STATUS: Registrar-Lock

ডোমেইনের রেজিস্ট্রার এই লক্‌ বসাতে পারেন। লক্‌ থাকা কালীন ডোমেইন মডিফাই কিম্বা ডিলিট হবেনা। রিনিউ করা যাবে। নেম সার্ভার উল্লেখ থাকলে ইন্টারনেট জোনে ডোমেইনকে রাখা হবে।

STATUS: Registry-Hold

আবারও, এই স্ট্যাটাস সেট করে রেজিস্ট্রি। ডোমেইন মডিফাই/ডিলিট সম্ভব হবেনা। ডোমেইন রিনিউ হবে। তবে, নেম সার্ভার উল্লেখ থাকলেও ইন্টারনেট জোনে রাখা হবেনা ডোমেইনকে।

STATUS: Registrar-Hold

ডোমেইনের রেজিস্ট্রার এই হোল্ড সেট করতে পারেন। এই অবস্থায় মডিফাই/ডিলিট হবেনা। এই হোল্ড পর্যায়ে ডোমেইন ইন্টারনেট জোনে দেখানো হবেনা।

STATUS: RedemptionPeriod

এটা সেট করবে ডোমেইন রেজিস্ট্রি। যখন ডোমেইনের রেজিস্ট্রার অনুরোধ জানাবে যে এই ডোমেইন রেজিস্ট্রি থেকে ডিলিট করে ফেলা হোক। এই অনুরোধ জানাতে হলে ডোমেইনের বয়স অন্ততপক্ষে ৫ দিনে হতে হবে। যদি ডিলিটের অনুরোধ ডোমেইন রেজিস্ট্রেশানের ৫ দিনের মধ্যেই করা হয় তাহলে ডোমেইন তৎক্ষণাৎ বাতিল করা হবে। এই পিরিয়ডে ডোমেইন ইন্টারনেট জোনে রাখা হবেনা। এই রিডেমশান পিরিয়ড সর্বোচ্চ ৩০ দিনের হয়, এই পিরিয়ডে ডোমেইন মডিফাই হবেনা, রেস্টোর করা যেতে পারে।

STATUS: PendingRestore

রেজিস্ট্রি এই স্ট্যাটাস সেট করবে যখন ডোমেইন রেজিস্ট্ররের কাছে ডোমেইন রেস্টোর করার অনুরোধ আসবে রিডেমশান পিরিয়ডের মেয়াদকালে। এই পিরিয়ডে ডোমেইনকে ইন্টারনেট জোনে রাখা হবে। ডোমেইন মডিফাই/আপডেট সুবিধা থাকছেনা এই পিরিয়ডে। রেজিস্ট্রি এই পিরিয়ডে ডোমেইনকে ধরে রাখবে যতোদিন না রেজিস্ট্রার ডোমেইন রেস্টোর করার প্রয়োজনীয় তথ্যাদি জানাচ্ছে। যদি ৭ দিনের মধ্যে রেজিস্ট্রার রেস্টোর করার তথ্যাদি দিতে না পারে রেজিস্ট্রিকে, তবে আবারও ডোমেইন ফিরে যাবে রিডেমশান পিরিয়ডে। কিন্তু ডোমেইন রেজিস্ট্রার যদি ৭ দিনের মধ্যে রেস্টোর তথ্যাদি দিতে পারে তবে ডোমেইনকে আবার এক্টিভ পিরিয়ডে ফেরত নেওয়া হবে।

STATUS: PendingDelete

ডোমেইন রেজিস্ট্রি এই স্ট্যাটাস সেট করবে যখন ডোমেইন RedemptionPeriod পার হয়ে আসবে এবং ডোমেইন রেস্টোর করার কোনো অনুরোধ পাওয়া যাবেনা। স্বাভাবিক ভাবেই এই ডোমেইন যেহেতু ডিলিটের অপেক্ষা করছে তাই ইন্টারনেট জোনে রাখা হবেনা, ডোমেইন রেজিস্ট্রার মডিফাই/ডিলিট করতে পারবেনা। ৫ দিন এই পিরিয়ডে থাকার পরে ডোমেইন রেজিস্ট্রি থেকে চিরতরে এই ডোমেইন নাম মুছে ফেলা হবে। এর পরে অন্যান্যরা এই ডোমেইন আবার রেজিস্টার করাতে পারবেন স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে।

---
আমরা ডোমেইন নিয়ে অনেক কিছুই বলি আর লিখি, আমাদের অনেকেরই ডোমেইন আছে। ডোমেইন সম্বন্ধে এইসব তথ্য জানা জরুরী হয়ে পড়েছে কারন আজকাল আমাদের মধ্যে অনেকেই ডোমেইন কিনছেন বা বিক্রয় করছেন। সকলেরই জানার প্রয়োজন আছে। মূল লেখাটি একটু আগেই আমার ব্লগে দিয়েছি, দেরী না করে টেকটিউনস সদস্যদের জন্যও দিলাম এখানে।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর লেখার জন্য

Level 0

থুবই তথ্যবহুল লেথা।

অনেক কিছু জানলাম ।
তথ্যগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ…
http://noted.tk

অনেক গুলু তথ্য দেয়ার জন্য ধন্যবাদ।

ব্যাফক ব্যাপার স্যাপার। 😛

রিয়া আপু আপনার প্রতি টিউন এ তথ্যবহুল । অনেক আপনাকে অনেক ধন্যবাদ 🙂

আপনার লেখা গুলো সবসময় অনেক সুন্দর হয়

তথ্যবহুল টিউন ধন্যবাদ।

নতুন বেসিক কিছু জিনিস সহজভাবে এক্সপ্লেইন করার জন্য থ্যাঙ্কস।