আমি অন্যের পোষ্ট কপি কইরাই দিব। আপনার সমস্যা কোথায়?

আমি কপি পেষ্ট কইরা দিমু। কি করবি কর!!! এই ধরনের কথা অবশ্য সরাসরি কেউ বলে না।
সর্বশেষ maxbd নামের এক টিউনার অভিযোগ আনলো তার পোষ্ট কপি করার এবং তা অকাট্য ভাবে প্রমান করে দেয়ার জন্য ধন্যবাদ। এরকম চৌর্যবৃত্তি কেবল টেকটিউনেই নয়। প্রায় সকল ব্লগেই হয়ে থাকে। কখনো প্রতিবাদ করা হয় কখনো হয় না।

তবে একই প্রযুক্তি বা সফটওয়্যার নিয়ে দুইজন পোষ্ট করলে দ্বিতীয় পোষ্ট কে আমি কপি পেষ্ট বলতে নারাজ। কপি পেষ্ট তখনি বলা যায় যখন কেউ প্রথমজনের পোষ্ট হুবহু (ভাষাশৈলী এর কোন পরিবর্তন না এনে) নিজের বলে দাবী করে এবং পোষ্ট করে। ধিক সেসব ব্লগারদের প্রতি।
অপরদিকে, কখনো কখনো কপি পেষ্ট পোষ্টের দরকার আছে। তবে সেটাকে কপি পেষ্ট না বলে রি-টিউন বলা যেতে পারে। ধরুন, কোন ব্লগার একটি সফটওয়ার নিয়ে পোষ্ট করেছেন। দ্বিতীয় কোন ব্লগার মনে করলেন তথ্য যথেষ্ট নয়। তিনি নতুন করে বিশদ আকারে পোষ্ট করলেন একই সফটওয়ার নিয়ে।

উপরের বিষয় নিয়ে আবার দুটি কথা আছে।
০১. দ্বিতীয় জন যদি প্রথমজনের পোষ্ট সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। তার কর্তব্য হলো প্রথমজনের বা এর আগে একই বিষয় নিয়ে করা পোষ্ট এর লিংক দিয়ে নেয়া।
০২. ব্লগারের যদি মনে হয় এর আগেও এ বিষয়ে পোষ্ট হতে পারে। প্রথমত সার্চ করে নেওয়া অথবা লেখার শেষে পাঠকদের কাছে অনুরোধ করা যে, এরকম কোন পোষ্ট তাদের নজরে এলে যেন তারা এর লিংক মন্তব্য আকারে দিয়ে নেন।

কপি পেষ্ট পোষ্ট কয়েক ধরনের হতে পারে। যেমন,

০১.অন্য জায়গা থেকে হুবহু পেষ্ট করে নিজের বলে চালিয়ে নেয়া।

- এটা রীতিমত চুরি। এরকম চুরি প্রতিরোধে আমরা সবাই একমত।

০২. অন্য জায়গা থেকে হুবহু নেয়া তবে আসল লেখকের পোষ্টের লিংক বা নিদেন পক্ষে তার নাম, কোন ব্লগে আছে তা উল্লেখ করে সম্মানিত করা।

০৩. অন্যের পোষ্ট এর তথ্য নিয়ে নিজের মত করে রি-পোষ্ট করা। অর্থাৎ সবার সুবিধার জন্য আরো সহজ কোন উপায় থাকলে তা নিয়ে আলোচনা করা অথবা নিজ দৃষ্টিকোণ উপস্থাপন করা।

- এটি কখনোই কপি পেষ্ট নয়। বরং এটি হলে টিউনের মান বাড়বে।

০৪. আগের কোন পোষ্ট সম্পর্কে ব্লগার নিশ্চিত নাও থাকতে পারে। সে এটাকে নতুন মনে করেই পোষ্ট করবে। কিন্তু তা যদি আগে কেউ করে থাকে সেক্ষেত্রে প্রথমজনের দায়িত্ব হবে নম্র ভাষায় মন্তব্য আকারে তার টিউনের লিংক দিয়ে দেয়া। এর ফলে বিতর্কও থাকবে না।

এবার নিজের সম্পর্কে কিছু বলি। ঐ যে টাইটেল এ বলেছিলাম
"আমি অন্যের পোষ্ট কপি কইরাই দিব। আপনার সমস্যা কোথায়?"
বিলকুল!!! সবাই জানেন আমার বেশীরভাগ পোষ্টই ফেসবুক নিয়ে হয়। অনেকে হয়তো ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে লেখেন। মাঝে মাঝে সেগুলো অন্যের সাথে মিলেও যেতে পারে। আমি সর্ব্বোচ্চ চেষ্টা করি যাতে কপি পেষ্ট না হয়ে যায়। তাছাড়া পোষ্ট নিয়ে সন্দেহ থাকলে লিঙ্ক দেয়ার জন্য আহবান করি।

বেশ কয়েকদিন আগে আমি আমার নিজের ব্লগসাইটের খবর প্রকাশ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম অন্য সব ব্লগ এর লেখা থেকে কেবল ফেসবুক এবং টুইটার নিয়ে লেখা গুলো আমার ব্লগে পেষ্ট করব! কারো কি কোন আপত্তি আছে???

লেখাটি বিস্তারিত পড়ুর এখানে>>

Facebook এবং Twitter এর বিভিন্ন পোষ্ট নিয়ে সম্মিলিত একটি সংগ্রহশালা (লেখকদের কাছে অনুমতি সংক্রান্ত পোষ্ট)

আমার অন্যান্য পোষ্ট গুলো পড়ুন >>
https://www.techtunes.io/tuner/facebook_master/

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ গুরু, সুন্দর একটা পোস্ট করেছেন, আপনার সাথে একমত।

Level 0

আমার কোনই সমস্যা নেই।
চালিয়ে যান …

কি জানি ভাই!! এসব মাথায় আসে না। তবে আমার লেখাগুলো কপিপেষ্ট করতে পারেন নিজের নামে!! আমার কোনই আপত্তি নেই!!

    টিউটো (maybe Rasel)ভাই, আমি কপি করার জন্য তৈরি হইতাছি, রেডি থাকবেন।

    ”প্রতিবাদের সুর ধ্বনিত হলে অসাধু ওয়েবসাইট বাতিল হবেই” শিরোনামে রিয়া’র টিউনটি পড়ে দেখুন, টিউটো বিডি। আপনার মন্তব্য আর রিয়া’র টিউনের মধ্যে পার্থক্য দেখুন। অবশেষে ফেসবুক গুরু কে বলুন, তিনি যেন আপনার এ মন্তব্যটি প্রত্যাহার করেন।

আপনার সাথে একমত।

    ধন্যবাদ… আপনার আভাটার টা দেখলে খালি হাসি পায় 😀

একমত আপনার সাথে তবে সবাই যদি ছেষ্টা করে নতুন কিছু নিয়ে লেখার তা হলে মনে হয় আর ভাল হয়,ধন্যবাদ আপনাকে।

শোয়েব >> http://apps.facebook.com/my_song/ এই টা use করে দেখো

হুম চোরদের আটকান খুব কঠিন গুরু……………… 😉

ফেসবুক গুরু >>> বটে বটে…
~ !

এই না হলে গুরু …………….

Level 0

আপনার কথায় যথেষ্ঠ যুক্তি আছে। তবে……….মেনে নেয়াটা যার যার মানসিকতার উপর নির্ভর করে।
ব্যাক্তিগত ভাবে আমি মনেকরি….. যদি সোর্স, ফোরাম এড্রেস, অথার, লিংক ইত্যাদির এক বা একাধিক উল্লেখ থাকে তাহলে কপিটা মেনে নেয়া যায়।
কারণ আমরা চাই আমাদের জ্ঞান এবং প্রযুক্তি ছড়িয়ে দিতে, শিকলবদ্ধ করতে চাইনা।

ভাল টিউন ধন্যবাদ।

Level 0

ভালা……………………………কয়েছ