ছাত্রকাল থেকেই পত্র-পত্রিকায় লিখছেন নিয়মিত। সাংবাদিকতার সূত্র ধরে সে লেখালেখির হার বেড়েছেই। নাট্যতত্ত্বের ছাত্র হিসাবে লিখেছেন মঞ্চ নাটক, টিভি নাটক।
ছোটগল্পের জন্য পেয়েছেন জেমকন তরুণ লেখক সাহিত্য পুরস্কার। প্রকাশিত ছোটগল্পের বই : অন্ধকারের গল্পগুচ্ছ, ছোট ছোট ছোটগল্প। চলচ্চিত্র বিষয়ে প্রকাশ হয়েছে ছয়টি বই : বিশ্বসেরা ৫০ চলচ্চিত্র, বিশ্বসেরা আরো ৫০ চলচ্চিত্র, হরেক রহকম চলচ্চিত্র, ১০ রকম ১০০ চলচ্চিত্র, বিশ্বসেরা চলচ্চিত্র, অস্কার বিজয়ী চলচ্চিত্র।
প্রকাশিত মঞ্চ নাটক শেষ পূর্ণিমা।বাংলাদেশে গারো নৃগোষ্ঠীদের ধর্ম ও সাংস্কৃতিক বিপর্যয় নিয়ে রচিত এটি একমাত্র গবেষণা নাট্য। প্রকাশিত অনুবাদ গ্রন’ সাদাকো ও সহস্র সারস। শিশুদের জন্য প্রকাশিত বই মজার প্রাণীকূল।
আমি zkrony001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফটো মারাত্মক হয়েছে।