paybox.me, সাইটটার নাম নিশ্চই শুনেছেন। তারা নাকি পেপাল এবং অ্যামাজনের মতন সাইট। রেজিষ্ট্রার করলেই আপনার একাউন্টে জমা হবে ২৫ ডলার, প্রতিদিন ভিজিট করলেই জমা হবে ২০ ডলার করে(যদিও আমার ক্ষেত্রে এটা ৪০ ডলার) এবং প্রতি রেফারেলে জমা হবে ১০ ডলার করে। আহ! কাড়ি কাড়ি টাকা আয় করার সুবর্ন সুযোগ। শুনতে ভালই লাগে। কিন্তু সত্যিই এটা সম্ভব?
নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান। এখন পর্যন্ত প্রায় ১০৫০০০ ইউজার পেবক্সে রেজিষ্ট্রার করেছে(পাশের গ্রাফ অনুসারে বর্তমানে তাই হওয়ার কথা। এটি অক্টোবরের পর আর আপডেট হয়নি।)। গড়ে সবার একাউন্টেই ৩০০ ডলারের মত থাকার কথা। চিন্তা করুনতো এতজনকে এত এত টাকা দিতে গেলে কোম্পানির প্রায় ৩,১৫,০০,০০০ ডলার খরচ হবে। মানে ২,২০,৫০,০০,০০০ টাকা। যত দিন যাবে এই টাকার অঙ্ক ততই বাড়বে। কি মনে করেন এত এত টাকা খরচ করার পর কোন কোম্পানির আর ব্যাবসা করার মত অবস্থা থাকবে?
ধরলাম কোম্পানির কাছে টাকার গাছ আছে। আর সেই গাছ থেকে টাকা পেড়ে তা সবাইকে বিলি করবে। কিন্তু কেন? বিজ্ঞাপনের এত এত সুলভ ব্যাবস্থা থাকতে কোম্পানি শুধুমাত্র প্রচারের জন্য আপনাকে এত টাকা দেবে কেন? সেটাকি আপনার মামার কোম্পানি?
আচ্ছা ঠিক আছে পেবক্স আপনার মামারই কোম্পানি ধরলাম। তার আপনার জন্য অনেক দরদ। তারা আপনাকে বড়লোক বানাবার জন্য নিজে নিঃষ্য হতেও রাজি। না-না নিঃষ্য হবে কেন, তাদের পুজি টিকিয়ে রেখে তবেইনা আপনার মামা আপনাকে বড়লোক করবেন। আপনার মামারকাছে ব্যাবসা করার অনেক পুজি আছে এবং তিনি মনে করেন এভাবে টাকা বিলি করলে বিজ্ঞাপনের থেকে তাড়াতাড়ি প্রচার হবে এবং বক্স অপেন হওয়ার পর জম্পেস ব্যাবসা করবে। তাহলে তারা তাদের সাইটে গুগলের অ্যাডসেন্স দিবে কেন? এত টাকা আয় করার সুযোগ থাকতে এই দু চার টাকার জন্য কেউ সাইটের সৌন্দর্য নষ্ট করে?
এখনও মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন। এটা ভালভাবে বুঝে নিন ঐটা আপনার মামার সাইট না। তাদের উদ্দেশ্য কি জানেন? তারা আপনার ইমেইল অ্যাড্রেস ফিসারদের কাছে বিক্রি করবে। বিশ্বাস না হলে একটি নতুন ইমেইল একাউন্ট খুলে সেটা দিয়ে পেবক্সে রেজিষ্ট্রার করুন। ইমেইল অ্যাড্রেসটি আর কোথাও দিবেন না। দেখবেন এতে স্পামে ভরে গেছে। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে পেবক্সে রেজিষ্ট্রার করেছেন তাতেকি অনেক স্প্যাম আসছেনা? ইমেইল অ্যাড্রেস বিক্রিতে অনেক টাকা। সাথে
গুগল অ্যাডসেন্সের কিছু টাকাও পেল। তাদের উদ্দেশ্য ব্যাবসা করা বা কোন ধরনের পেমেন্ট সাইট খোলা নয়।
কিছুদিন আগে ঠিক এরকমই একটা সাইট বেরিয়েছিল নাম গ্রীনজ্যাপ। তারা ঠিক একই পদ্ধতিতে লোক ঠকায়। কিন্তু শেষমেস দেখা যায় সেই জমানো টাকা আর আসল টাকা হয়নি। ধারনা করা হচ্ছে এরাও সেই গ্রীণজ্যাপের। সাইটে কোন ঠিকানা দেয়া আছেকি পেবক্সের অফিসের? হুইজ চেক করেও ঠিকানা বের করার উপায় নেই। হুইজ প্রাইভেসি প্রোটাক্টেড। এটা আসলে গ্রীণজ্যাপেরই নিখুত সংস্করন।
তারা paybox.me ডোমেইনটি ব্যবাহার করছে। paybox.com ডোমেইনটি একটি জার্মান কোম্পানির। paybox.com প্রতিষ্ঠিত এবং সৎ। paybox.me ডোমেইনটি নেয়ার উদ্দেশ্য হতে পারে সেই কোম্পানির সুনাম নিজের কাজে লাগানো। কারন মানুষ যখনি সন্দেহ করবে এবং paybox লিখে গুগলে সার্চ করবে তখন ভাল ভাল কথা পাবে paybox.com সম্পর্কে আর তাতে নাম হবে paybox.me -এর।
লক্ষ করে দেখুন দুটো লোগই প্রায় একই রকম কিন্তু paybox.me-এর সাথে paybox.com-এর কোন সম্পর্ক নেই।
তবে আপনি যদি আকাশ-কুসুম কল্পনা করতে ভালবাসেন এবং সময় কাটানোর একটি ভাল মাধ্যম চান তাহলে পেবক্সই আপনার জন্য সেরা। আরও সময় কাটান পেবক্সে তাতে আমার কোন ক্ষতি নেই। কিন্তু কেন এই মিথ্যা আশা নিয়ে পড়ে থাকবেন? কেন নিজের ইমেইল অ্যাড্রেস স্পামারদের কাছে বিক্রি হতে দিবেন? আর কেনইবা অন্যকে নিজের সময় নষ্ট করতে উৎসাহ দিবেন? আপনার সময়ের মূল্য অনেক বেশি। অন্তত এই নকল টাকার থেকে বেশি। আসলে মানুষ নিজের ভাল বুঝেনা।এই টিউনের মত করেই মন্তব্য করেছিলাম "অনলাইনে আয় করুন হাজার হাজার ডলার" :p নামের একটা টিউনে। কিন্তু টিউনার মহাশয় বুঝতে রাজি নয়, তিনি মন্তব্য মুছে দিলেন। আমি এমনটাই আশা করেছিলাম তাই মন্তব্যটি কপি করে রেখেছিলাম এবং টিউনে সেটারই একটু সম্পাদিত এবং বিস্তারিত রুপ প্রকাশ করলাম। টেকটিউনসে এর আগে আমার মন্তব্য কেউ মুছে ফেলেনি :'( ।
যাহোক আমি এই টিউন দিয়ে প্রথম পাতার সৌন্দর্য নষ্ট করতে চাইনি। চাইনি কোন ভাল টিউন দ্বিতীয় পাতায় চলে যাক (ডায়লগটার ফাউন্ডারকে ধন্যবাদ)। কিন্তু টিউনটি পড়লে হয়ত দু-এক জন পেবক্স পাগলের সুবুদ্ধির উদয় হবে। আর এই উসিলায় আমিও দু-এক গ্রাম সোয়াব পেয়ে যাব। তাই ভাল টিউন দ্বিতীয় পাতায় চলে যাওয়ার বিষয়টা কম্প্রোমাইজ করতে হল। আমিও অনেক সময় নষ্ট করলাম পেবক্সের উপর রিসার্চ করতে এবার যাই।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে ।