হাদিসের একমাত্র বাংলা অনলাইন ডাটাবেস এবং অফলাইন সফটওয়্যার

আপনি কি মুসলিম এবং বাংলাভাষী? যদি হয়ে থাকেন তাহলে নিশ্চয় কোন না কোন দিন আপনার কোরআন হাদিস সম্পর্কে জানার আগ্রহ হতে পারে। আর আপনারা জানেন যে কোরআনের জন্য অনেক ওয়েব সাইট আছে কিন্তু বাংলায় হাদিসের জন্য তেমন কোন ওয়েব সাইট নেই বললেই চলে। তাই আমরা তৈরি করছি বাংলায় সর্বপ্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন হাদিসের ডাটাবেস যা আপনার যে কোন সময় যে কোন হাদিসের বিষয়ে সাহায্য করবে মুহূর্তের মধ্যেই।

এই ডাটাবেস থেকে আপনি যা কিছু করতে পারবেনঃ

১/ হাদিস পড়া, শেয়ার করা, প্রিন্ট করা, ই-মেইল করা বা পিডিএফ করে সেভ করা।
২/ যে কোন বাংলা, ইংরেজী ও আরবি কি-ওয়ার্ড দিয়ে হাদিস সার্চ করা।
৩/ সহিহ, হাসান, জঈফ, জাল ইত্যাদি হাদিস ফিল্টার করতে পারা।
৪/ হাদিস নম্বর, হাদিসের রেঞ্জ বা অধ্যায় দিয়ে হাদিস বের করা।

মূলত আপনারা যেভাবে চিন্তা করেন ঠিক সেভাবেই আমরা এই সাইটিকে প্রস্তুত করছি। যেহেতু এটা অনেক বড় একটি প্রোজেক্ট তাই অনেক সময়ের প্রয়োজন সম্পূর্ণ ভাবে এটাকে শেষ করা তবে আল্লাহ্‌ তাউফিক দিলে শেষ করতে চাই এই জীবদ্দশায়।
এছাড়াও অনলাইনের পাশাপাশি আমরা তৈরি করছি অফলাইন ভার্শন আর সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ওয়েব সাইট থেকেই। জাজাকাল্লহু খায়ের।

আমাদের ঠিকানাঃ http://www.hadithbd.com

 

 

 

 

Level 0

আমি সত্য সবার উপর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank’s

এপ্লিকেশন ডেভেলাপমেন্টে কোন সাহায্য লাগলে নক করিয়েন।

    @Mashpy Says: জাযাকাল্লাহ ভাই, আমরা এমন ভাইদের খুজছি যারা অফলাইন সফটওয়্যার তৈরি করতে পারেন আমাদের দেয়া ডাটাবেসের উপর ভিত্তি করে। আপনি কি আগ্রহী এই বিষয়ে?

      @সত্য সবার উপর: হ্যা। আমি আগ্রহী সমস্যা নেই। যোগাযোগ করতে পারেন – MashpySays এট gmail.com

        @Mashpy Says: জাজাকাল্লাহু খায়ের, আপনি কি আপনার মোবাইল নম্বর দিতে পারবেন। আমার কথা বলা দরকার সরাসরি। একটি মেইল পাঠাচ্ছি আপনাকে।