ই-মানিপে২৪ডটকম (http://emoneypay24.com) একটি তথাকথিত ডলার ক্রয়-বিক্রয় সাইট যারা ২৪ ঘন্টা তাতক্ষণিক সেবা প্রদানের কথা বলে আপনার কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরা সাইটিতে কোন মেম্বারশীপ বা সাবস্ক্রীপশন সুবিধা না রেখে (যাতে প্রতারণা করা অধিকতর সহজ হয়) শুধুমাত্র তাতক্ষণিক সেবা (অনলাইন ফিন্যান্স সার্ভিস) প্রদানের কথা বলে সাধারণের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে যাচ্ছে
সাবধাননিচেরওয়েবসাইটেরসেবানেওয়াথেকেবিরতথাকুন।
ওয়েবে আর্কষনীয় রিজার্ভ লিস্ট দেখিয়ে এবং তাতক্ষণিক ভূয়া তথ্য দিয়ে সুকৌশলে টাকা হাতিয়ে নেয় কখনও ''কবির' কখনও ‘সুমন আহমেদ’ নামে পরিচয় দেয়া এক ব্যক্তি।
ভদ্রলোকের কথাবার্তা খুবই প্রোফেশনাল আর তার মোবাইলের টোনে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত সেট করে রাখা আছে । যিনি রাজশাহীর একটি সম্ভ্রান্ত এলাকার ঠিকানা সাইটিতে ব্যবহার করেন এবং 'বিকাশ' করা এই মোবাইল নম্বর (+8801711137164) থেকে কথা বলেন।।
এই ঠিকানা সাইটটিতে ব্যবহৃত হচ্ছে।
গত ৮ তারিখে আমার খুবই জরুরী ভিত্তিতে ৫০ পেইজা ডলার ও ১৫ ম্যানিবুকারস ডলারের প্রয়োজন হয়। তো সাইটে ও ফেসবুকে পাওয়া তথ্য অনুযায়ী এদের সাথে আমার কথা হয় যে ৫০ পেইজা ডলার ৭৪ টাকা হিসেবে ৩৭০০ টাকা আর ১৫ ম্যানিবুকারস ডলার ৭৫ টাকা হিসেবে ১১২৫ টাকা সর্বমোট ৪৮২৫ টাকা দিলেই তাতক্ষণিক ভাবে আমার দেওয়া একাউন্টে ডলার পৌছে যাবে।
I WANT TO BUY 50 PAYZA & 15 MONEY BOOKERS
|
|
আমি কথামতো বিকাশ এ টাকা পাঠাই এবং উনি টাকা পাওয়ার কথা স্বীকার করে আমাকে ডলার পাঠানোর অভিনয় করে বলেন পাঠানো হয়েছে...চেক করেন... বিকাশের মেসেজ….
Name/Number: +8801711066353
Time: 2013-09-10 00:32:09
Content: Send money Tk. 4825.00 to 01711137164 successful. Ref. Fee tk 5.00 Balance tk. 9446.58. Trx ID 3787915770 at 08/09/2013 time 21:46 pm.
কিন্তু চেক করার পর দেখি ডলার আসে নাই...যা আজ পর্্যন্তও আসে নাই...মোবাইলে ফোন করে আমাকে সারারাত পবিত্র কুরআনের তেলাওয়াত শুনতে হলো……তার আর ডলারের কোনও হদিস পাওয়া গেলো না আজও।
পরিশেষে, টেককমিউনিটির একজন মানুষ হিসেবে আমার এই ঘটনা থেকে সবাইকে সচেতন হবার অনুরোধ করছি...একই সাথে উপযুক্ত কতৃপক্ষের কাছে এই ধরণের ''ছিছকেঁ স্ক্যামারদের'' বিরূদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।
আমি Md. Aslam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, শেয়ার করার জন্য