ব্লগস্পট থেকে প্রিমিয়ামে আসলাম তাই আনন্দ শেয়ার না করে পারলাম না।

◄☼সবাইকে সালাম ও শুভেচ্ছা☼►

ভয়ে আছি মডেরেটরা পোস্ট ডিলিট বা একাউন্ট ব্যান করতে পারে।

টেকটিউন্স থেকে ইন্সপ্রেশন ও সাহায্য পাওয়ায়র আজ আমি একজন ব্লগার

আশা করি সবাইক অনেক ভাল আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আসলে আমি আজ আপনাদের জন্য কোন টিউন নিয়ে আসি নাই নিয়ে আসি নাই কোন প্রকার সফটওয়্যার। আমি আজ এসেছি আপনাদের কাজে আমার আনন্দ শেয়ার করার জন্য। যদিও অফ টপিক তারপরও আপনার কাছে আনন্দ শেয়ার না করে পারলাম না।

আমি আজ ১ বছর ধরে ব্লগিং করছি কখনো নিজের ব্লগস্পটে আবার টিউনার পেজে এইভাবেই ১ বছর পার হল। আমি সাধারণত ব্লগিং নিয়েই পোস্ট লিখি কিন্তু ইদানিং অন্যান্য সফটওয়্যার ও অন্যান্য বিষয় নিয়ে ও টিউটিরিয়াল লিখি। আমার ব্লগের ভিজিটর প্রথম অবস্থায় ব্লগস্পটে ছিল কিন্তু আপনার দেখে উৎসাহী হওয়ার কারণে পোস্ট লিখা শুরু করি প্রতিনিয়তই তারপর এক সময় ভাল ভিজিটর পেতে শুরু করলাম প্রতি পোস্টে কমেন্ট লাইক এমন কি ফেসবুকে ভাল প্রভাব পড়লো। তাই চিন্তা করলাম এইবার একটি নিজের ডোমেইন কিনাই ভাল হবে তাই যেমন চিন্তা তেমন কাজ একটি ডোমেইন কিনে ফেললাম এবং সেটিতে এতদিন কাজ করছিলাম। ব্লগ যাতে করে ভিজিটর ফ্রেন্ডলি হয় যেই দিকে খেয়াল রেখে সাইটের কাজ করেছি। আজ ১ সাপ্তাহ ধরে আমার সাইট লাইভ তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই ব্লগে আমি নিজের আপাদত লিখি আশা করি এখন থেকে আপনাদেরও পাশে পাবো। এই ব্লগে সাধারণত টেকনোলজী নিয়ে বেশী লেখা হয়। এছাড়া ফ্রিলেসিং নিয়ে লেখা শুরু করেছি। আশা করি এখন থেকে ফ্রিলেন্সিং নিয়েও লিখব ইনশাআল্লাহ্‌, আপনাদের পাশে পাবার ইচ্ছা আপনাদের কাছে আমার এই আনন্দ শেয়ার করলাম।

আমার ব্লগের নাম প্রযুক্তির খেলা.কম

প্রযুক্তির খেলা সম্পর্কে কিছু কথাঃ

মানুষের জীবনযাত্রার সর্বস্তরে আজ বিজ্ঞানের সফল পদচারণা লক্ষনীয়। বিজ্ঞানের অভ্যুদয় ও অগ্রগতির আলোকে পৃথিবী আজ উদ্ভাসিত। নব নব আবিস্কারের কল্যাণমুখী প্রয়োগে আধুনিক জীবনে বিজ্ঞান যোগ করেছে নতুন মাত্রা। বিজ্ঞানের কল্যাণে পৃথিবী থেকে আজ বিদূরিত হয়েছে প্রাগৈতিহাসিক অন্ধকার। অরণ্যচারী যাযাবর মানুষের উত্তর-প্রজন্ম বিজ্ঞান-বুদ্ধির কল্যাণে আজ নতুন সভ্যতার কর্ণধার। বিজ্ঞান ও বিজ্ঞানের আবিস্কার ছাড়া বর্তমান যুগে জীবনের চলমানতা কল্পনা করা অসম্ভব। দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রই আজ বিজ্ঞানের অপরিমেয় দানে সমৃদ্ধ। বিজ্ঞান ছাড়া জীবন আজ অচল। মানুষের অনুসন্ধান, জিজ্ঞাসা, প্রশ্ন, প্রয়োজন সবকিছুই দিচ্ছে আজ এই বিজ্ঞান বা প্রযুক্তি। বিজ্ঞান থেকেই তৈরী এই প্রযুক্তির। প্রযুক্তির খেলা.কম এই ক্ষুদ্র ব্লগটি একটি মিশ্র ব্লগ। যেখানে অনেক প্রকার বিভাগের সম্মানয়ে  একটি ব্লগ তৈরী হয়েছে। তবে এখানে প্রযুক্তি বিষয়টিকে বেশী প্রাধান্য দেওয়া হয়।

প্রযুক্তির খেলা.কম এর ইতিকথাঃ

প্রযুক্তির খেলা.কম এই ব্লগটি আজ নতুন নয়। আপনারা অনেকেই জানেন এই ব্লগটি প্রথমে ছিল ব্লগস্পট দিয়ে তৈরী। প্রযুক্তির খেলা এই ব্লগটি প্রথম কার্যক্রম শুরু করে ব্লগস্পট দিয়ে ২০১১ সালে। তবে একটা কথা যখন এই ব্লগটি আমি তৈরী করি তখন আমি ব্লগ সম্পর্কে কিছুই জানি না। আমার একটা শখ ছিল আমার একটা সাইট থাকবে সেই শখ অনুযায়ী একটা ব্লগ আমি তৈরী করি। আমার ব্লগস্পট সাইট (www.projuktirkhela.blogspot.com) তারপর সেখান থেকেই আমার এই ব্লগের জন্ম এবং আমার সবচাইতে খুশির বিষয় হচ্ছে আপনারা ব্লগস্পট সাইট থেকে এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়েছেন আমার সাইটে ভিজিট করেছে এবং করছেন।

আপনাদের আমন্ত্রণ আমার ক্ষুদ্র এই ব্লগে

Level 0

আমি eftakher alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রযুক্তিকে ভালবাসি তাই নিত্য নতুন খোজ করি, আর এই জন্যই ব্লগিং করি আপনাদের জন্য, নিজের শিখা জিনিস গুলো শেয়ার করার জন্য। http://www.projuktirkhela.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks. আপনার সাইট শেয়ার করার জানও । ভাই আমার ও অনেক দিন আর ইচ্ছা আপনার মত একটা সাইট বানাবো তবে আমি কিছু জানি না যে, কি ভাবে বানাবো । আপনি যদি একটু হেল্প করেন তা হলে অনেক উপকার হয় ।

আমাকে ফেসবুকে এড করে নিতে পারেন https://www.facebook.com/EASiblu

Onek nice … Good Luck

মোঃ ইফতেখার…. Post image gulo load hoy na ektao… Thik koren

ভাই আপনার জন্য শুভ কামনা রইলো । http://www.projuktirkhela.blogspot.com এর টেম্পলেটটা অনেক শুন্দর আর গোছানো । http://www.projuktirkhela.blogspot.com এর টেম্পলেটটা ( Widgets সহ) কি আমাকে মেইল করা যাবে ? দিলে অনেক খুশি হতাম । আমার মেইল – [email protected]

Theme of the site is awsome!Is it a premium theme?

Level 2

ভাইয়া আমার http://www.alphahomeocare.com/ এই সাইটটিও আগে ব্লগস্পট ছিল। কিন্তু বর্তমানে ডোমেইন নিয়েছি। এটি একটি স্বাস্থ্য সচেতনতা মূলক সাইট।