অনেক আগে থেকে টিউন করার ইচ্ছা কিন্তু সময় এবং বিষয় দুটোর একটিও হয়না তাই আর টিউন করাও হয় না। তবে আজ একটি ছোট টিউন দিয়ে যাত্রা শুরু করছি। আশা করি ভাল-মন্দ দুটি মন্তব্য জানতে পারব।
আজ আমি আমার প্রথম টিউনে আলোচনা করব বর্তমান সময়ের কিছু গেজেট নিয়ে এবং সেগুলোর ফিচার এবং স্পেসিফিকেসন নিয়ে। কিছু ভুল থাকলে জানাবেন।
1.SmartWatch: এমন একটা সময় ছিল হাত ঘড়ি ছাড়া বেরহওয়া একটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু বর্তমান সময়ে এই হাত ঘড়ির ব্যবহার কিছুটা কমে গেছে। ঠিক এই সময়ে বড় বড় কম্পানি গুলো ঝুকছে হাত ঘড়ির দিকে। কিন্তু সেই হাত ঘড়ি আর আগের মত সময় দেখার ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। সময়ের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন নতুন ফিচার। এখন এরকমই কিছু স্মার্টওয়াচ সম্পর্কে জানবো।
1.Sony: প্রযুক্তি বাজারে সনি হল একটি অন্যতম নাম। যারা সবসময়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এসে চমক সৃষ্টি করছে। ঠিক তেমনি তারা বাজারে ছেড়েছে তাদের SmartWatch MN2 এটির মাধ্যমে আপনি কন্ট্রোল করাতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড চালিত ফোন শুধু আপনাকে প্লেষ্টোর থেকে একটি এপ্যাস ডাউনলোড করতে হবে। তবে Xperia সিরিজ গুলোর সঙ্গে কম্প্যাটিবল। আসুন তাহলে দেখে নেয়া যাক ফিচার এবং স্পেসিফিকেসন।
Features:
1.Access Facebook
2.Access Twitter
3.Access Gmail
4.Read SMS
5.Read MMS
6. Get weather info
7.Read email
8.As a camera viewfinder
9.Access phonebook & call a person
10.Control music player on the phone
11.Find phone
12. Get missed call notification Get calendar/reminder notification
13.Get time and date info like a normal clock with a number of background options and etc.
Specifications:
1. Display: 1.3” OLED 128 x 128 pixels display
2.Screen Color : 65k (16 bits)
3.Connector Type : Standard USB charging
4.Operating System Compatibility : Android release: 2.1 and up
5.Battery Life (Approx) : 3-4 days typical usage, up to 14 days standby
6. Color : Black
7. Material : Made of aluminum and high polished plastics
8. Reisistance : Dust and splash proof
Price: $129.99
এছারাও তারা Sony SmartWatch 2 ছারার ঘোষণা দিয়েছে।
2. Samsung: প্রযুক্তি বাজারে আর একটি অন্যতম নাম স্যামসাং যারা গালাক্স্যসি সিরিজ দিয়ে বিশ্ব কে মাতিয়ে রেখেছে এবার তারা বাজারে Samsung Galaxy Gear SmartWatch এই মাসে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। যেটিতে থাকছে নানাবিধ সুযোগ সুবিধা যুক্ত, তবে এটি শুধু গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি এস ফোর, গ্যালাক্সি নোট ৩ এবং গ্যালাক্সি নোট ২ ছাড়া অন্যকোন ডিভাইসে ব্যবহার করা যাবে না এমনটাই জানাগেছে।
Features- Specifications:
1. Display: 1.63-inch 320 x 320 OLED display
2. Screen Color : 63k (16 bits)
3. Camera: 1.9 megapixel camera, 720p video recording, speaker + 2 mics
4. Battery Life : 10 hour
5. Memory: 4GB of onboard storage
6. Processor: 800MHz Exynos single-core processor
Price: $299
3.Apple: অ্যাপল এই দিক দিয়ে এখনো পিছিয়ে আছে, আসলে পিছিয়ে বলা ভুল কারণ এবছর একটি খবর শোনা যায়, যে অ্যাপল iWatch নামে একটি স্মার্টওয়াচ আনার জন্য অনেক বড় প্রজেক্ট হাতে নিয়েছে। তবে বরাবরের মত অ্যাপল এখনো কিছু মন্তব্য করেনি। তবে সনি এবং স্যামসাং এর দিক দিয়ে বলা যায়। অ্যাপলো খুব শীঘ্রই বাজার কাঁপাতে আসছে। এখন অপেক্ষার পালা।
এছারাও চায়না সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ বাজারে পাওয়া যায়।
2.GoogleGlass: সাইকেল,মটোরসাইকেল কিংবা কারে করে ড্রাইভ করছেন এই সময়ে হঠাৎ করে সুন্দর একটি দৃশ্য চোখে পরল কিন্তু তাৎক্ষণিক তোলার কোন উপায় নেই অথবা সুন্দর একটি মেয়ে দেখলেন তার একটি ছবি তুলতে মন চাইলো কিন্তু ক্যামেরা দিয়ে তুলতে গেলেতো.........(না করাই ভালো......একটু মজা নিলাম...... J) ঠিক এমনেই অনেক কিছু করতে পারবেন চোখের ইশারা অথবা মুখের একটি শব্দ দিয়েই। এই গ্লাস দিয়ে শুধু মেয়ের ছবি তোলাই নয় সেই সঙ্গে গুগল প্লাস এর মাধ্যমে তার উচ্চতা,নাম,বয়স ইত্যাদিও জানতে পারবেন ঠিক এমনই ফিচারের কথা জানাগেছে। এছারাও এটি দিয়ে বিভিন্ন জিনিশ কন্ট্রোল করা সহ নেট ব্রাউজিংও করা যাবে। তাই লাইভ ভিডিও শেয়ার করা সহ গুগল ম্যাপ,ফেসবুক,টুইটার এবং গুগল প্লাস সহ সব কিছুই ব্রাউজিং করা যাবে। বর্তমানে এর ডেভেলপার ভার্সন আছে। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ২০১৪সালে এটি রিলিজ হবে।
Specifications:
1. Display: 640×360 display
2. RAM :682MB RAM
3. Processor: OMAP 4430 SoC 1.2Ghz Dual(ARMv7)
4. Camera: 5-megapixel camera, capable of 720p video recording
5. Operating System: Android 4.0.4 and higher
6. Storage: 16GB storage (12 GB available)
7. Battery Life (Approx) : 3-4 days typical usage, up to 14 days standby
8. Color : Black
9. Material : Made of aluminum and high polished plastics
10. Reisistance : Dust and splash proof
Price: $1500
Features:
3.SmartPhone: মার্টিন কুপারের কয়েক কেজি ওজনের ফোনটি দিয়ে শুধু কথা বলা যেত কিন্তু কালেরপরিবর্তনে ধীরে ধীরে আজ এমন অবস্থানে পৌছেগেছে। শুধু তার ওজনেই কমেনি, সেই সঙ্গে তার সব কিছুতেই পরিবর্তন হয়ে আজ স্মার্টফোন এ পরিনত হয়েছে। আজ এটি দিয়ে কি করা যায় না সেটিই আগে খুজে বের করতে হবে। আর কয়েক বছরের মধ্যে অধিকাংশ মোবাইল ব্যবহারকারীর হাতে স্মার্টফোন চলে যাবে এতে কোন সন্দেহ নেই। বর্তমানে Android, IOS, Windows 8, RIM( BlackBerry OS) ইত্যাদি ওএস চালিত ফোন পাওয়া যায় এবং Ubuntu Touch ও Firefox OS চালিত ফোন খুব শীঘ্রই হয়তবা বাজারে চলে আসবে। তবে বাজারের সিংহভাগেই দখল করে রেখেছে Android এবং IOS চালিত ফোন গুলো। আসুন তাহলে দেখে নেয়া যাক কিছু তথ্য ।
1.Sony Xperia Z1: জাপানী ইলেক্ট্রনিকস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সনি হল প্রযুক্তি বাজারে একটি অন্যতম নাম। যারা সবসময়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এসে চমক সৃষ্টি করছে। যাদের পণ্য গুলোর হিসাব দিয়ে শেষ করা যাবে না। এ বছরের ৯ ফেব্রুয়ারী বিশ্ববাসীকে চমকে দিয়ে বাজারে অবমুক্ত করে ৫ইঞ্চি পর্দা বিশিষ্ট ওয়াটারপ্রুফ Sony Xperia Z কিন্তু এটা অবমুক্ত করেই থেমে থাকেনি, খুব অল্প সময়ের মধ্যে আবার উন্নত সংস্করণ Sony Xperia Z Ultra অবমুক্ত করে। এখন অবাক করার মত বিষয় হল ঠিক কয়েক মাসের মধ্যে আবার তারা ঘোষণা দিয়েছে Sony Xperia Z Ultra এর উন্নত সংস্করণ ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত Sony Xperia Z1 আনার ।
Specifications:
1. Display: 5inch Full HD (1920 x 1080) Bravia technology display
2. RAM : 2GB RAM
3. Processor: 2.2 GHz Qualcomm APQ8000+MDM9215M Quad Core
4. Camera: * 20.7 megapixel Exmor RS camera with Auto focus and flash *2.2 MP, Exmor R, front facing camera (1080p)
5. Storage: 16 memory + microSD slot.
6. Battery Life: 3,000mAh battery, Talk time (up to): Up to 11 hours, Standby time (up to): Up to 550 hours
7. Color : Black , White and Purpal
8. Display: 5inch Full HD Super AMOLED (1920 x 1080) display, 441 ppi
9. OS: Android 4.2.2 Jelly Bean
Features:
1. You can submerge it in water to a depth of 1.5 metres for up to 30 minutes
2. A screen as impressive as HDTV – Full HD Reality Display
3. Exmor RS™ for mobile – the world’s first image sensor with HDR video for smartphones
4. Stunning shots in any light
5. Find your memories in no time — Super-fast pinch to zoom
6. Sweep panorama
7. Minimal yet distinctive – OmniBalance design
8. Super slim
9. Durable glass panels
10. One-touch functions from Sony
11. Simply touch your smartphone to the remote from your BRAVIA® TV to activate screen mirroring.
12. One-touch backup and One-touch sharing
13. From your smartphone to the big screen
Price: $730
ফটোগ্রাফারদের জন্য একটি সুখবর Sony Xperia Z1 ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করেই সনি শান্ত হয়নি এরপরও তারা নিয়ে আসলো 10x জুম সংবলিত 1/2.3-inch 18-megapixel যুক্ত Sony QX10 এবং 1-inch 20.2-megapixel যুক্ত Sony QX100 নামের স্মার্টফোন লেন্স। এটি ওয়াইফাই এর মাধ্যমে একই সঙ্গে আইওএস এবং অ্যান্ড্রয়েড এ চলবে। এটি ওয়াইফাই এর মাধ্যমে কাজ করতে পারে বলে এটাকে অনেক দূর থেকেই কন্ট্রল করা যাবে।
Sony QX10 টি সাদা ও কালো দুটি রঙ্গে পাওয়া যাবে এবং QX100 শুধু কালো রঙ্গে পাওয়া যাবে। এতে এক্সট্রানাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এই ব্যাটারি দিয়ে ২০০টি ছবি উঠানো যাবে। Sony QX10 মডেলের দাম ধরা হয়েছে $250 এবং Sony QX100 $500।
2. iPhone5: ২০০৭ সালে অ্যাপল প্রথম নিয়ে আসে বিশ্ব কাঁপানো আইফোন। এ পর্যন্ত তার ৬ মডেলের আইফোন প্রস্তুত করেছে, সেগুলো হল আইফোন ৩জি,আইফোন ৩জিএস,আইফোন ৪,আইফোন ৪এস,আইফোন ৫। বর্তমানে তাদের আইফোন ৫ বাজারে পাওয়া যাচ্ছে, যেটি ২১ সেপ্টেম্বর ২০১২ এ অবমুক্ত করা হয়। কিন্তু অবমুক্তর আগেই অর্ডার করে অনেক অ্যাপল প্রেমিক। এটি আইফোন ৪এস এর থেকে তেমন কোন পরিবর্তন না থাকলেও বাজার কে ভালোই মাত করে রেখেছে এবং প্রথম সপ্তাহে পাঁচ মিলিয়ন আইফোন ৫ বিক্রি হয়।
আইফোন ৫ এর স্পেসিফিকেসন দেখতে চাইলে লিঙ্কটিতে ভিজিট করুন http://www.apple.com/iphone/specs.html
আইফোন ৫ এর ক্যামেরার ছবি দেখতে চাইলে লিঙ্কটিতে ভিজিট করুন http://www.flickr.com/cameras/apple/iphone_5/
এছারাও আইফোন ৬এস সহ আর একটি কমদামী আইফোন আসতে পারে বলে জান গেছে।
3. Samsung Galaxy S4: ২০০৯ সালে স্যামসাং প্রথম i7500 মডেলের অ্যান্ড্রয়েড চালিত ফোন নিয়ে আসে। যেটির র্যাম ছিল ১২৮ মেগাবাইট, ৮ জিবি মেমোরি এবং অ্যান্ড্রয়েড ১.৬ চালিত। তবে দক্ষিণ কোরীয়ার এই প্রতিষ্ঠানটি বাজার মাত করতে শুরু করে গালাক্স্যসি সিরিজ দিয়ে। বর্তমানে অ্যান্ড্রয়েড চালিত ফোন গুলোর মধ্যে প্রায় সিংহভাগেই স্যামসাং এর দখলে। এ বছরের তারা বাজারে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে তার মধ্যে ৫ ইঞ্চি পর্দা বিশিষ্ট Samsung Galaxy S4 অন্যতম। আসুন তাহলে দেখে নেয়া যাক এর কিছু ফিচার এবং স্পেসিফিকেসন।
Specifications:
1. Display: 5inch Full HD Super AMOLED (1920 x 1080) display, 441 ppi
2. RAM : 2GB RAM
3. Processor: 1.9 GHz Quad-Core Processor / 1.6 GHz Octa-Core Processor
*Sub (Front): 2 Mega pixel camera, Full HD recording @30fps with Zero Shutter Lag, BIS
5. Operating System: Android 4.2.2 (Jelly bean)
6. Storage: 16 / 32 / 64GB memory + microSD slot (up to 64GB)
7. Battery Life: 2,600mAh
8. Color : White Frost,Black Mist,Blue Arctic,Brown Autumn,Purple Mirage,Red Aurora and Pink Twilight
* 3G (HSPA+ 42Mbps): 850 / 900 / 1900 / 2100 MHz
* 4G (LTE Cat 3 100/50Mbps) : up to 6 different band sets (Dependent on market)
Features:
1. Group Play: Share Music, Share Picture, Share Document,
2. Play Games
Price: $622
Samsung Galaxy S4 এর ক্যামেরার ছবি দেখতে চাইলে লিঙ্কটিতে ভিজিট করুন:
http://www.flickr.com/cameras/samsung/galaxy_s4/
4.Nokia Lumia 1020: এক সময়ের মোবাইল বাজার দখল কারী নোকিয়াকে কে না চিনে। নোকিয়া সেট ব্যাবহার করে নাই এমন লোক আসলে বিরল। কিন্তু এককালের মোবাইল বাজার দখলকারী এই প্রতিষ্ঠানটি অনেক চেষ্টা করেও স্মার্টফোন বাজার দখল করতে পারেনি। স্মার্টফোনের বাজার দখল করতে, কি না করেছে এই প্রতিষ্ঠানটি সিম্বিয়ান থেকে উইন্ডোজ প্লাটফরমের মোবাইল তৈরি করা শুরু করে।শেষে এসে এতেও কিছু না হওয়ায় মাইক্রোসফটের কাছে ৭.২ বিলিয়ন ডলারে বিক্রি করে দিল ১৮৭১ সালে প্রতিষ্ঠিত ফিনল্যান্ড ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। সেই চেষ্টারি অংশ হিসেবে তার বাজারে অবমুক্ত করে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত এবং Windows 8 চালিত Nokia Lumia 1020 ফটোগ্রাফির জন্য ক্যামেরাটি বেশ সহায়ক।
Specifications:
1. Display: 4.5 inch ClearBlack, AMOLED Super sensitive touch
2. RAM : 2GB RAM
3. Processor: Qualcomm Snapdragon™ S4 Dual-core 1.5 GHz
4. Camera: Main camera sensor: 41 MP, PureView ,Flash type: Xenon flash
5. Storage: 32 GB
6. Battery Life: Maximum talk time (2G): 8.2 h,Maximum talk time (3G): 12.5 h,Maximum music playback time: 53.0 Hour(s)
7. OS: Windows 8
Features:
1. In device, SkyDrive cloud storage and Free cloud storage 7 GB
2. ISO 100, ISO 200, ISO 400, ISO 800, ISO 1600, ISO 3200
3. Adobe acrobat reader free download, Lync (Corporate IM) free download, SkyDrive storage for documents and notes, Company Hub for enterprise applications, Office apps: Excel, Word, Powerpoint, OneNote
4. Wi-Fi hotspot: Up to 5 Wi-Fi-enabled deviceS
5. Get the bigger picture with Nokia’s easy-to-use Panorama app
6. YouTube browsing and video streaming, Progressive video download, Streaming from video services and internet
Price: $735
টিউনটি আরও অনেক গেজেট নিয়ে বড় করার ইচ্ছা ছিল কিন্তু প্রথম টিউনত আর টাইপ করতে ভালো লাগছে না। সবাই ভালো থাকবেন আবার দেখা হবে।
আমি Mukut। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I have made pdf of this good tune.Here is it:
http://www.2shared.com/document/fBNJs_1Z/______.html