আমি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক, কিন্তু আমি কখনো ভাবিনি যে, টেকটিউনসে আমার প্রথম টিউনটি হবে এরকম ভাবে প্রতারনার শিকার হয়ে। যাহোক মুল কথায় আসি।
কিছুদিন আগে বাংলালিংক "Mega Handset" নামে একটি অফর চালু করেছিলো । এই অফারে অংশগ্রহণ করে আমি Symphony b4i নামে একটি ফোন জিতেছিলাম, যা আমাকে SMS করে জানিয়ে দেওয়া হয়েছিল। ২৫ তারিখ থেকে এতদিন আমি আসায় ছিলাম যে, কবে আমাকে ফোনটি নেওয়ার Date জানানো হবে। কিন্তু আজ আমি যে, SMS টি পেলাম তা দেখে আমি স্তম্ভিত। যে কনফার্মেশন SMS টি আমাকে দেওয়া হয়ে ছিল তা নাকি ভুল (wrong) ছিল। তাদের SMS টি ছিল : Dear user we are so sorry for give you rong sms! you didn't get any phone prize! thank you for stay with bangalink.
এভাবে প্রতারনার নিত্ত নতুন ফন্দি বের করে তারা ধোকা দিচ্ছে বাংলাদেশর সাধারণ মানুষদের।
আমি anikmia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Pls contact to your nearest BL centre and claim this issue.