ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ওয়েবসাইট !!! এই আমাদের অবস্থা !!!

আজ সরকারী স্কুলের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে । আমার এক পরিচিত পরীক্ষা দিয়েছিলেন । তাই তার রেজাল্ট দেখার জন্য প্রথম আলো পেপার থেকে ওয়েব সাইটের ঠিকানা পেলাম এবং সেই ওয়েব সাইট খুলে যা দেখতে পেলাম তা আপনারা দেখলে বুঝতে পারবেন কেনো আমি এই বিষয় নিয়ে লিখতে বসেছি ।

নিচে প্রথম আলোর খবর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের আজকের ছবি দেয়া হলো ।

Prothom Alo News প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট

আপনারা ভিজিট করুন http://www.dpe.gov.bd

আমরা যেহেতু ইন্টারনেট ব্যবহার করি সবসময়, তাই আমাদের যারা পরিচিত তারা যেকোন ধরণের পরিক্ষার রেজাল্ট ইন্টারনেটে প্রকাশিত হলে আমাদের কে ফলাফল দেখতে অনুরোধ করে। কিন্তু যখন সাইটের অবস্থা এমন হয় তখন আমরা কি আশা করতে পারি সরকারী এইসব ওয়েব সাইট থেকে । যখন কোনো সাইট থেকে রেজাল্ট দেখতে পাই না , তখন ঐসব পরিচিত মানুষদের তো বোঝাতে পারি না যে আমার রেজাল্ট না পাওয়ার কারণ আমি না , সেই ওয়েব সাইট ।

আমরা সকলেই জানি ওয়েব সাইটে ভিজিটর বেশি হলে সাইট খুলতে সমস্যা হয় । কিন্তু সরকারী সাইট হিসেবে সকল রেজাল্ট প্রকাশের সাইটের অবস্থা খুবই শোচনিয় , যার নমুনা আমরা দেখতে পাই যখন এস,এস,সি ও এইচ,এস,সি এর রেজাল্ট প্রকাশিত হয় । আমাদের সরকারী সাইট যারা মেইনটেইন করেন তারা কি এসব বুঝেন না ? নাকি বুঝেও না বুঝার ভান করেন ?

আবার বিভিন্ন পত্রিকাতে অনেক সময় অনেক খবর প্রকাশিত হয় যেখানে অনেক ওয়েব সাইটের ঠিকানা দেয়া থাকে । কিন্তু যখন আমরা ভিসিট করতে যাই দেখি সাইট নাই অথবা অন্য সমস্যা । তাই সকল পত্রিকার ফরজ কাজ হলো যেকোনো সংবাদ দেবার আগে দয়া করে সেই সাইটের ঠিকানাটা চেক করে দেখে নিবেন । এতে আমরা কিছুটা হলেও উপকৃত হবো ।

আর সরকারী সাইটগুলো যারা দেখাশুনা করেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন যে আপনারা এমন সার্ভারে হোস্টিং করেন যেখানে বেশি লোড পরলেও আপনাদের সাইট ভালো কাজ করে । তা না হলে আপনাদের অনুরোদ দয়া করে রেজাল্ট ওয়েব সাইটে প্রকাশিত করার দরকার নাই ।

আসুন আমরা এইসব ব্যাপারে একটু সোচ্চার হই । না হলে আমরা কিভাবে ডিজিটাল বাংলাদেশ গরবো ?

ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ডিজিটালের আশাটা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি যখন দেখলাম সরকার শুধু নাম পরির্বতন আর কিছু অপ্রয়োজনিও বিষয় নিয়া একটু বেশি ব্যস্ত হইয়া পরছে।ভাল কাজও অনেক আছে তবে কাজের ছেয়েও আওয়াজ একটু বেশি দিয়া ভাল কাজটারও বারটা বাজাইয়া দেন।

আমি আপনাদের রেজাল্টের সঠিক লিংক দিয়ে দিচ্ছি।
এখান থেকে রেজাল্ট নিয়ে নিন http://www.amadershomoy.com/content/2010/04/29/RESULT.pdf

    ধন্যবাদ ভাইয়া । লিংক টা শেয়ার করার জন্য । কিন্তু এই সমস্যার একটা পারমানেন্ট সলুউশন দরকার ।

    এই নিয়ে ১৭ টি টিউন করে ফেলেছেন। এ পর্যায়ে নিজের দেশের নামের বানান ভুল করা গর্হিত অন্যায়। এক্ষুনি সংশোধন করুন, প্লিজ।

    বানান ভুল না ভাইয়া “না হলে আমরা কিভাবে ডিজিটাল বাংলাদে গরবো ?” এ “শ” মিস হয়ে গেছে 🙂

Level 0

আমিও দেখেসি এটাকি ? আমারা কি এনালগ নাকি ডিজ়িটাল বাংলাদেশ এ বাস করি ………………।।

আমরা ফালতু বাংলাদেশে বাসকরি। যেখানে যারা মেইন টেইনসে আছে তারা নিজেরাই কিছু জানে না।

আমি দেখেছি রেজাল্ট প্রকাশিত হলে সাইটগুলোতে যানজটের উৎপত্তি হয় 🙂

    🙂 এইবার মুখের বুলিতে বাংলাদেশ ডিজিটাল করবো 🙂

thx vai valo jinis akta tune korlen..

Level 0

এটা নিয়ে আমি অনেক আগে টিউন করেছি
https://www.techtunes.io/internet/tune-id/16364/

আপনার টিউনের জন্য ধন্যবাদ

    ভাইয়া এটা আগে করা পেছনে করা বড় কথা না … এই সমস্যাকে সমাধান করতে হবে । এটাই বড় কথা । ধন্যবাদ ।