বন্ধ হলো “স্টার জলসা”-“জি বাংলা”-র মত চ্যানেলগুলো। সত্যি কি?

প্লিজ, সবাই পুরোটা না পড়ে উঠবেন না। ৫ টা মিনিট একটু সময় দিন। জানি। এটা শিরোনামে না দিলে কেউ আসতেন না। কি মনে হয়? বন্ধ হবে কি স্টার জলসা, জি বাংলা-র মত চ্যানেলগুলো? কি পাচ্ছি এসব চ্যানেল দেখে। নতুন শিক্ষণীয় কিছু? নাকি অন্য দেশের সংস্কৃতির কৃষ্টি-কালচার? কিছু মনে করবেন না। অনেক দুঃখে টিউনটা করতে হলো। বাঙালি হয়ে কি করছি তার ভাবনা থেকেই এই টিউনটা। সবাই পুরোটা পড়বেন প্লিজ।

আসুন দেখি এসব চ্যানেল কিভাবে আমাদের কি দিচ্ছে দেখা যাক। মূল্যবান কিছু দিচ্ছে নিশ্চয়ই।

১. হয়তো দেশের কি অবস্থা জানার জন্য খবর দেখছিলাম। মা বলল, ৯-এ দে। বুঝলেন তো? ৯ নম্বরে আছে স্টার জলসা। বলে যে বিরতি দিলে খবর দিস। কি দাড়ালো? স্টার জলসা মুখ্য, দেশীয় চ্যানেল গৌণ। এই ৯-১০ করতে করতে জীবনটা যে ৯ নম্বর মহাবিপদ সংকেতের মুখোমুখি হচ্ছে তা কেউ ভাবছি না। (১০ এ আছে জি বাংলা)

২. বিকেল বেলা বাইরে হাটছি আমি আর সাব্বির। অনেক বাড়ির জানালা দিয়ে টেলিভিশন দেখা যায়। কথাটা বলতে খুবই খারাপ লাগছে। আজ পর্যন্ত স্টার জলসা আর জি বাংলা ছাড়া কোন চ্যানেল চোখে পড়েনি।

৩. পাশের বাড়ির এক প্রতিবেশীর সাথে আলোচনা চলছে ঐশীকে নিয়ে। কি বলল জানেন। এশী কে? বললাম খবর দেখেন না? কি বলল জানেন? স্টার জলসা আর জি বাংলা দেখতেই সময় যায়, খবর দেখব কখন? বুঝলেন তো? এদের টেলিভিশনের রিমোট লাগেনা। দেখতে দেখতে লোডশেডিং, কারেন্ট আসলে আবার ঐ একই চ্যানেল।

৪. ফোনেও ঐ একই প্যাচাল। মা বলছে মেয়েকে, “কিরে কাল রাতে “বাহা” দেখেছিস?” কিছু মনে করবেন না, এদের অত্যাচারে আমার কতগুলো চরিত্রের নাম মুখস্থ হয়ে গেছে। ক্যারেকটারের নাম বললেই সবাই বুঝে যায়। সত্যি ভাই, এরা আমার বৃদ্ধ দাদিটাকেও রেহাই দেয়নি জলসার জাল থেকে।

৫. কিছু মনে করবেন না। এমনও দেখেছি যে বলে, “ঝিলিক”-এরটা দেখে “এশা”র নামাজ পড়ি। অথচ আমরা জানি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়তে দেরি করলে তার শাস্তি ভয়াবহ।

৬. ঐশীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার মা-বাবা কে সে হত্যা করেছে Sony চ্যানেল-এ অপরাধ বিষয়ক একটা অনুষ্ঠান দেখে। অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখা ভাল মানছি। কিন্তু এতে কি হচ্ছে জানেন। একদল দেখে শিক্ষা নিচ্ছে। আর একদল তার প্রয়োগ করছে। আর তাই নতুন নতুন “ঐশী”-র জন্ম হচ্ছে।

৭. বাচ্চাদের “ডোরেমন” এর মত মহিলাদের জন্য এটাও একটা ভাইরাস। “ডোরেমন” বন্ধ করে বাচ্চাদের ভাইরাস দূর করেছেন সবাই কিন্তু যে “জলসা” ভাইরাসটা আপনার মধ্যে আছে তা যে নিষিক্ত হয়ে জাইগোট(Zygote) এ পরিণত হবেনা আর তা অনুকূল পরিবেশে বংশবিস্তার করবে না এর গ্যারান্টি কে দেবে? কিছু মনে করবেন না। Science এর স্টুডেন্ট তো তাই একটু Biology মারলাম। ও, ইদানিং আবার “S আট” চ্যানেলের গুণগাণ শুনছি।

৮. যে ভারতের কাছ থেকে পিঁয়াজ চাইলে বলে যে আমাদের ইলিশ দিতে হবে। তাহলে বলুন তাদের চ্যানেল দেখার বদৌলতে আমরা তাদের কি দিই বা তারা কি নেয়? জেনে আশ্চর্য হবার কিছু নেই যে ভারতীয়রা আমাদের একটা চ্যানেলও দেখেনা। তাদের চ্যানেল আমরা দেখব কেন?

৮. জলসা, জি বাংলার নাটকগুলো আপনাকে শেখাবে কি জানেন? আপনাকে শেখাবে কিভাবে পারিবারিক গোলযোগ বাঁধানো যায়, কুটিলতা, বিদেশি সংস্কৃতির ছায়া, বহুবিবাহ আর সবচেয়ে বড় কথা হলো আপনার সময়। যে সময় আপনি দেশের খবর নিতেন সে সময়টুকু এই চ্যানেলগুলো নষ্ট করে। এমনিতেই দেশের যা অবস্থা তাতে সংবাদ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আর এই মূল্যবান সময়টুকু নষ্ট করার কারণেই আমরা আজ এত পিছে।সবচেয়ে খারাপ লাগে তখনই যখন দেখি ঈদ মার্কেটে নাটকের চরিত্রদের নামে জামা কাপড়, শাড়ি তৈরি হয়েছে। কোন গোলকধাঁধায় আছি বলেন?

১০. অনেকেই বলেন চ্যানেলগুলো বন্ধ হোক কিন্তু “মীরাক্কেল” থাকুক। হ্যাঁ। একটা বিনোদনধর্মী অনুষ্ঠান। দুই বাংলার সম্মিলিত এক অনুষ্ঠান। কিন্তু কথা হলো দুই বাংলার অনুষ্ঠান, দুই বাংলার চ্যানেলেই হোক। আমরা কি “গানের ওপারে” দেখিনি। আর সত্যি করে একটা কথা বলুন তো, মীরাক্কেল কি আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন? বললাম এইজন্য যে, মাঝে মাঝে এমন জোকস শুনি যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তখন কি আপনি আপনার মা-বাবার দিকে তাকানোর সাহস পাবেন? আসলে কি জানেন, জোকস-এর শেষ উৎস অশ্লীলতা। আর জীবন মানে নাকি জি বাংলা। আমি আজও বুঝতে পারিনি কথাটা। আপনারা বুঝে থাকলে প্লিজ জানালে উপকৃত হব।

৯. মুক্তিযুদ্ধের চেতনায় “গণজাগরণ মঞ্চ” তৈরি হয়, ধর্মের চেতনায় “হেফাজত” এর সৃষ্টি হয়। কিন্তু সামাজিক সমস্যাগুলোর জন্য একটা মাটির ঢিবিও তৈরি হয়না। আমরা টেকটিউনার রা কি করছি?

উদাহরণ দিলে আরও অনেক দেওয়া যাবে। বেশী বাড়াতে চাচ্ছি না।

সমাধান:

১. জানি বলবেন যে দেশী চ্যানেলগুলোতে কি দেখব। শুধু বিজ্ঞাপন বিরতি। ভাই, আমরা খু্‌ব গরিব দেশ। চ্যানেল গুলোও গরিব। বিজ্ঞাপন না দিলে চ্যানেল চালানোর ব্যয়ভার বহন করা সম্ভব না। সব চ্যানেল তো আর Peace TV না। আর বিজ্ঞাপনের জন্য কি কোন চ্যানেলে বা সরকারের কাছে অভিযোগ করেছেন? আসুন এবার করি। কারণ, সময় আসে না। সময় তৈরি করে নিতে হয়।

২. ভারতীয় চ্যানেলগুলোতে আমরা এমনভাবে ডুবে গেছি যে বাংলাদেশি চ্যানেলে কি হয় তা আমরা ভুলেই গেছি। অনেক অভিনেতাদের নাম পর্যন্ত ভুলে গেছেন। আপনারা অনেকেই জানেন না যে আমাদের চ্যানেল আই এ বিরতিহীন নাটক হয় এখন। আমরা উদ্যোগ নিলে আরো চ্যানেলে এসব না্টক দেখতে পারি।

৩. আপনারা কি NTV তে “জানার আছে বলার আছে” দেখেছেন? কত শিক্ষনীয় একটা অনুষ্ঠান। দেশি নাটকগুলো দেখেন নি? ভারত কয়টা নাটক তৈরি করতে পেরেছে। সবাইকে দিয়ে সব কিছু হয়না।

৪. কৃষকের কষ্ট বোঝানোর জন্য শাইখ সিরাজ স্যার যে বিভিন্ন University থেকে Student দের নিয়ে গিয়ে মাঠে কাজ করায় দেখেন নি? কত বড় উপলব্ধিকর একটা অনুষ্ঠান। তারপর, “কৃষকের ঈদ” দেখেন নি?

৫. আর অপরাধ বিষয়ক অনুষ্ঠান কি দেশে নেই? Independent এর তালাশ, NTV-র ক্রাইম ওয়াচ, একুশের চোখে। এগুলো কি আমরা দেখতে পারি না? বিদেশী অপরাধ বিষয়ক অনুষ্ঠানে অপরাধ করার বিষয়টা বেশি প্রাধান্য পায়। কিন্তু আমাদের দেশের এসব অনুষ্ঠানে অপরাধ করার পর আইনি ব্যবস্হা সহ সব কিছু দেখানো হয়। এর ফলে আমাদের দেশের এসব অনুষ্ঠান দেখে একটা ভীতি কাজ করে যে অপরাধটা করা যাবেনা আর বিদেশী অনুষ্ঠানে কিভাবে অপরাধটা সূক্ষ্মভাবে করা যায় তা দেখানো হয়।

৬. তাই আসুন কষ্ট হলেও দেশি চ্যানেলগুলো দেখতে থাকি। চিন্তা করে দেখুনতো আমাদের দেশের অনুষ্ঠানগুলো আমরাই যদি না দেখি তাহলে অন্যরা দেখবে কেন?

তাই  আপনারা এসব

http://m.facebook.com/raat9ta

http://m.facebook.com/taalash.independent24.tv

http://m.facebook.com/sompadokio

http://m.facebook.com/somoynews.tv

http://m.facebook.com/Somoy.tv

http://m.facebook.com/Somoytv.FanClub

পেজে লাইক দিয়ে Message এ মন্তব্য  করুন এভাবে যে "Stop All Indian Channel of Family Serial and save us"  কি? করবেন না? দেশের জন্য এই সামান্যটুকু।

আর আমি আরো বিভিন্ন চ্যানেলের Address সংগ্রহ করার চেষ্টা করছি। আপনাদের কাছে থাকলে প্লিজ কমেন্ট করুন।

মনে রাখবেন, আমরা আওয়ামীলীগ নই, বিএনপিও নই। আমরা বাংলাদেশের সচেতন নাগরিক, আমরা টেকটিউনার..........।

সবার কমেন্ট আশা করছি। কারণ, আলোচনা-সমালোচনা দুটোরই দরকার আছে।

টিউনটা কেমন হলো জানাবেন, প্লিজ। আর পারলে ভোট করুন গনসচেতনতা তৈরির জন্য। আর এই পেজের লিংকটা শেয়ার করুন। মনে রাখবেন। আপনারা না থাকলে আমার একার পক্ষে কিন্তু এটা সম্ভব না।

ফেসবুকে আমি: Sandpiper Mehedee

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিক বলেছেন ভাই, বন্দ হউক চ্যানেলগুলো।

    @সাহাব উদ্দিন: ভাই শেয়ার করেন। সবার সাথে।

      @Musician Mehedee: ভাই আপনার মতো টিউনার কে ই খুজতে ছিলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে এই রকম উদ্দোগ নেওয়ার জন্য ।
      তবে একটা কথা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাকাতেই হয় ।
      ………………………….আমি hacker ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি , আপনারা এই টিভি চ্যানেল গুলো hack করার চেষ্টা করুন, অন্তত বাংলাদেশ এ telecast বন্ধ করার চেষ্টা করুন……………………………………………………………. ( নাকি আপনারাও…….. r bollam na )

        Level 0

        @codenameppzzaa: কিছু মনে করবেন না। আমার জানা মতে, দুনিয়ার কোন হ্যাকারের বাবারও সাধ্য নাই এই সব চ্যানেল বন্ধ করার। কারন এদের ফিসিক্যাল লেয়ার আলাদা। টেলিকাস্ট মিডিয়ামও ভিন্ন। মানে অনলি ওয়ান ওয়ে টু ওয়ে নয়। তাই এদের হ্যাক করার চিন্তা বাদ দেন।

    Level 0

    @সাহাব উদ্দিন:
    ভাই বন্ধ হোক হিন্দুদের সংস্কিত্রি আমরা সিরিয়াল মুক্ত বাংলাদেশ চাই।

      @kaif hasan:ওই ছাগল এখানে হিন্দুদের সংস্কৃতি কোথায় পেলি?এটা হিন্দুদের সংস্কৃতি এটা তোরে কি আল্লাহতালা এসে তোর কানে কানে বলে গেছেন?শাড়ি পড়লে আর মাথায় সিঁদুর দিয়ে ভন্ডামি করলে সেটার সাথে হিন্দুদের সংস্কৃতি মিলাবি?তুই একটা আস্ত ছুপা ছাগু।

        @Iron maiden: দেখুন, আমরা এখানে একটা সমস্যার সমাধানে মিলিত হয়েছি। প্লিজ ধর্ম নিয়ে কেউ মন্তব্য করবেন না। সকল ধর্মের প্রতি আমরা সবাই সম্মান রাখি আর সমস্যা সমাধানের চেষ্টা করি।

post ta onek gorber sate porlam,,,vai sobar age hasinar varoter h** cosa bondo korte hbe,,ato kisu korte pare otoso indiar hat theke desh k rokka korte parena??border a koto bangladeshi mara jasse.otoso koi vai sei sob niye kota???kotai ase sei sorkar?

    @kaosarshuvo: ভাই আমি খুঁজে পাইনা যে কারা সরকার আর কারা জণগন।

ভাই পেজ এ দেয়া Address গুলোতে Comment করে আমরা এর আন্দোলন করি আসুন।

ভাই, আমি সাধারণত কমেন্ট করতে লগ ইন করি না। কিন্তু আজ না করে পারলাম না। আমার ছোট বোন star plus এবং life ok তে আতই ভক্ত যে তা বর্ণনা যোগ্য নয়। Life ok, star plus, zee bangla, star jolsha এই সকল চ্যানেলকে দেশ থেকে যেভাবেই হক বের করেত হবে। কঠোর আন্দোলন করতে হবে। নাটকের জালায় বহুত অশান্তিতে আছি।

    @Thunder Boy: ভাই আমি কি কম কষ্ট নিয়ে টিউন টা করেছি? মাথা শেষ।

      @Musician Mehedee: ভাই শুধু থ্যাংস দিলে হবে না। আসেন আন্দোলন করি।

      ভাই, বুঝেন…
      বোনের বয়স এখন ১১ হয় নাই। তারপরও ঘণ্টার পর ঘণ্টা নাটক দেখে। অথচ সে PSC এর ছাত্রী।
      just ভবিষ্যৎ তা চিন্তা করেন।

        @Thunder Boy: হায় হায়!!! ভাই এই অবস্থা সব খানেই। আসেন চ্যানেলগুলোতে msg পাঠাই।

          ভাই মাত্র MESSAGE দিলাম। লিখেছি – “Stop all hindi serials”

          কিন্তু ভাই কাজ হল না। reply দিলো এবং বলল যে এমন কিছু নেই।

          @Musician Mehedee: @Musician Mehedee: No Prob. SMS ঠিকই গেছে।

      Level 2

      @Musician Mehedee: ভাইয়া আমি আমার ফ্যামিলির সবাইরে বলসি তোমরা হিন্দি চ্যানেল দেখো না। বাংলাদেশি চ্যানেল দেখে দেশি উদ্দোক্তাকে সাহায্য কর। মা বলে ,’আমি তো তোর মত কাজ বাদ দিয়ে এসব করি না।’ বাবা বলে, ‘ ডিশ আনসি কি জন্য?’ আমার পুরা মাথাটাই আউলা!

Level 0

tnxxxxxxx

    @mdsajolrj: ভাই শুধু থ্যাংস দিলে হবে না। আসেন আন্দোলন করি।

ভাই আপনেরে যে কি আর বলব আমার মনের কথা গুলো হুবহু আপনার টিউনের মাঝে ফুটে উঠেছে …. আসুন আমরা আন্দোলন শুরু করি …. বাসায় সেই দু:খে টিভি দেখাই বাদ দিছি আর একটা চ্যানেলের নাম কিন্তু ভাই বলা হয়নাই Star Plus এইটাও একটা দুর্ধষ ভাইরাস । সেদিন খবরের কাগজে একটা নিউজ পড়ে খুবই লুলায়িত হইলাম বড় ভাই স্টার জলসা দেখতে না দেয়ায় ( I mean টিভির রিমোট না দেয়ায়) ছোট বোনের আত্যহত্যা ছি ছি ছি এই রকম খবর পড়ে মনে হয় যে এই দেশের ডিসের লাইন গুলা কেটে দিয়ে আসি । অনেক মনভরা দু:খ নিয়া ভাই কমেন্ট করলাম ….:(

    @Md Al-amin Khan: ভাই আসেন। পরে আর কেউ সময় পাবেন না। এখনই সময়।

    ভাই স্টার প্লাস শুধু ভাইরাস না, সাথে ব্যাকটেরিয়া এবং GERMS।

Level 0

কোন লাভনেই এই দেশটা এখন ভারতের হয়ে গেছে ।

    @rambo back: তারপরও যদি আমাদের কাতারে শরিক হন খুব খুশি হব।

ভাই, নাটকের দুঃখে CONDITION খারাপ আর আপনি আয় করতে বলছেন?

Level 0

কষ্ট করে লেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং সহমত পোষন করছি।

ভাই, কীভাবে MESSAGE কোড়ে আন্দোলন করবো?? কী লিখবো?????

    @Thunder Boy: তেমন কিছু না শুধু লিখুন ” ভারতীয় সিরিয়ালের চ্যানেলগুলো বন্ধ হোক।” শুধু এটুকুই।

মেহেদি ভাই খুব ভাল লেখছেন,
আমার তো মাঝে মাঝে মাথা গরম হয়ে উঠে যখন দেখি বাংলাদেশি চ্যানেল বাদ দিয়ে এসব ভারতের চ্যানেল গুলো নিয়ে ব্যাস্ত থাকে। এসব চ্যানেলের আরেক মূল উদ্দেশ্য হল সংসার এ ঝগরা লাগানো। স্বামী-স্ত্রী কে পরকিয়া প্রেমে উদ্ভুধ্য করা। আর ফ্যামিলেতে নোংরা কাপড় পরতে উতসাহিত করা।
আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এইসব চ্যানেলের নোংরা কালচার গুলা থেকে আমাদের মুসলিম সমাজকে যেনো নিরাপদে রাখেন, – আমিন

    @এনামুল ইসলাম: ভাই ধন্যবাদ আপনাকেও এনামুল ভাই । আসেন যতটুকু পারি আন্দোলন করি। আমরা সবাই এক হলেই সেটা সম্ভব।

    ভাই, বুঝেন, যখন নামাজ পড়তে থাকি তখনো আমার বোণ আমার পিছনে টিভিতে নাটক দেখতে থাকে।

      @Thunder Boy: মুসলমান হয়ে ভাই এর চেয়ে খারাপ কথা আর কি হতে পারে। খুবই দুঃখ পেলাম।

Vai pc er sathe Extrnal tv card ..pc on korte pari na ai channel er jonno..Post ta pore Kosto laglo but @@Amara Toh Mango People@@ ki korbo

শুভ বুদ্ধির উদয় হোক

সবাই কে অনুরোধ করব এই পোস্টটি আপনাদের ফেইসবুক ওয়ালে শেয়ার করার জন্য…।

মীরাক্কেল এ অশ্লীল জোকস হয় জানলেন কিভাবে? মীরাক্কেল দেখতেন নাকি ভাই? 😀

    @সুজন: আমি না দেখলে কিভাবে বুঝলাম? ভাই। না দেখলে তো কিছু যাচাই করতে পারবেন না আপনি। Am I right?

      ঠিক বলেছেন @Musician Mehedee: ভাই।
      আপনার সাথে একমত।
      এই চ্যানেলগুলো বন্ধ হোক।

ami already FB te SHARE KORE DIECHI

মীরাক্কেল জোশ কিন্তু চ্যানেল গুলা জোশ না

সকলের নিকট আবেদন, দয়া করে tune টি নির্বাচিত মনোনয়ন করুন এবং প্রিয়তে নিন। আমি করেছি কারন আমি নাটক নিয়ে বিরক্ত। আপনারা যারা বিরক্ত তারাও করুন। আমি মেসেজ করেছি, আপনারাও করুন। Please…………………..

doraemon এ তাও কিছু শিখার ছিল। কিন্তু হিন্দি নাটক হল সব বাজে ও নোংরা জিনিসের সমারহ।

শেখার কিছু থাকলেও বাচ্চারা যে হিন্দি চর্চা করছিল তা তো দেখেছেন।

জানেন, বর্তমানে উপদেশও দেয়া হয় নাটক নিয়ে।

    @Thunder Boy: কি রকম উপদেশ ভাই?

      যেমন ভাই, বলে নাটকে এইটা দেেখছ – ওইটা দেেখছ। এই সব আর কি…..

Level 0

Jarder bobsta neyor kota tarai, nechena, aro lage jokon dekhi desher channelgolo pokkhpatitto kore, (Koto boro boro kota shoni desher boro boro desh premiker kach take desh niye,)

Aponar mission sofol hok.

    @mana: আপনি যোগদান করলে খুশি হতাম ভাই।

    @mana: ঠিকই বলেছেন। পক্ষপাতিত্ব খুব খারাপ জিনিস। দেশ যে এরকমই কি করবেন বলুন?

      Level 0

      @Musician Mehed: Kiso din age manab prikai pore chalam
      বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কেউ নেই। নেই, কারণ সেখানেও খেলা করে রাজনীতি ও ক্ষমতার সূক্ষ্ম গাণিতিক হিসাব, যেখানে দিনশেষে বিবেচনায় থাকে শুধুই ‘পুঁজি’। পুঁজির জন্য দরকার বাজার। বাজারে আসা নতুন নতুন ‘প্রোডাক্ট’-এর জন্য চাই ভোক্তাশ্রেণি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, মিডিয়া সব ব্যস্ত আপনাকে ভোক্তা বানাতে। প্রয়োজনের চাহিদা পূরণের পর আপনার মধ্যে সৃষ্টি করা ‘অপ্রয়োজনের’ চাহিদা; আপনি সেই চাহিদার পেছনে ছুটছেন বলেই প্রতিবাদহীন হয়ে যাচ্ছেন, ‘ক্ষমতার উৎস’ আপনি জানতেও পারছেন না আপনাকে নিয়ে কারা খেলছে, কিভাবে খেলছে। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যামুয়েল হানটিংটন সেজন্যই বলেছেন, জনগণকে অন্ধকারে রাখতে পারলেই ‘ক্ষমতা’ শক্তিশালী হয়। অন্ধকারেই দিন কাটছে আমাদের।

        @mana: কে বলেছে কেউ নেই সপ্তাহে ১ বার করে main লাইন এর কয়েক গজ তার গায়েব করে ফেলুন তারপর control রুম এ বার্তা পাঠান এই সব চ্যানেল বন্ধ করার । যখন এমন করবেন তখন অপেরাতর বাধ্য হয়ে আপনার এলাকাতে এই সব বন্ধ করবে নয়তবা আপনার এলাকাতে ডিশ এর লাইন বন্ধ করে দিবে তখন ৮ হাজার টাকা খরছ করে নিজে ১ টা ডিশ বসিয়ে নেন যেখানে সুধু বাংলাদেশি চ্যানেল ছাড়া আর কিছুই দেখা জাবেনা।

তারপরও আসুন দেখি কতদূর এগোতে পারি।

amra indian channel dekbo pasa pasi Amader deser channel o dekbo

    @সিমা: আপু তো দেখি বিপদে ফেলে দিলেন।

    @সিমা: আগে কি Priority টা দেশীয় চ্যানেলের প্রতি দেওয়া উচিত নয়? তারপর অন্য।

    @সিমা: হায়রে কপাল আগে ইন্ডিয়া তারপরে বাংলাদেশ। কেন এটা উল্টো করে বলতে পারলেন না যে আমার বাংলাদেশি চ্যানেল আগে দেখব। পাশা পাশি ইন্ডিয়ান চ্যানেল ও দেখব।

    @সিমা: শালী রাজাকার কোথাকার………… তোদের জন্যই দেশটার এত অধপতন।

      @Galib Chowdhury: vai apni comments valo vabe kora jay avabe comments korben na, manuser vul hote pare tai vole apni je vabe comments koresen tato kono valo manus korte pare na.

        @সিমা: সবাইকে অনুরোধ কেউ কোন বাজে মন্তব্য করবেন না। তার বদলে আসুন সবাই গঠনমূলক সমালোচনা করি। আর একটা খারাপ কথাও অনেক ভালোভাবে বলা যায়। প্লিজ।।।

        ধন্যবাদ সবাইকে।ভাই, সবাইকে বলছি। এই টিউনটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অনুরোধ যে আপনারা টিউনটা————–নির্বাচিত মনোনয়ন——————–করুন যাতে সবাই পরবর্তীতেও দেখতে পারে।

Level 0

Great post. You are absolutely right. I’m gonna do whatever I can. Amra techtuner ra ektu chesta korle e amader aim e powcha possible. Carry on.

আল্লাহ্‌র অশেষ রহমত যে আমার বাসায় আমার মা বোন কেউই এই চ্যানেলগুলা দেখে না। তবে আমার গার্লফ্রেন্ড আবার এইগুলার খুবই ভক্ত, হালকা পাতলা চিন্তায় আছি

    @সাব্বির: বেঁচে গেছেন ভাই। থাকলে বুঝতেন। সাধে তো আর টিউন করছি না।

Level 0

আমার মা নামাজ পড়ে আর সতী দেখে(Lol)
Amar baba রাত10-1 জলসা আর জিবাংলা দেখে…… (ডাবল LOL) আমার ছোট ভাই নিকলোডেন আর CN দেখে…
আমি কাম না পাইয়া 12 দিন আগে টিভির ব্যাকপার্ট খুলে দিচি…. ঘ্যাচাঁং কইরা…..

Level 0

@সিমা: Indian Channel Sucks…

Level 0

> এই সিরিয়াল দেখে বলে , আমার এক ফ্রেন্ড তার নিজের বউ কে তালাক দিয়ে দিছে , তার পরেও ওই মেয়ে টা সিরিয়াল দেখা বাদ দেয় নাই , দেখছেন ভাই দেশের কি অবস্থা চলতেছে <

Level 0

amra achi apnar sathe, chaliye jan, jordar andolon suru korun…

অনেকদিন পরে টেকটিউনস লগইন করলাম শুধু আপনার এই লেখাতে মন্তব্য দেয়ার জন্য।

কি আর বলবো ভাই এই যন্ত্রণার জন্যই অতিস্ট হইয়া গেলাম। আরোও একটা হয়ে যেত কিন্তু আমার জন্যই হয়নি, হতে দেইনি। বাড়িতে যারা আছে সবাই এই চ্যানেল গুলো নিয়েই সারাদিন পড়ে আছে। আমার আম্মা যেখানে কোনদিন হাজার রিকুয়েস্ট করেও টেলিভিশন দেখাতে পারিনি আর এখন সেই আম্মাকে দেখি সন্ধ্যা হলেই টিভি’র ঘরে 🙁 আমার ছোট বোন সারাদিন পড়েই আছি সামনে JSC পরিক্ষা থাকলেও তার কোন টেনশন নাই। পরিক্ষার সময় আসলে কান্না-কাটি করে আর বলে আমি পড়ে শেষ করতে পারিন, এবার বই অনেক কঠিন। :O এবার ঠেলা বুঝুন! ভাবি সহ নিজের বৌ’টার এমন একটা চরিত্র হয়ে গেছে যে মুখে আনায় দায়। আমি বাড়িতে ঢুকলেই সবায় আম্মার আচলের নিচে আশ্রয় নেই যাতে আমি রিমোট কেড়ে না নেই।

চ্যানেল গুলো হিডেন করে রাখলেও লাভ হয়না আবার অটোটিউন করে নিয়ে আসে। আমার একটা ৪ বছরের ছোট ভাতিজাটাকেও তারা রেহাই দেয়নি। তারা বুঝতেই পারছে না যে ছোট বাচ্চারাকে ছোট থেকেই শিক্ষা দিতে হয়, আর সে ভারতীয় চ্যানেল থেকে এশব শিখছে।

অনেক চেস্টাই করেছি টিভি থেকে চ্যানেলগুলো সরারনোর কিন্তু সমাধান পায়নি, কারন টেলিভিশন এর সিস্টেমে কোন রেস্ট্রিক্সশন অপশন নাই। এখন একমাত্র উপায় হচ্ছে যদি সরকার থেকে কিছু করে।

আমি ১০০% চ্যানেঞ্জ দিয়ে ভারত চ্যানেল গুলোকে বলে দিতে পারি তার বাংলাদেশের কোন নাটক মত নাটক তৈরি করতে পারবে না। কারন বাংলাদেশের নাটক ছোট এবং পরিপূর্ন তৃপ্তি পাওয়া যায়। আর ভারতীয় চ্যানেল এর নাটক সমূহ কোনদিন শেষ হবে না, এবং যে ৩০ মিনিট নাটক তারা দেখায় সেখানে ১% তৃপ্তি পাওয়া যায়না। শুধু পাওয়া যায় বিষ! আমি খুব ভাল করেই লক্ষ্য করে দেখেছি “মা” নামক একটা নাটক সবাই দেখছিলো আর আমি তাদের মুখের দিকে চেয়ে ছিলাম। তারা দাঁতের উপরে দাঁত চাপ দিয়ে বসেছিলো মনে হচ্ছে কেউ তাদের ধরে পিটাচ্ছে আর তারা সেই ব্যাথা কাউকে না বলতে পেরে চুপ করেই দেখচে। যেমনি বিজ্ঞাপন শুরু তেমনি তাদের মুখের খিস্তি শুরু হয়। এমন কিছু কথা তারা বলে যেন মনে হয় তাদের ঘরের মধ্যেই আছে ভারতীয় চ্যানেলের সেই মানুষগুলো। এত কিছু তারা আমার সামনেই করছিল আমি তাদের দিকেই চেয়ে থাকলেও তারা বিন্দু মাত্র খেয়াল করেনি 🙁

সত্যিই অনেক লজ্জার কথা যা বলতে লজ্জাই লাগছে। এই ভারতীয় চ্যানেল থেকে মুক্তি পাওয়ার দ্রুত ব্যবস্থা করতে হবে না হলে আমার আপনার আপনাদের সকলের পরিবারে ঘটবে অনেক ঘটনা।

যেমনঃ
১) যদি হিন্দি সিরিয়াল দেখেন (জি টিভি, সনি টিভি, স্টার প্লাস ইত্যাদি) তাহলে আপনার ফ্যামিলিতে পরকিয়া বেড়ে যাবে এবং এটা খুব গোপনেই হবে যা আপনি টের-ই পাবেন না।
২) যদি ভারতীয় বাংলা সিরিয়াল দেখেন তাহলে আপনার ফ্যামিলিতে বয়ে আনবে অনাবিল(?) অশান্তি যা আপনি কোনদিন ভাবেন না।

অনেক কিছুই ঘটে গেছে এরই মধ্যে যা আপনারা খবরের চ্যানেল ও পেপার গুলো পড়লেই বুঝতে পারবেন। গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঐশী নিয়ে ঘটানটি স্বরন করুন।

অনেক কিছুই ঘটছে এবং ঘটে যেতে পারে যদি আপনি আপনার বাড়িতে ভারতীয় চ্যানেল নিষিদ্ধ না করেন।

অনেক কিছুই লিখে ফেলেছি আরোও অনেক কিছু লেখার ইচ্ছে ছিলো, সময় করে উঠতে পারলাম না। তাই পাবলিশ করলাম। আপনাদের যেকোনো মতামত স্বাগতম।

    @আমিনুল ইসলাম: আমিনুল ভাই। কি বলব? আপনার এতগুলো লাইন কষ্ট করে লেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি কিন্তু মনে কম কষ্ট নিয়ে এসব লিখিনি। আমি জানি যে এসব সমস্যায় আমরা সবাই অতিষ্ট। আপনি সামনে থাকলে আপনার সাথে হাত ধরে মুসাফা করার ইচ্ছা হত। ভাল থাকবেন ভাই।

যারা এই এগুলা দেখে তাদের জেনো আল্লাহ্‌ হুশ দান করেন আমীন

Level 0

মনের কথাগুলো লিখেছেন ভাই। মেসেজ পাঠালাম।

Level 0

আমি এবার ক্লাস এইট এ। দৈনিক ১ ঘন্টা নেট এ টেকটিওনসের পোস্ট করি। আমি নেটে বসলেই যেন ফ্যামিলির শান্তি। কারন তখন শান্তিমত এসব দেখতে পারে। নভেম্বরের ৪ তারিখে আমার JSC. ফ্যামিলির কারনে পড়ায় অনেক সমস্যা হয়। এখন ও আমার পিছনে বসে ওইসব ছাগলদের চ্যানেল দেখছে। কি মজা পেল এরা এটায় বুঝি না। যাই হোক ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন প্লিজ যেন JSC টা ভালো হয়।

    @Shovon04: অবশ্যই। তোমার জন্য শুভ কামনা রইল শোভন।

Level 0

ভাই দুঃখের কথা আর কি বলব।এ যাবতকাল পর্যন্ত তো হিন্দি সিনেমা কম দেখলাম না কিন্তু সেদিন দেখি আমার ক্লাস থ্রির ছাত্রী আমার থেকে ভাল হিন্দি বলছে।আবার সে নাকি শাহরুখ খানকে বিয়ে করবে।আমারে বলে আপনার কাছে “তেরে মেরে” গান আছে । আমি তো শুনে থ ।এত গেল পরের বাড়ির কথা। নিজের বাড়ির কথা আর কি বলব সে তো অন্য সব বাড়ির মত। আমার তো বেশি খারাপ লাগে ছোট বাচ্চাগুলোর জন্য যাদের সাথে নিয়ে বাবা মা একসাথে মোহিত হয়ে এইসব বর্জ্য দেখে। বাতাসের মধ্যে থেকে আমরা যেমন তার অস্তিত্ব টের পাই না তেমন এসব ছাই-পাশ দেখতে দেখতে এসব বাচ্চাদেরও মনে হবে ঔ গুলাই তো আমাদের সংস্কৃতি। প্রতিক্রিয়া ইতোমধ্যে পড়া শুরু হয়েছে।তা না হলে ঈদের বাজারে “সানি লিওনি”,”ঝিলিক”,’মা’ নামের পোশাক গুলোর এত সমারোহ আর চাহিদা থাকত না। ‘জি বাংলা’,”স্টার জলসা”এখন একটা জাতিয় সমস্যা। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতের এর ফল আরও ভয়াবহ হবে।

    @OpAmp: ধন্যবাদ আপনি আমাদের মতই সাফারার বুঝলাম।

    @OpAmp: আমার ফেসবুকে বেশি ফ্রেন্ড নেই । আমি শেয়ার করেছি। আপনাদের যাদের আছে তারা তো শেয়ার করতে পারেন।

Level 0

কিছু মনে করবেন না। আমার বাসার টিভিটাকেই বিদায় করে দিয়েছি। পিসিতে টিভি কার্ড থাকলেও শুধুমাত্র পিস টিভি, ডিসকোভারি, জিওগ্রাফি এবং নিউজ ছাড়া অন্য কিছু দেখা হয় না। আমি কি জঙ্গী হয়ে যাচ্ছি? কিছু মনে করবেন না।

ভাই, দেশের অবস্থা ভাল না। এসময় প্রত্যকটি কথাই বিপদজনক। ঐ চ্যানেলগুলোই আমিও দেখি। তাতে কি? রাজনৈতিক মন্তব্য করতে চাচ্ছি না। আপনি fb তে আসতে পারেন। উপরে লিংক দেয়া আছে।

Level 0

> আমিও প্রথমত এই কথা টা শুনে আপনার মত অবাক হইছিলাম , কিন্তু বাস্থবতা তো মেনে নিতেই হবে ভাই , সামান্য tv সিরিয়াল নিয়ে বউ পর্যন্ত তালাক হয়ে যাচ্ছে , তার পরেও মানুষ এটা কে ভুলতে পারতেছে না , আমাদের জাতি আজ কোন দিকে যাচ্ছে , এই কথা ভাবতে গেলে নিজের কাছে অনেক খারাপ লাগে ভাই <

দারুন একটি প্রতিবেদন করেলেন, অনেক ধন্যবাদ।

Level 0

বন্ধ হবার নয় কারন দেশে প্রধানরাই তো মেয়ে মানুষ। তাদের কোন কাজ নেই চুলো-চুলি এবং এসব বাজে চ্যানেল দেখা ছাড়া।

    @Joy: ভাই লাইক বাটন থাকলে আপনার এই কমেন্টে লাইক দিতাম।

    @Joy: যে জাতির উপর অভিশাপ বর্ষিত হয় সেই জাতির প্রধান মহিলা করে দেয়া হয়।

      Level 2

      @mahmudwbs: @স্বপন মাহমোদ: আপনি তাই বুঝতে পেরেছেন যা সবাই বুঝেও বুঝতে পারেনি। আপনি ঈশপের গল্পের সেই ছোট ছেলে যে বোকা রাজার পোশাক দেখে বলেছিল “ওমা! রাজা দেখি ন্যাংটা!’

Level 0

ভারতীয় সিরিয়ালের চ্যানেলগুলো বন্ধ হোক।

খেলা দেখতে পারি না,আরো অনেক জামেলা ,চ্যানেল গুলা বন্ধ করতে পারলে অনেক শান্তি পামু। কি বলমু নামায রোজা বাদ দিয়া নাটক নিয়া বেস্ত থাকে হাইরে দুনিয়া , ইন্ডিয়ারা কি যে আজেবাজে জিনিস বাহির করে, মেজাজ গরম কইরা লায়।
@Musician Mehedee Hasa KOtha Bolsen….@And Nice Post

ধন্যবাদ। আতিক ভাই।

Level 0

লেখা গুলো ভালো হয়েছে
কিন্তু আমাদের দেশীয় চ্যানেলে কি দেখব?
বিদেশি চ্যানেলে যখন হয় মা, মাসী, রাশি,আপনজ, তখন আমাদের চ্যানেলে হয় আনলিমিটেড বিজ্ঞাপন।
বিদেশি চ্যানেলে যখন হয় Rock শো, তখন আমাদের চ্যানেলে হয় টক নেতাদের Talk শো।
বিদেশি চ্যানেলে যখন হয় রিয়েলিটি শো 1 2 3 4, তখন আমাদের চ্যানেলে হয় অমুক চোর তমুক চোর সারাদিন এক খবর।

আমার মনে হয়
অবশ্যই আমাদের কিছু করা উচিৎ কিন্তু অন্যের চ্যানেল বাদ না দিয়ে নিজেদের গুলো উন্নত করে।
*নিজের অর্জন ভালো হলে অন্যেরটা এমনিতেই বর্জন হয়ে যায় ।

যাক তাহলে। এবার মনে হয় একটা সুরাহা হবে। এতো অত্যাচার আর সহ্য হয় না। মা হিন্দি বুঝে না, খালি ষ্টার জলসা আর জি বাংলা, আমার বোন হিন্দি বুঝে, খালি ষ্টার প্লাস, লাইফ ওকে ইত্যাদি। সামনে জে,এস,সি, কি হবে আল্লাহই জানে।

    @এডিটর মাসুদ: be a man অন্য কোন চ্যানেল এ নিয়ে টিভির রিমোট টা গায়েব করে ফেলুন করার পরে এমন ভাব ধরবেন জেন আপনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন না ।

আমার কাছে কিছু solution আছে
১। রাতের বেলা ডিশ এর লাইন কেটে দিন জাতে কেউ জানতে না পারে । তারপর কন্ট্রোল রুম এর গপনে চিঠি দিন যতদিন এই channel বন্ধ না হবে ততদিন লাইন কাটা হবে তাতে ডিশ ওয়ালারা আপনার বাড়িতে আর লাইন দিতে চাইবে না । তখন ৩ নং স্টেপ টা কাজে লাগান ।
২। যখন ঘরে কেউ থাকবেনা তখন channl টা menual tuning করে দিন জাতে ঝির ঝির করে।
৩। ৮০০০ টাকা দিয়ে নিজস্ব ডিশ বসিয়ে নিন যেখানে সুধু বাংলাদেশি channel দেখা যাবে । যেমন টা আমি আমার বারিতে করেছি।
৪। যদি খাওয়ার সময় খাবার দিতে ডাকলে না আসে তাহলে সাথে সাথে ডিশ এর লাইন কেটে ২/৪ টা প্লেট ভেঙ্গে ঘর থেকে বের হয়ে যান। যাওয়ার সময় হুমকি দিয়ে জাবেন আরেক দিন যদি ঘরে এসে দেখি Star jalsa চলছে তাহলে tv তাই ভেঙ্গে ফেলব । আমি জানি মা বোনেরা এই চ্যানেল দেখলেও বাবারা এই সব চ্যানেল দেখেনা তাই আপনি যদি মেজাজ দেখাতে পারেন তাহলে হয়তবা আপনার বাবার support পেত পারেন ।
৫। আরে আর দেরি করছেন কেন এখনই যান এই রাতের বেলা প্লায়ারস নিয়ে গিয়ে লাইন টা কেটে দেন ।
বিঃ দ্রঃ উপরের কোন স্টেপ ফলো করতে গিয়ে কেউ যদি ঝারুর বারি জুতার বারি কিংবা বাশের বারি খান তার জন্য আমি দায়ি থাকব না।

টেলিভিশন এর জন্য নতুন করে সফটওয়্যার ডেভলপ করতে হবে যাতে করে চ্যানেল গুলা লক করে রাখা যায় … আর যে লক করবে একমাত্র সেই টিভি একসেস করতে পারবে … এক নম্বরের ব্লাক লিস্টে ফেলামু স্টার জলসা :p

    Level 2

    @Md Al-amin Khan: ভাই এজন্য দেশিও প্রযুক্তি লাগবে। একটা লিনাক্স বেজড টিভি আর তাতে ubuntu tv os দিতে হবে।

প্রথমেই সালাম জানাই ভাই ৷ রাজনীতির স্বার্থে যদি সবাই রাজপথ বন্ধ করে হরতাল হয় তবে এদেশের হ্যাকাররা কেন এদেশের সব সরকারী ওয়েব সাইট হ্যাক করে হুমকী দিচ্ছেনা ? সকল ক্যাবল অপারেটরদের চাপ দিয়ে বাধ্য করতে হবে ৷ আসুন আমরা সকলে মিলে আবার আন্দোলনে নামী এবং ইন্টারনেট ব্যবহারের সচ্ছতা ও ভারতীয় নাটকের চ্যানেল গুলো বন্ধের দাবী জানাই ৷ এদেশ কোন দলের না ৷ আসুন আমরাও রাজপথে নামী ৷ প্রয়োজনে রক্তে রঙিন করি যেমনটা ১৯৫২ তে ভাষা রক্ষায় ছালাম, বরকত ৷

ভাই এই চ্যানেল গুলো বন্ধ করতেই হবে । আমিও TV দেখতে পারিনা । সন্ধ্যা হলেই জলসা আর জি বাংলা ।

একমাত্র এই যন্ত্রনায় আমি নিজের রুমে কোন টিভি রাখিনি। আমিও চাই এই জঞ্জাল গুলো দূর হোক।

ভাই হিন্দি মুভি দেখা বন্ধ কইরা দিসি। ভারতের কিছুই এখন ভাল লাগে না। আর সব চেয়ে খারাপ লাগে ভাবতে পৃথিবীর অনেক দেশের মানুষ মনে করে বাংলাদেশ ভারতের একটি রাজ্য। ভাই সমস্যার কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না। একটা কথা শুনে আসছি “মালোয়ানকা বাচ্চা কাভি নেহি আচ্ছা, অর জোভি আচ্ছা ওভি শুয়ারকা বাচ্চা” দুঃখিত আমি হিন্দি কথা বলে ওদের ভাষায় ওদেরকে গালি দিলাম। বাংলায় গালি দিয়া আমার ভাষার অপমান করতে পারব না।।কেউ মনে কষ্ট পেলে ক্ষমা করে দিবেন আমাকে।

Level 0

sabas bhai, moner kotha koisen.

আমার পরিবারের এসব দেখার অভ্যাস একদা ছিল,আমার অত্যধিক হুমকি ধামকিতে বাধ্য হয়ে কেও দেখে না,হুম। 😐
তারা এখন বাংলাদেশী নাটক Addict 😀

Level 0

অন্ততঃ পক্ষে নাটকের ক্ষেত্রে, ভারত এর চ্যনেলগুলো আজ থেকে ৫ বছর পরে যে উন্নত মানের নাটক বানানোর পরিকল্পনা করতাছে তা আমাদের NTV/Chanel I/ ATN গত ৫ বছর আগেই বানায় ফেলছে। আমার মতে এই ভারতীয় নাটাকগুলো সভ্য জাতিকে অসভ্যতা শেখাচ্ছে/ জানাচ্ছে।

Level 0

ভাই, আমি সাধারণত কমেন্ট করতে লগ ইন করি না। কিন্তু আজ না করে পারলাম না। আমার ছোট বোন star plus এবং life ok তে আতই ভক্ত যে তা বর্ণনা যোগ্য নয়। Life ok, star plus, zee bangla, star jolsha এই সকল চ্যানেলকে দেশ থেকে যেভাবেই হক বের করেত হবে। কঠোর আন্দোলন করতে হবে। নাটকের জালায় বহুত অশান্তিতে আছি।

    ভাই, আপনি দেখি আমার কমেন্ট টি কপি করে paste দিয়েছেন। মানে কি?

এবার বুঝি বেচেঁ গেলাম।।

আরে ভাইয়েরা , আগে নেটের দাম কমানর জন্য আন্দলন করেন !

এই স্টার জলসা আর জি বাংলার ঝামেলায় টিভি দেখা বন্ধ করে দিয়েছি।খেলা দেখবো তাও দেখতে পারি না।

ভাই আপনার মতো টিউনার কে ই খুজতে ছিলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে এই রকম উদ্দোগ নেওয়ার জন্য ।
তবে একটা কথা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাকাতেই হয় ।
………………………….আমি hacker ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি , আপনারা এই টিভি চ্যানেল গুলো hack করার চেষ্টা করুন, অন্তত বাংলাদেশ এ telecast বন্ধ করার চেষ্টা করুন……………………………………………………………. ( নাকি আপনারাও…….. r bollam na )

Level 0

এই সব চানেলের অত্যাচারে বাংলাদেশি চানেল দেখা বন্ধ হবার উপক্রম। ক্রিকেট খেলাও দেখা যায় না। এসব চানেলের আলতু ফালতু নাটকের দাপটে। সরকার যদি সদয় না তাহলে কিছু করা যাবেনা। এই চানেলগুলো সারাদিন রাত এই নাটক গুলো সম্প্রচার করে। আর আমাদের দেশের মানুষ হা করে দেখে। এ চানেল গুলো মানুষের মনে বিরুপ ধারনার জন্ম দেয়।

Level 0

I’m agree with Mr codenameppzzaa. Need to take urgent steps to hack these channel Immediately
My request all hacker groups to hack these TV Channel to avoid bad circumastance.

Bangladesh Sarker Bangladeshi channel Bondho Kore. But Indian channel Bondho Kore Na. Indian Star Jalsha & Zee Bangla channel Bondho Kora Dorkar. Indian Star Jalsha & Zee Bangla channel Bondho Korar Jonno Kono Andolon Hole Ami Aponader songe Ashi. Bai Aponi Are-o Koyak ta Blog-a Ai Post Add Koren. Amra Sobay Aponar Shate Ashi. Thanks.

Star Plus, Star Jalsa, Zee Bangla,….
oh , Osojjo hoye geche, esober jalay TV dekatay chere dilam,
Kichu ekta ki asoley kora jayna.
ey sob bejatiyo soskriti theke ki rehay pawar kono upay ney?

সবাইকে বলছি। এই টিউনটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অনুরোধ যে আপনারা টিউনটা————–নির্বাচিত মনোনয়ন——————–করুন যাতে সবাই পরবর্তীতেও দেখতে পারে। প্লিজ!!!!

অনেকদিন পড়ে একটি মনেন মতো পোস্ট পেলাম।

ভাইয়া, আমার নানু ঝিিলকের জন্য নামাজ পড়ে প্রতিিদনই দোয়া করে, এবং চোখের পানি ফেলে কাঁদে!

কেমন লাগে বলেন!

অনেকদিন পড়ে একটি মনের মতো পোস্ট পেলাম।

ভাইয়া, আমার নানু ঝিিলকের জন্য নামাজ পড়ে প্রতিিদনই দোয়া করে, এবং চোখের পানি ফেলে কাঁদে!

কেমন লাগে বলেন!

খুব ভাল টিউন। বস্তা পচাঁ রাজনীতিকদের আশায় না থেকে চলুন নিজেরাই নিজেদের সচেতন করি।আর এধরনের লেখা আরও চাই।

Level 0

বাজে একটি টিউন। টেকনোলজি সাইট এ এগুলো কেন? আপনার যেটা ভাল লাগবেনা সেটা অন্য কাউকে দেখতে/ করতে দিবেন না এটা নীতির কাজ। আমার নিজেরই সব অনুষ্ঠান ভাল লাগে না তাই বলে অন্যরা দেখবে না তা কি ঠিক? …………… বাকী আপ্নারা লিখেন।

    @Goswami: ভাই, এত গুলো কমেন্টের মধ্যে নিজের মন্তব্যটাই যাচাই করুন। দেখুন, আপনি বাকী ১০০ জন হতে আলাদা। আর বুঝতে পারলেন? আপনি তাদের দলের লোক যাদের টিভির রিমোট লাগেনা। আমার তো মাথায় আসছে না যে এতগুলো কমেন্ট দেখার পরও আপনি কিভাবে এটাকে বাজে টিউন বলে মন্তব্য করলেন। আপনি হয়তো বিভাগটাই দেখেন নি। টেকনোলজি সাইট ঠিক আছে। তাহলে প্রতিবেদন বিভাগে কি আপনি কি দিবেন? আশা করি রিমোটটা হাতে তুলে নিবেন।

    @Goswami: আপনি ঠিক বলেছেন, আমাদের দেশে আরো অনেক খরাপ জিনিস আছে আমরা কি সেগুলো এড়িয়ে চলি না, ভারত থেকে তো মদ, গাজ, ইয়াবাসহ আরো অনেক কিছূ আসে আমাদের দেশে তাই বলে কি আমরা সেটা গ্রহণ করবো। তেমনই আমাদের যার যার ভালো লাগে সে দেখবে যার সমস্য হয় সে দেখবে না। আর যারা এই সিরিয়াল দেখে আমার মনে হয় তারা তো আর ছোট না তাদের বোঝার মত বয়স হয়েছে।

      @সিমা: আপনার কথা আমি সম্পূর্নভাবে মেনে নিতাম যদি এরকম হত যে প্রত্যেকের কাছেই একটা করে টিভি থাকতো। তাহলে আর কারও দেখায় আমরা হস্তক্ষেপ করতাম না। কিন্তু সিমা আপু, আপনি কি জানেন, আপনাদের মতো কিছু অসচেতন মহিলাদের জন্য আমরা আমাদের দেশীয় সংস্কৃতি হারাতে বসেছি? আপনার কালকের কমেন্টের কথাই চিন্তা করুন। আমরা এমন অবস্থানে যে বিদেশী চ্যানেলগুলোকে আগে প্রাধান্য দিচ্ছি। আর আপনাদের যন্ত্রনায় আমরা আমাদের দেশীয় অনুষ্ঠানগুলো দেখতে পারছিনা। আর একটা কথায় অবজেকশন না দিয়ে পারলাম না, আপু, যারা চ্যানেলগুলো দেখে তাদের অনেকেরই বোঝার বয়স হয়নি। কমেন্টগুলো আরেকবার দেখলে বুঝতে পারবেন। এদের ভবিষ্যৎ কি বলেন? আর অনেকে বোঝার বয়স হলেও বোঝার চেষ্টা করেনা । মনে রাখবেন, “বয়সেতে বিজ্ঞ নয়, বিজ্ঞ হয় জ্ঞানে।”

      @সিমা: আরেকটি কথা বলতে ভুলে গেছি। আপনি মদ, গাজা সহ বিভিন্ন মাদকের উদাহরন দিলেন। আপু আপনিই বলুন, আমাদের মত সাধারণ মানুষের কাছে কোনটি সহজলভ্য? এই মাদক নাকি এই চ্যানেলগুলো। যারা এই চ্যানেলগুলো দেখে তারা কজন ভারত থেকে আসা মাদক সেবন করে? অথবা তার কোন সুযোগ আছে কিনা। আর এই মাদকরুপী চ্যানেলগুলো আপনার মতো শত শত মহিলাদের আচ্ছন্ন করে রেখেছে যার মাত্রা ঐ মদ, গাজা আর ইয়াবার চেয়েও মারাত্মক। এর পরেও যদি আপনাদের হুশ না হয় তাহলে আমি বলব সেই খান আতার লাইনটা ,” …..আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে, এ খাঁচা ভাঙব আমি কেমন করে………”

Level 0

ইন্ডিয়া পিয়াজের বদলে ইলিশ চায় .! কি আর করা যায় বলেন .
কিন্ত একটা কথা বলেন তো এই পোগ্রাম গুলা বাংলাদেশের তৈরি হতো তো আপনে এক ই কথা বলতেন ?

    @rahaswarup: আমাদের দেশীয় পোগ্রামগুলো অনেক ভাল এসব চ্যানেলে চেয়ে। আসল কথা হলো আমরা বিজ্ঞাপনের জন্য এগুলো দেখিনা। আর এইসব পোগ্রাম যা শেখায় শুধু কুটিলতা তা বাংলাদেশ কেন যে কোন দেশের জন্যই ক্ষতিকর। আমাদের দেশে এসব তৈরি হবার সম্ভাবনা নেই। যদি হতো তাহলে আপনিও ভাই আপনি থাকতেন না। একই কথা বলতেন।

Level 0

Ji bangla, star jalsa , star plus should be banned as quick as possible. Bcoz its hamper our life, society, mind n culture. Family contradiction n divorce are increasing by this type of rubbish drama. Govt should take proper step. Actually not govt , we should take step to ban. We should pressurized govt to ban. So if we all can be determined , i hope we can do something.

Level 0

ভাই এ যে কি যন্ত্রণা তা আমি ভাল করেই বুঝি। কারন আমিও এর ভুক্ত ভুগি, আমি আপনার সাথে এক মত, বন্ধ করা দরকার এই সব চ্যানেল

Level 0

@Rahaswarup , amader manusikota akhono faltu hoy nai j ai typer program bangladesh e hobe. Dont talk like chagu. Apnar maa korle ki korten, apnar bon korle ki korten, blah blah. Ai gula chagu der characteristics. Go home, you are drunk.

Level 0

তার মানে ইন্ডিয়ার চ্যানেলে কুটিলতায় ভরা প্রোগ্রাম দেখানো হয় , বেশভালো ,
বাংলাদেশে এই ধরনের কোন অনুষ্ঠান ও তৈরি হবে না ……………… ভালোলাগলো আপনার কথা শুনে .

Level 0

সোহেল ভাই মাতালের কথায় এত রিআ্যক্ট কেন করেন. 🙂

    @rahaswarup: মনে হয় আপনি ভালভাবে টিউনটা পড়েননি। আমাদের জায়গায় থাকলে বুঝতেন যে কত কষ্ট নিয়ে টিউনটা করলাম।

Level 0

একটা সময় আমরাও অনেক ভেবেছি আপনাদের ই মতো , হিন্দী আগ্রাসনে আমরাও ভুক্তভোগী , কিন্ত তাই বলে বাংলা ভুলিনি < তা্হলে টেকটিউন বা সামুতে আসতাম না, কোনো হিন্দি ব্লগে পড়ে থাকতাম.
আর আপনি যে যুক্তি গুলা দেখায়েছেন সেই যুক্তিতে দেখলে ইন্ডিয়ার চ্যানেল কেন , মার্কিনি ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করতে হয়,

    @rahaswarup: আমি অন্য কিছু নিয়ে আলোচনা করছি না। আর একটা বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে মন্তব্য থাকবেই। তাই আপনার মন্তব্য নিয়ে আমি মোটেই চিন্তিত নই। আপনি একাই এসব বলছন। আর সব কমেন্ট গুলো দেখুন। খারাপ লাগলো এই ভেবে যে এসব চ্যানেল এভাবেই আপনার মতো মানুষকে বিভ্রান্ত করছে।

vai ekdom moner katha gulo bollen,kintu ki korbo,channel to r amader hate nei
kono upay pele janaben
ete serial theke valo ginish ta kew sikhchhey na

ঠিক বলেছেন । এখন  আমিও = আপনার সাথে আছি । আন্দোলন চালিয়ে যান

আমরা বন্ধ করতে চাই ষ্টার জলসা , সহ সকল আশক্তি মুলক ও অপসাংকৃতির সব চ্যানেল ।
আমরা বন্ধ করতে চাই ষ্টার জলসা , সহ সকল আশক্তি মুলক ও অপসাংকৃতির সব চ্যানেল ।
আমরা বন্ধ করতে চাই ষ্টার জলসা , সহ সকল আশক্তি মুলক ও অপসাংকৃতির সব চ্যানেল ।

আন্দোলনের গতি বাড়ানোর জন্য টিউনে দেয়া Address গুলো Update করা হলো। প্লিজ, সবাই যোগ দিন। আর মোবাইলে SMS এর মাধ্যমে আন্দোলন করতে টিউনের Address গুলোতে গেলেই দেখতে পাবেন যে কিভাবে SMS করবেন।

সবাই কে আমার অনুরোদ থাকলো , সবাই যার যার familir সদসসো দের কে বুঝতে চেষ্টা করেন এর ভালো ও মন্দ দিক গুলো তাদের সামনে জোরালো ভাবে তুলে ধরেন . কারণ সবারই তার familir কাসে তার গ্রহণ যোগ্যতা আছে .১ দিন ,২ দিন , ৩ দিন , বা ১ বত্সর লাগলে ও আমরা এটা থেকে পরিত্রান পাব ইংসাআল্লাহ. so দেরী না করে সুরু করুন আমি already পেরেছি আপনারা ও try করুন সাফল্য আসবেই.

ভাই আমি আন্দলনের সাথে আছি।

ভাই আমিও মিউজিসিয়ান মেহেদী ভাইয়ের সাথে একমত। ভারতীয় চ্যানেলগুলো বন্ধ হোক।

Level 0

rahaswarup ভাই কিন্তু ঠিক কথাই বলেছেন, যদি বিদেশি আসক্তির কোনো জিনিসে এতই আপত্তি তাহলে ফেসবুক, ইউটিউব, টুইটার বন্ধ করে দেন না কেন? একটা কথা বলছি কেউ মাইন্ড করবেন না- ইউটিঊবে আল্লাহের অপমানের জন্য বাংলাদেশে ইউটিউব অনেকদিন বন্ধ ছিল। আমার মতেও বলে সিদ্ধান্তটা সঠিক ছিল, কিন্তু একটা জিনিস দেখে তখন অবাক হয়ে গেছিলাম টিটিতে তখন একই ধরনের টিউনের প্রাধান্য ছিল সেটা হল কিভাবে প্রক্সি দিয়ে ইউটিউব দেখা যায়। এখানেও অনেকে কমেন্ট করেছেন দেখছি তবে এটা ১০০% সিওর যদি এই চ্যানেলগুলিকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ওই কমেন্টকারীরাই অনেকে টিউন করবেন কিভাবে ইন্টারনেটের মাধ্যমে স্টারজলসা বা জি-বাংলা দেখা যাবে।
আর হ্যা, ইন্ডিয়ান চ্যানেল গুলিকে মূল্যায়ন করছেন যেভাবে আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। সারা ইন্ডিয়ায় স্টারজলসা বা জী-বাংলা খুব কম লোকই দেখে। যারা বাংলা ভাষাভাষী মানুষ তারাই দেখে আবার শহরের দিকে তাও দেখে না। এর থেকে অনেক ভালো ভালো চ্যানেল আছে দেখার জন্য, আর একটা কথা আপনারা যারা টিটিতে ভিসিট করেন সবাই নিশ্চয়ই টেকনলজির ভক্ত, তাদের এই সিরিয়াল কোনোমতেই ভালো লাগবে না তাই তারা বন্ধ করতে বলবেনই। আর আপনি বলছেন আপনাদের নাকি অনেক ভালো ভালো নাটক হয়, আমি নেট থেকে ডাউনলোড করে দেখেছি মোটামুটি মানের তেমন ভাল লাগেনি। ওগুলো যদি সবার ভাল লাগত তাহলে এগুলো এম্নিতেই বন্ধ হয়ে যেত। যাক অনেক প্যাঁচাল পাড়লাম, ভালো করে কমেন্টটা পড়ে দেখবেন আমি পুরো লজিক দিয়ে কথাগুলি বলেছে তাও যদি কেউ এই কমেন্টের জন্য আমার উপর রাগ করে থাকেন আমি তার কাছে আমি ক্ষমাপ্রার্থী।

    @jiko: কমেন্টের জন্য ধন্যবাদ। আপনি কমেন্টগুলো দেখলে বুঝতেই পারছেন যে বাংলাদেশে এসকল চ্যানেল নিয়ে কি চলছে। আর আমার মনে হয় আপনি ভেবেছেন যে আমি ভারতে এসকল চ্যানেল বন্ধ করার কথা বলছি। না, ভাই আসলে এমন কিছু ভারতীয় চ্যানেল আছে যা বাংলাদেশে প্রচার বন্ধ করলে আমরা আমাদের দেশের চ্যানেলগুলো ঠিকভাবে দেখতে পারব। একটু বিস্তারিতই বলি। আমাদের বাংলাদেশের লোকজন এমনভাবে এসব চ্যানেলের প্রতি আসক্ত যে তাদের জন্য আমাদের দেশের যে সংবাদ দেখব তাও দেখা দায় হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
    বাংলাদেশের জনগণের এই অংশ যদি এই চ্যানেলগুলো দেখা বাদ দেয় তাহলে টেকটিউনাররা যতই বলুন না কেন যে ইন্টারনেটের মাধ্যমে স্টার জলসা, জি বাংলা দেখার কথা, এদের সবাই সেটা দেখতে পারবেনা। কারন, যারা এগুলো দেখে তাদের বেশির ভাগই আমাদের গ্রাম এবং মফস্বল এলাকার। যে গুটি কয়েক লোক দেখবে তারা শহরের সামান্য কিছু লোক যা এই অবস্থার উপর তেমন কোন প্রভাব ফেলবে না। তবে হ্যা আপনি বলতে পারতেন এসবের সিডি/ডিভিডির সরবরাহ বাড়ত। কিন্তু সেটা হতো সাময়িক।
    আর আপনি বাংলাদেশি নাটক যে হাতে গোনা কয়েকটা দেখেছেন তাতে নাটকের মান যাচাই করা যায়না।
    আর দেখলেন তো যে লোকজন কত কষ্ট নিয়ে কমেন্ট করেছেন? আর শুধু এরা না। আরও অনেক লোক আছে যারা টিটি’র বাইরে তাদের কথাতো বলিইনি। আরও কিছু লেখার ইচ্ছা ছিল। সময় করতে পারলাম না।

      Level 0

      @Musician Mehedee: আপনাকে কিছু বলার আছে, এখানে বলছি না প্রব্লেম হতে পারে। আমায় ফেসবুকে অ্যাড করুন https://www.facebook.com/jikoraj বলছি। আপনাকে অ্যাড করা গেল না।(ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর অপশন নেই।)

Vai Kichu Mone Koiren Na. Apni Nije Koyta Khobor Chara Bangla Channel Dekhen? Sorry Vai, Amra Purushra Khub Shohojei Ekta Kotha Bolte Pari. Amra Jokhon Khela Dekhte Chai Tokhonki Hoy, Maar Cut Action Chobi Dekhi Tokhon Deshio Culture Koi Jay Bigoto 5 Bochore Koto Gulo Bangladeshi Chobi/Natok Dekhsen? Ar maaf Korben Vai, Bangladeshe Dekhar Moto Ekmatro Ittadi Chara R kichu Dekhar Moto Nai.R Shara Din Amader Maa Boner Kotha Chinta Koren, Tara Sharadin Ghore Thake R Entertainmenter Jonno Er Theke Better Kichu Nai. Ei Shob Kotha Lekhar Mane Ei Na Je Ami Dekhi. Ami Dekhi Na. R Sony TV Dekhe Khun Korar Shath Shomporkor Kotha Ami Mani Na. Karon Khun Korar Jonno Manusher Mathai Jotheshtho. Karon TVr Khun Er Bepar Tao Tader Matha Theke Asa. Dukkhito Vai Eto Koth Bolar Jonno. Tader Culture Ke Ami Suport Korina. Tahole Vai Parle Mobileta Walton Er Mobile Use Koren Dekhi Kemon Paren Dekhi, Walton Er Bike Chalan Dekhi Ei Ta To Parbenna Vai. Karon Culture Jodi Amader Hoy Tahole Ponno o Amader Hoa Uchit. Shob Sheshe Vai Ontoto Amader Ghorer Mohilader Jonno Hok, Chan Ar Na Chan Apnarkache Ertheke Better kichu Nai. Sorry Ar Thanks. Protest Korar Jonno. @ Musician Mehedee

    Vai Kichu Mone Koiren Na. Apni Nije Koyta Khobor Chara Bangla Channel Dekhen? Sorry Vai, Amra Purushra Khub Shohojei Ekta Kotha Bolte Pari. Amra Jokhon Khela Dekhte Chai Tokhonki Hoy, Maar Cut Action Chobi Dekhi Tokhon Deshio Culture Koi Jay Bigoto 5 Bochore Koto Gulo Bangladeshi Chobi/Natok Dekhsen? Ar maaf Korben Vai, Bangladeshe Dekhar Moto Ekmatro Ittadi Chara R kichu Dekhar Moto Nai.R Shara Din Amader Maa Boner Kotha Chinta Koren, Tara Sharadin Ghore Thake R Entertainmenter Jonno Er Theke Better Kichu Nai. Ei Shob Kotha Lekhar Mane Ei Na Je Ami Dekhi. Ami Dekhi Na. R Sony TV Dekhe Khun Korar Shath Shomporkor Kotha Ami Mani Na. Karon Khun Korar Jonno Manusher Mathai Jotheshtho. Karon TVr Khun Er Bepar Tao Tader Matha Theke Asa. Dukkhito Vai Eto Koth Bolar Jonno. Tader Culture Ke Ami Suport Korina. Tahole Vai Parle Mobileta Walton Er Mobile Use Koren Dekhi Kemon Paren Dekhi, Walton Er Bike Chalan Dekhi Ei Ta To Parbenna Vai. Karon Culture Jodi Amader Hoy Tahole Ponno o Amader Hoa Uchit. Shob Sheshe Vai Ontoto Amader Ghorer Mohilader Jonno Hok, Chan Ar Na Chan Apnarkache Ertheke Better kichu Nai. Shompottir Loove Ek Hujur Tar 7 Masher Pragnent Bon Ke Khun Korlo, Se to Hujur, Se Kon Sony Tv Dekhe. Tv Jokhon Chilona Tokhon Manusher Khun Hoy Nai? Ora Ki Khali Kiss Kora Shekhay Manusher Ijjot Bachanor kotha Shekhy na? Manushke Ora Khali Khun Korte Shekhayna Manushke bachanoShekhyna? Ek Golpo Lekhi Poren, Ek Shikari Tar Kukur ke Nie Shikar Ber Holo Ekdin. Se Cholte Cholte Bone Dhuke Gelo Boner Bhetor Choto Ekta Nodir Moto Ache. Se Ekta Pakhi Ke Guli Korar Por Pakhi Ta Nodir oi Pare Gie Porlo. Kukur Ta Doure Gelo Pkhi Ante kukurer Malik Khel Kor je Tar Kukur Panite Shatar Na kete Panir Upor Die Doure Gelo. Abar Ferot Asar Shomoy Panir Upor diye Doure Elo. Shikare Shohore Ferot Giye Tar Bondhuder Bolte Laglo. kintu Tar Bondhura Bishwash Korlo Na. Se Bollo Ami Dekhabo Cholo. Se Tar Kukur Nie Gelo Ebong Ekta Mora Pkhi Nodir Oi Par mere Bollo Pakhita Nie Ashte. Ebong Kukur Doure Gelo Pakhi Ante. Shobai Dekhlo kukurta Panir Upordiye Doure Gelo. Shikari Bollo, Kidekhle Tomra. Tar Ek Bonfhu Bollo Hhhmmm Dekhlam, Kukurta Shatar Janena. Amader Obosthao Ekhon Tai. Kharap Ta dekhi Valo Ta Dekhina. Kharap Shikhte Indian TV Dekha Lagena Game Kheleo Hoy.Bichar Bibechona Kore Uttor Dben. Sorry Ar Thanks. Protest Korar Jonno. @ Musician Mehedee

      @Ezaz Hayder: আমি আপনার কাছে একটা প্রশ্নই করব। কমেন্টে যারা সাফারার তাদের জন্য কি বলবেন? আর ভাই আমি সব চ্যানেল বন্ধ করার কথা বলছি না। গুটিকয়েক কিছু চ্যানেলের কথা বলছি। কারণ, সমস্যা এগুলো থেকেই হচ্ছে। কিন্তু সেটা কি তাদের জন্য কি করবেন যারা সন্ধ্যা-রাত ১টা (কমেন্টে উল্লেখিত) পর্যন্ত শুধু এসব চ্যানেল দেখে? আর খেলা দেখার জন্য স্টার ক্রিকেট আপনিও দেখেন আমিও দেখি। তাই বলে কি সন্ধ্যা-১টা পর্যন্ত? কেন বলুনতো? আর আমি তো বলিনি যে বিদেশি সবকিছু পরিত্যাগ করতে। আর আপনি ভাই মিছেমিছি আমাকে ওয়ালটনের কথা শোনালেন! আমি জাস্ট সমস্যাটা নিয়ে আলোচনা করছি। কমেন্টগুলো দেখেও কি আপনি বুঝতে পারছেন না?

        @Musician Mehedee: Vai Dukkhito Kichu Mone Koire Na. OI Guti Koyk Channel I Tar Bojhe. Eta na Amader Dosh Na Amader Mayder Dosh, Je Channel Walara Evening E Show Shuru Kore. Vai Agei Khoma Chaitesi Je Apnar Shamortho Shomporke Ami Janina. Ami Ekta Alada TV Kine Disi Maa Ke. Tar Mane Ei Na Je AMar Onek Taka. Choto Holeo Dekhajai. Iccha Ebong Shamortho Thakle Shobi Shomvob. Taina? Ontoto Cheshta Korte Dosh Nai. Amar Baki Jukti Gulo Thik Chilo Kina Jonaben Doya Kore. Thanks.

          Level 0

          @Ezaz Hayder: আপনি ভাই বাংলায় কমেন্ট করলে ভাল হয়, বেংলিস পড়তে খুব কস্ট হয়। পুরোটা পড়ার ধৈর্য থাকে না।

          @Ezaz Hayder: আপনি যুক্তি দিয়েছেন অনেক। কিন্তু আসল বিষয়টা বুঝতে চেষ্টা করেন নি।

    @http://www.mobilebd.net: নবম শ্রেণীর একটা মেয়ে বাইরে গিয়ে টিভি ডেখতে দেয়নি দেখে সর্বচ্চো সে না খেয়ে থাকতে পারে। মন চাইলে খোজ করে দেখেন মেয়ের কারর সাথে সম্পর্ক ছিল। হত্তা/বদনামি লুকাতে এই কাহিনী বানানো হইতে পারে।

Level 0

সন্ধ্যার সময় মনে হয় যেদিকে দুচোখ যায় চলে যাই। কমেন্টে অনেকে অনেক কথা বলেছেন। তাদের উদ্দেশ্যে বলছি এসব ছাইপাশ এর ভিউয়ার মুলত মফস্বল বা গ্রাম এলাকার লোকজন। শহরে তেমন প্রভাব পড়ে না। কিন্তু মফস্বল বা গ্রামে অবস্থা ভিন্ন। এখানে সিরিয়ালের সময় দুই বছরের বাচ্চা থেকে শুরু করে সত্তর বছরের বয়স্ক মানুষ পর্যন্ত সন্ধ্যায় টিভির সামনে বসে উঠে রাত দশটা এগারোটায়। বলতে লজ্জা নেই আমার পরিবরেও একই সমস্যা। আমার ছোট বোন ক্লাস নাইনে পড়ছে। প্রাথমিক সমাপনিতে তার রেজাল্ট ছিল ফাস্ট ডিভিশন। ক্লাস সিক্স এর ফাইনালে সব বিষয়ে গড়ে ৮৩ % মার্ক ছিল। আমার বোন যখন ক্লাস সেভেনে তখন থেকে আমাদের বাসায় সিরিয়াল এর পোকা ঢুকল। বার্ষিকে তার গড় কমবেশি ৭০%। জে এস সি তে কোন মতে B গ্রেড। অনেকে বলবেন আপনার বোন ঠিকমত পড়ে নাই এতে সিরিয়ালের কি দোষ। ভাই সিরিয়াল দেখার পর সময় পেলে তো পড়বে। পড়ার চাপ দিয়ে তো মেরে ফেলতে পারি না। আর সিরিয়াল দেখতে মানা করে কোন লাভ হয় নাই কারন আমার মাও সিরিয়াল দেখেন।

    Level 2

    @Roni: অনেকদিন মফস্বল থেকে দূরে আছি।

    Level 2

    @Roni: অনেকদিন গ্রাম-মফস্বল থেকে দূরে আছি।

Level 2

শালার এক একটা নাটক তো নাটক না, যেন মহিলাদের আড্ডাখানা! অনেক মহিলার স্বপ্ন থাকে আমি কূটনামি করব, পরকিয়া করব, কিন্তু বাস্তবে কিভাবে করব তার আইডিয়া থাকে না। এখন আইডিয়া আমি কই পাই? তখন এল আমার শয়তানি বুদ্ধি! ভারতীয় নাটক! কে কার লগে প্রেম করল, কে কোন রকম ড্রেস পরে নায়কের সাথে রোমান্সের অভিনয় করলো ইত্যাদি ফিরিস্তি। একধরনের কৃত্তিম মজা নেয়ার চেস্টা। এরকম বউএরা ওদের পতির সাথে খারাপ ব্যাবহার করে। এগো সবটিরে আরো খারাপ হওয়ার আগেই তালাক দেয়া উচিত।

কারো খারাপ লাগ্লে আমার কিছু করার নাই।

Level 0

ধন্যবাদ ভাই সুন্দর পোস্টের জন্য, আন্দোলনে অংশ নিলাম।

    @Sohag: ধন্যবাদ সোহাগ ভাই। আপনার টিউনগুলো আমি অনেক আগেই দেখেছি। অনেক ভাল লেগেছে।

Level 0

Bhi Mehedee prothomey boli ami 1jon Indian….. Bhi apni apnar deser manus der amader Indian channel dekte mana korco thik ace tate amar kno matha betha ney…..bt apni Indian channel r Indian somporke aje baje katha bolbenna….. ete amar Bangladesh basir kace anurodh…….

    @Milan Sk: সমস্যা তো ওখানেই। আমাদের লোকজনকে নিষেধ করতে এর থেকে ভাল উপায় আমার জানা নেই। আর যে সকল চ্যানেল সমস্যাগুলো করছে তাদের তো লোকজনকে বোঝানো উচিত তাই না? আমাদের এখানে এসে দেখুন। আমি খুব কম কথাই বলেছি যা আপনাদের কাছে বাজে লাগছে। ভাই আরো বাজে ভাবে লেখা যেত। রাগ করবেন না প্লিজ। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

ধন্যবাদ বস।

Level 0

Amra asi.

Level 0

Xotil

আপনার টা ই ভালো

স্টার জলসা আর জি বাংলা>
নষ্ট করল আমার সোনার বাংলা