আপনি কি ATM ব্যবহারকারি? আপনার অজান্তে চুরি হতে পারে আপনার অ্যাকাউন্ট এর টাকা। সময় থাকতে সাবধান হোন। ১ টি সময় উপযোগী টিউন। সবার পড়া উচিত

আমাদের মধ্যে অনেকেই আছি যাদের বিভিন্ন ব্যাংক এর atm কার্ড রয়েছে কিন্তু সেই কার্ড বেবহারে আমরা কতটুকু সতর্ক ? একবার ভাবে দেখেছেন আপনার ১ টু অসতর্কতায় আপনার অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা গায়েব (চুরি) হয়ে যেতে পারে । অনেকেই হয়ত ভাবছেন সেইটা কিভাবে সম্ভব । আচ্ছা ধরেন আপনি বুথ এ ঢুকলেন টাকা ক্যাশ করার জন্য আমিও আপনার পেছনে পেছনে ঢুকলাম এবং খেয়াল করে আপনার কার্ড এর নাম্বার টা লিখে ফেললাম আপনার অজান্তে ।

এখন আপনি পিন চাপলেন সেটাও আমি দেখে ফেললাম আর কার্ড এর উপরে ত আপনার নাম লেখাই থাকে । সবই আমি জেনে গেলাম । এখন আপনি ভাবছেন এই সব জানলে আমি আপনার কি করতে পারব যদি আমার হাতে কার্ড না পাই ? কিন্তু না এই ৩ টি জিনিস জানলে আমি আপনার কার্ড থেকে হাজার হাজার টাকা চুরি করে ফেলতে পারব ।

ভাবছেন কিভাবে ? ধরেন আমি এখন online এ ১ টা money detector কিনব ajkerdeal.com থেকে সেখানে তাদের online payment সিস্টেম আছে আমি dutch bangla bank er atm card use করব তারা আমাকে ডাচ বাংলা ব্যাংক এর ওয়েবসাইট এ নিয়ে যাবে সেখানে তারা আমার কাছে কি কি information চাইতে পারে নিচের স্ক্রীন শট এ দেখি ।


এখানে যে information দিতে হবে তা হল ১। কার্ড মালিকের নাম ২। কার্ড এর নাম্বার ৩। পিন । এগুলুর মধ্যে সব গুলুই আমার জানা হয়ে গেছে । এবার আমি টাকাটা paid করব ।

এখানে দেখুন payment successful।

এভাবে যে কারো কার্ড এর নাম্বার জানা থাকলে তার সরবনাশ করা যাবে । সুধু তাই নয় যদি আপনি অন্য কার কম্পিউটার ইউস করে অনলাইন এ কিছু কোন কিছু কিনেন এবং অনলাইন এ payment করেন তাহলে অই কম্পিউটার এর মালিক যদি আগে থেকে কম্পিউটার এ Keylogger দিয়ে রাখে তাহলে আপনার সব ইনফর্মেশন তার কাছে থেকে যাবে এবং সে এটার অপ ব্যাবহার করতে পারবে ।

এই ভয়ঙ্কর সমস্যা থেকে বাচার উপায়

  • ১। ATM Booth ব্যাবহার এর সময় খেয়াল রাখুন ।
  • ২। নিজের কার্ড কখনও অন্নের হাতে দিবেন না ।
  • ৩। কার্ড সব সময় নিরাপদ জায়গায় রাখুন।
  • ৪। কিছুদিন পর পর পিন পরিবর্তন করুন অন্তত মাসে ১ বার হলেও ।
  • ৫। কখন নিজের কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার ইউস করে অনলাইন এ payment করবেননা ।
  • ৬। যাদের কার্ড এ খুদাই করে নাম লেখা নেই মার্কার কলম দিয়ে লেখা তারা অন্য মার্কার ইউস করে নামটা মুছে ফেলুন বা ঢেকে ফেলুন ।
  • ৭। যাদের কার্ড এ খুদাই করে নাম লেখা তারা কার্ড ফেরত দিয়ে খুদাই ছাড়া কার্ড নিতে পারেন।

উক্ত নিয়ম গুলু মেনে চললে আপনি সহজেই অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারেন ।
আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন ।
বিঃ দ্রঃ - এখানে আমি আমার নিজের কার্ড ইউস করে পণ্যটি কিনেছি।

স্ক্রীন শট সহ বিস্তারিত এখানে http://www.swaponmahmud.cu.cc/

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যাডমিনদের প্রতি অনুরুধ পোস্ট টা প্রথম পাতায় রাখার জন্য।

Level 0

ধন্যবাদ

একটা কার্ডের নাম্বার পেছন থেকে চুরি করে দেখা কি এতই সোজা মনে হচ্ছে আপনার কাছে??

Level 0

ধন্যবাদ

মাফ করবেন আমি বুঝতে পারছি না সবাই ৮/৯ ডিজিটের কিসের পিন নাম্বারের কথা বলছেন?যদি টাকা তোলা পিন নাম্বার হয় তবে সেটা তো কার্ডের সাথে থাকার কথা নয়।কার্ডের মধ্যে কিছু নাম্বার থাকে হয়ত সবাই সেটার কথা বলছেন।শুধু এই নাম্বার হলেই কি টাকা ট্রান্সফার করা সম্ভব?তা তো হবার কথা নয়।একটু খুলে বললে বুঝতে সুবিধা হতো।

    @প্রবাসী: আমি ধন্য যে আপনি আমার পোস্ট পরেছেন আপনি হয়ত দেখে থাকবেন সবার এটিএম কার্ড এর ১ টি নাম্বার সেটা যে কেউ দেখতে পারে কিন্তু তার সাথে যদি কেউ আপনার অই কার্ড এর পিন নাম্বার জেনে যায় ( যেটা সুধু আপনার জানার কথা ) তাহলে অই লোক আপনার কার্ড ইউস করে আপনার অজান্তে অনলাইন এ যে কোন কিছু কিনতে পারবে। বিশেষ করে dutch bangla bank কার্ড এর ক্ষেত্রে বেপারটা অনেক সহজ ।

    @প্রবাসী: না। যপদি Visa/master card branded কার্ড হয় তাহলে Online Purchase এর সময় কার্ড নম্বরের সাথে সাথে CVV code দিতে হয়। আর এই CVV code সকল Visa/master card branded credit/debit কার্ডের পেছনেই লেখা থাকে। আর Pin number এর সাথে এই CVV code এর একটাই পার্থক্য আর তা হল Pin Number এর মত এটা পরিবর্তন করা যায় না। আর একটা পার্থক্য হল Pin Number কার্ডের কোথাও লেখা থাকে না কিনতু CVV code কার্ডের পেছনেই লেখা থাকে। আরও জানতে উপরে আমার আগের কমেন্ট আছে ঐটা পড়েন।

      @wp.engineer2: ধন্যবাদ আপনাকে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি।অন লাইনে মাষ্টারকার্ডে কেনাকাটার অভিজ্ঞতা কম।দু।বার শুধু মাষ্টারকার্ড ব্যবহার করেছিলাম।একবার মিডিয়াফায়ারে “পার্সোনাল” আপগ্রেড করতে গিয়ে আর অন্যবার বাংলাদেশে ফ্লেক্সিলোড করে দিয়েছিলাম।তবে আমার মাষ্টারকার্ডটি আমি অন্যভাবে ইউজ করি।যেমন ধরুন অনলাইনে কিছু কিনবো।মূল্য হলো ধরুন ৫০ ইউরো।আমি অনলাইনে আমার একাউন্টে প্রবেশ করি।সেখানে ৫০ ইউরো মাষ্টারকার্ডে ট্রান্সফার করি।এই ট্রান্সফার করতে আবার অন্য একটি পিন নাম্বার বসাতে হয়।ামার কাছে ৪০টি পিন নাম্বারের একটি কার্ড আছে।অনলাইনে টাকা ট্রন্সফার করতে গেলে বলবে ১৭ নাম্বার(উদাহরন)পিন কোডটি বসাতে।কিংবা৩২ নাম্বার পিনটি বসাতে।যিনি আসল মালিক তিনিই শুধু এই পিনগুলো জেনে থাকবেন।অর্থাত এই ৪০টি পিন নাম্বারের থেকে যেকোন একটি আপনার কাছে চাইতে পারে।পরপর তিনবার ভুল করলে একাউন্ট ব্লক এবং সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ম্যাসেজ আসবে যে, কেউ একজন আমার একাউণ্ট থেকে টাকা উঠাতে চাচ্ছে।আর তাই অনলাইন ব্যাংকিং এ নিরাপদ অনুভব করি।এটি বললাম অনলাইন একাউণ্টের কথা।আর মাষ্টারকার্ড কিংবা ভিসার ব্যাপারটা একই যেমনটা আপনি বলেছেন।ধন্যবাদ আপনাকে।

        @প্রবাসী: ভাই আমি বুজেছি আপনার এখানে অনেক গুলু কোড দেয় এবং বার বার random কদ চায় জার ফলে আপনি নিরাপদ আমাদের দেশ এত digital এখন হয় নায় >

সতর্কতা মূলক পোস্ট । লেখককে ধন্যবাদ। কিনতু আমার কিছু কিছু কথা বেশ হাস্যকর মনে হয়েছে। যেমনঃ লেখক তার কমেন্টে লিখেছেন “আমি যখন ATM যাই তখন অহরহ দেখে থাকি । আর তাছাড়া আপনার বন্ধুও সুজোগ পেলে আপনার সাথে এমন টি করতে পারে ।” শুনে খুব হাসি পেল। উনার কথা শুনে মনে হল কারো হাতে Card থাকলেই বুঝি কার্ডের নম্বর পড়ে ফেলা যায়!!!! আসলেই বিষয়টা হাসির। হাসির এই জন্য যে, এই সব কর্ডে নম্বর এমন ভাবে খোদাই করা থাকে যে সেটা খুব কাছ থেকে না দেখলে দূর থেকে বোঝা মুশকিল। আর কেউ যখন ATM Machine ব্যবহার করছেন তখন আপনি নিশ্চয়ই ব্যাবহারকারীর একদম কাছে দাঁড়িয়ে তাহাকবেন অনা। খুব বেশি হলে পেছনে দাড়াবেন । আর তাছাড়া একবার দেখেই ৮-১৪ নম্বরের ডিজিট মনে রাখা একদমই দূরহ নয় কি? তবে হা উনার দ্বিতীয় কথাটি সঠিক, মানে আপনার কোন বন্ধুর হাতে যদি কার্ড পড়ে আর সে যদি নম্বর আর পিন জেনে যায় তাহলে সে এটার miss use করতে পারে, লেখকের এই কথার সাথে আমি সহমত। আরেকটি বিষয় উনার পোস্ট দেখে আমি নিশ্চিত যে লেখকের online এ কেনাকাটার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। কেননা তিনি বলেছেন কেনাকাটার সময় নাকি কার্ড নম্বরের সাথে পিন নম্বর দিতে হয় , আসলে পিন নম্বর না। online এ কেনাকাটার সময় visa/master কার্ড এর CVV code দিতে হয় আর এটাও পিন নম্বরের মত ৪ ডিজিটের হয় আরও মজার কথা হল এই CVV code কিনতু কার্ডের পেছনেই লেখা থাকে। আরও তথ্য হল পিন নম্বর যখন তখন ব্যাবহারকারী পরিবর্তন করতে পারলেও এই CVV Code কিনতু সম্পূর্ণ রূপে অপরিবর্তনশীল। তার মানে কারও হাতে যদি আপনার কার্ড পড়ে আর সে যদি আপনার কার্ড নম্বর ও CVV কোড দুটই জানে তাহলেই সে online এ কিছু purchase করতে পারবে, কার্ডের দরকার হবে না। আরেকটি তথ্য দেই , আমি যখন কোন দোকান থেকে কিছু কিনতে যাই তখন আমি দুই ধরণের POS machine দেখেছি। ১) এই ধরণের POS machine এ শুধু কার্ড punch করলেই চলে CVV code লাগে না। মানে দোকানদার আপনার কার্ডটি নিয়ে শুধু POS machine এ কার্ড Punch করবেন আর সাথে সাথে Purchase হয়ে যাবে, তারপর দোকানদার আপনাকে কার্ড ফেরত দিবেন আর রশিদে আপনার সই নিবেন ২) দ্বিতীয় ধরণের POS machine এ শুধু কার্ড Punch করলেই হউয় না , punch করার পর দোকানদার আপনার কার্ডের পেছনে থাকা CVV কোড দেখে দেখে Poch Machine এ type করে enter চাপবেন তারপরেই কেবল Purcahse complete হবে। এখন দেখেন দ্বিতীয় ধরণের POS machine এর ক্ষেত্রে দোকানদার আপনার CVV code নিজে দেখে দেখে type করবেন , তাহলে এই দোকানদার যদি আপনার কার্ড নম্বরও জেনে যায় তাহলে? কারণ কার্ডতো উনার হাতে দিতে হবে Punch করতে। আসলে তা সম্ভব না কারণ মানুষের পক্ষে ৮-১৪ নম্বরের ডিজিট একবারে দেখে মনে রাখা এক প্রকারের অসম্ভব। যদি এতই সহজ হত তাহলে Visa/ master card কোম্পানিকি কার্ডের উপর কার্ড নম্বর খোদাই করে রাখত কি? তারা কি এতই বোকা? তারাতো অনেক বড় কোম্পনাই। সে যাই হোক লেখকের পোস্টের ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি। আর আমি লেখকের পোস্ট পড়ে এটা চোখ বন্ধ করে বলতে পারি যে credit/debit card দিয়ে মার্কেটে কেনাকাটা, POS machine দিয়ে purchase করা বা online এ কেনাকাটা সম্পর্কে উনার কোন বাস্তব অভিজ্ঞতা নেই। তারপরও লেখকর কষ্ট করে পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ আর হা আমি লেখকের “এই ভয়ঙ্কর সমস্যা থেকে বাচার উপায়” অংশের ৬ নং পয়েন্ট বাদে আর সবগুলোর সাথে সহমত। লেখককে আবারও ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।

    @wp.engineer2: ভাই আপনি হয়ত dutch bangla NEXUS DEBIT কার্ড দিয়ে কিছু কিনেন নাই যদি কিনে থাকেন তাহলে জানার কথা ডাচ বাংলার ক্ষেত্রে পিন নাম্বার চাইবে যেটা আমি স্ক্রীন শট দেখিয়েছি আমি ২ দিন আগে ajkerdeal.com থেকে ১ টা money detector কিনেছি এইটা কেনার পরেই আমার মাথায় এই চিন্তা মাথায় আসছে। আর ১ টা কথা সব জিনিসেরই কিন্তু miss use হতে পারে তাই আগে থেকে সাবধান হওয়া টা কি জরুরি নয় ???

      @স্বপন মাহমোদ: আমিতো আগেই বলেছি যে আপনার পোস্টটি ভাল। কিনতু এই বিষয়টা আমি কখনওই মানব না যে, ৮-১৪ নাম্বারের ডিজিট কারও পক্ষে একবার/ দুইবার দেখেই মনে করে ফেলা সম্ভব। নয়তো আমি যখন মার্কেটে Credit Card দিয়ে কেনাকাটা করি , তখন দোকানদারের পক্ষে খুবই সহজে নম্বর মনে করে ফেলার কথা নয় কি? আর Dual Pos machine এ তো কার্ড punch করার সাথে সাথে CVV codeদিতে হয়? এত বছর ধরে কেনাকাটা করি অন্তত একজনও কি তাহল সুযোগের সদব্যাবহার করত না? জানেনতো বাংলাদেশে জায়গায় জায়গায় চোর আর বাটপার ভরা। আর আপনি নাকি ATM এ প্রায়ই লোকজনের কার্ড নম্বর দেখেন। না ভাই খুবই কাছ থেকে না দেখলে বোঝা খুবই খুবই মুশকিল। সে যাই হোক এটা ঠিক যে, সাবধানের কোন মার নেই। আর হা DBBL Nexus কার্ড এর ক্ষেত্রে পিন দিতে হয় কারণ এটা কোন স্ট্যান্ডার্ড Debit/ Credit card নয় DBBL এর নিজস্ব ব্র্যান্ড। সবাইকে সাবধান করার জন্য আপনাকে আব্রো ধন্যবাদ।

Level 0

Very nice tune

সতর্কতা মূলক পোস্ট। তবে হাস্যকর। এটিএম বুথ-এ সকলে একবারে ঢোকে নাকি। লাইনে দাড়িয়ে টাকা তুলতে হয়? স্বপন মাহমোদ ভাই আপনি এই পোষ্টটি করে অনেক ভাল কাজ করেছেন। তবে মনে রাখবেন সল্প অভিজ্ঞতা কিন্তু সবসময় কাজে লাগে না। আপনার থেকেও এইখানে অনেক অভিজ্ঞ এটিএম ব্যবহারকারী আছে।

Level 0

আপনার money detector জিনিসটা সম্পর্কে একটু জানতে চাই।জিনিসটা কেমন কাজ করে,কিভাবে কাজ করে,কিভাবে ইউজ করতে হয়ে,টেকশই কেমন?খোলা বাজারে কোথাও পাওয়া যায় কিনা? জানালে উপকৃত হব।

    @S Rahman: money detector টা হল জাল টাকা সনাক্ত করার ছোট machine. খোলা বাজারে পাওা যায় কিনা আমি জানিনা তবে আমি ajkerdeal থেকে কেনা যায়। আর এটা ব্যাবহার এর নিয়ম হল যখন আপনি আসল টাকার উপর light টা ফেলবেন তখন এটা বেগুনি রঙ ধারন করবে। আর যদি টাকাটা নকল বা জাল হয় তাহলে সেটা নীল রঙ ধারন করবে। আমি জিনিসটা শখের বশে কিনেছি ।

Level 0

মেশিনটা যে কিনলেন তা কি আপনার কার্ড দিয়ে নাকি আপনার পোষ্টের মত কাজটি করেছেন। আমার জানামতে একটি বুথে একজন ইউজারই ঢুকে আর যদি বন্ধু বান্ধব থাকে তারা হয়ত যায় তবে নাম্বার দেখাটা এত সোজা না মুখস্ততো করাত দুরের কথা। এই পোষ্টটি সচেতনতা হলো না বরং চুরির কৌশলটা সবার জানা হয়ে গেল।

    @Jaman: আপনার চোখে সমস্যা আছে পোস্ট টা মনে হয় ভাল ভাবে পরেন নাই নিচে লেখা আছে । বিঃ দ্রঃ – এখানে আমি আমার নিজের কার্ড ইউস করে পণ্যটি কিনেছি।

    @Jaman: একফম ঠিক বলেছেন। সহমত

    Level 0

    @Jaman: :p

Level 0

thank for this post. আপনার সাইট থেকে বিনা পরিশমে আয় করুন ১০০% নিশ্চয়তা রেজিষ্টেশন করতে visit koun http://rsnodi24.tk

Level 0

নতুন তথ্য দেবার জন্য ধন্যবাদ।
latest movies

http://www.grameenphone.com/bn/products-and-services/mobile-services/facebook-sms

দয়া করে গ্রামীন ফোন এই লিংক কেউ ক্লিক করবেন না

আপনাদের সকলের অবগতির জন্য জানাছি
গ্রামীন ফোনের গ্রামীন ফোস এই লিংক কেউ ক্লিক করবেন না।
করলে আপনার কি হবে তা আমি আপনাকে বলতে যাব না। আমি নিজে পরে টের পাবেন।
তার পর একটু ধারনা দিচ্ছি –
আপানার ক্রেডিট কাড
ফেসবুক আইটি এমনকি আপান কম্পিউটার সব রকম কুকি ওয়েভ সার্ভার হাতে চলে যাবে তো যেন শুনে আপনার ক্রেডিট কাড হারাতে চাইলে
গুরে আসুন।
আজ হতে ৪ মাস আগে আমি প্রথম দেখি । প্রথম মনে করলাম হয়তোবা ঠিক হয়ে যাবে। পরে

তাদের হট লাইনে ফোন করে আমি এই অভিযোগ করলাম।
যেই উত্তর পেলাম তা আমি রেকড করে রাখছি । পরে লাগলে টিউন করে আপনারা শুনবেন।

http://www.grameenphone.com/bn/products-and-services/mobile-services/facebook-sms

তার পর আমার কথা বিশ্বাস না করলে আপনার কম্পিউটার কেসপার এন্টি ভাইরাস চালু করুন।

আমার কার্ড এর উপর নাম নাই | এটা একটা security |

    @abuhanifraju: কার্ডের উপর নাম লেখা না থাকা কোন জগতের security? নাম লেখা না থাকায় আপনি আরও unsecured হলেন. বিশেষ করে আপনি যদি আপনার কার্ড দিয়ে মার্কেটে কেনাকাটা করেন। কেন এটা জানার জন্য Rocket Science পড়ার দরকার নেই। একটু চিন্তা করলেই বুঝবেন।

যত সব পাগলের দল নিয়া পরছি । আমি বলেছি ATM কার্ড এর কথা আর তারা MASTER / VISA নিয়া চিল্লাইতাছে । ATM আর VISA / MASTER কার্ড এর মধ্যে যে কি তফাৎ টা কে বুজাবে ???

    @স্বপন মাহমোদ: vai apgol k? J bisoy a gyan kom say bisoy nia tune koren kan? ATM card bolte apni j card er kotha boltechen seta ek dhoroner Debit card .. r Debit card gula muloto VISA/MASTER branded hoy. VISA/Master debit card ATM card noy??? hasailen amak!!!!… H aeta thik BD te ei sob Debit card kei manush new name disey ATM card.. R ha eta thik BD te kichu kichu bank nijosso branded card o chalu koreche jamn example: DBLL er nijosso brander card ache jeta k tara bole DBBL Nexus… zai hok apnar gyan kom ache ei sob bisoy … othoba notun card paisen DBBL a new account khule tai ekhn o ei sob kichu janen na… valo thakben.. r vasa songjoto rakhben… commenrt korun sei sathe vosdro vasay kotha bolun.. jakei boila thaken na kan, evabe pagol/ chagol sobdo use korle tuner er e ijjot jay… N:B: I am using Credit cards/ Debit cards for the last 9 years.

    @স্বপন মাহমোদ: হাহাহা, আমি শুধুমাত্র এই কমেন্টটা দেখে আর লগিন না করে থাকতে পারলাম না।
    আপনি কি কার্ড ইউজ করেন?? মনে তো হয় না। নইলে কি আর জিগান যে এটিএম কার্ড আর মাস্টার/ভিসা কার্ড এক নয়!!!

vai ato kotha bolar dorkar ki.se alart korte chaise.amra alart hoisi.TnX man

Level 0

সতর্ক করার জন্য অনেক ধন্যবাদ.

Level 0

mone korsilam asholey valo kisu.. but tune poira mone hoilo vai jan mone hoi sopno dekhse r sopne keo taka maira nise r uni eshe tune korse.. 😀 😀
ami last 4 years dhoira dbbl nexus card use korsi and monthly 4-5 bar booth theke taka tulte hoi. but kono jaigai dekhi nai oporichito lok pisone aisha darai thake. ami to jani and dekhi sobai atm er bahire darai thake. 😀 r ekhon obossho 1 ta booth a 4-5 ta machine thake. but tarporeo kono baktir card er number dekhte chaile se nirghat dhora khabe coz eyta possible na. hashi pailo je pison theke card number na…
apnar motiv ta khuv valo r apni ki news dite chaisen setao bujesi.. but apni je karon dekhe bujaite chailen ta poira ami to :O :O

আপনার মেধা অনেক ভালো যে কয়েক ফিট দূর থেকে ১-২সেকেন্ডে একবার দেখেই ৮-১৪ ডিজিটের নাম্বার মনে রাখতে পারেন। আপনার নাম তো গিনেস বুকে রাখা উচিত। আমি যে কাজটা করি, মানিব্যাগ থেকে কার্ড বের করে কারড ঢুকাতে ১-২সেকেন্ড হয়ত লাগে। সবারই হয়ত এমনই লাগে। এই ১-২সেকেন্ডে আপনি কার্ডের নাম্বার মুখস্ত করে ফেলবেন!!! হাসতে হাসতে প্যান্ট ডিলা হয়ে গেলো আমার!! 🙂 🙂

Level 0

thanks a lot