ইন্টারনেটের দাম কমানো ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ জরিপ, সকলের অংশগ্রহণ আশা করতেছি ।
আসসালামুয়ালাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন পিসিহেল্পলাইনবিডি.কম সর্বপ্রথম ইন্টারনেটে দাম কমানো, গতি বাড়ানো ও ফ্রিল্যান্সারদের স্বার্থে বাংলাদেশে পেপাল চালু সহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন ও রাজপথে নেমে জেলায় জেলায় মানববন্ধন করে , অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের দাবীর সাথে একমত পোষণ করেছে দেশের শীর্ষ প্রযুক্তিবিদরা বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদরাও এব্যাপারে মুখ খুলতে শুরু করেছে , কেউ কেউ নির্বাচিত হলে দাম কমানো আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা এতে বিশ্বাসী নয় তাই ইন্টারনেটের দাম কমানো ও গতি বাড়ানোর দাবি চাঙ্গা রাখতে জনমত সংগ্রহ শুরু করেছি, কারন জনসমর্থন ছাড়া কোন আন্দোলন সফল হয়না । আমরা কমপক্ষে ৫০ হাজার জনের মতামত পেলে আমরা বিভিন্নভাবে আমাদের যৌক্তিক দাবিতে সরকারকে চাপ প্রয়োগ করে যাবো । আপনি তথ্য দিয়ে সহযোগিতা করুন ও বন্ধুদের সাথে শেয়ার করে মতামত দিতে বলুন ।
দেশে ১ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে সেখান থেকে মাত্র ৫০হাজার মানুষের মতামত পেলে আমি কথা দিচ্ছি অতীতের মত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত গণমাধ্যমের সামনে তুলে ধরবো, ইনশাল্লাহ
এজন্য সকলে সক্রিয় হয়ে আমাদের জনমত জরিপে সহযোগিতা করুন , সোশ্যাল মিডিয়ায় লিংকটি শেয়ার করুন ।
এই লিংকে যেয়ে আপনার মতামত দিয়ে আসুন ।
https://docs.google.com/forms/d/1oBzImDk-eoxJGMVYfQAbkZoldSpXHtJWubRsfIOdPsE/viewform
ধন্যবাদ
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
খুব অভাবের মধ্যে আছিরে ভাই……আনলিমিটেড নেট এর টাকা নাই, বাধ্য হয়ে অন্য ছোট প্যাকেজ ইউজ করি……… মুভি আর সফটওয়্যার কালেকশনের নেশা কি পুরুন করতে পারুম না! মাসে অন্তত ৬৪কিলোবাইট পার সেকেন্ডের ডাউনলোড স্পিড সহ ৫০জিবি চাই সেও যদি ৮০০ টাকার মধ্যে হত কতইনা সুখে থাকতাম!!!