দরিদ্রতা ডিঙ্গিয়ে আবার ফিরে এলাম প্রিয় পাঠক পানে। সত্যি দূরে থাকা যায় না। কিছু দিন খুব দূর হয়ে গেছিলাম আপনাদের থেকে, কিছু সমস্যা, কিছু ঝামেলা, আরও আরও..................!!! সত্যি বলতে কি আমার নেট ব্যান্ডউইথ পুরাই গেছিল, নতুন করে বিল পে বা টাকা রিচার্জ করতে পারিনি। একেত আমাদের টানাটানি সংসার তার উপর মা বাবার বেকার ছেলে বলে কথা!!! ভাবছিলাম
চড়া মুল্যের এই নেট ক্লিয়ারেন্স হয়ত আর কিনতে পারবোনা। কিন্তু সব প্রতিকুলতা ডিঙ্গিয়ে আবারো ফিরে এলাম প্রিয় "টেকটিউনস"
পরিবারে। হয়ত বা আপনাদের প্রতি অকৃত্তিম ভালবাসার টানে। আশা করে দূরে ঠেলে দিবেন না। চাইলেও পারবেন না, আমি আপনাদেরকে ছেড়ে যাবনা, কারন আমি দূরে থাকতে পারিনা...... "দূরে থাকা যায় না"
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
Welcome back bro..