লিপ মোশন কনট্রোলার – নিয়ন্ত্রণ করুন সবকিছু “নিজের হাতে”!

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

উন্নত বিশ্বের অধিকাংশ দেশে এখন মাউস একটি বোরিং এবং পুরাতন জিনিস! তারপর 2D মাউস পয়েন্টারই এখনো অধিকাংশ ইউজার ব্যবহার করে থাকেন কারণ এটিই একমাত্র ইউজার থেকে ইনপুট গুলো কম্পিউটারে নিয়ে আসে।

এইসব সমস্যার সমাধানের জন্য বহু আগেই টাচ ক্রিণ অথবা ট্যাকপ্যাড সিস্টেম এসেছে। তবে টাচক্রিণ সর্ম্পূণ ভাবে মাউসের বিকল্প হতে পারে না এবং পারবেও না। তবে টেকনোলজি বিজ্ঞানীদের কাছে “অসম্ভব” বলে কিছু নেই। তাই তারা এবার আমাদের জন্য নিয়ে এসেছেন “লিপ মোশন কনট্রোলার”।

মাত্র ৮০ মার্কিন ডলারের লিপ মোশন কনট্রোলার (Leap Motion Controller) পিসিতে ইনপুট সিস্টেমকে আরো উন্নত করার জন্য কির্বোড, মাউস এবং টাচক্রিণ এর সাথে পাল্লা দিতে এসে পরেছে!

লিপ মোশন কনট্রোলার একটি USB ফ্ল্যাশ ড্রাইভ মাত্র! দেখতে সচরাচর পেনড্রাইভের ৩ গুণ বড় (গ্রামীণ মোডেম এর মতোই)। এর ভেতরে রয়েছে দুটি ক্যামেরা এবং তিনটি ইনফারেড LED। এইসমস্ত জিনিস বা ডিভাইস আপনার হাত এবং হাতের আঙ্গুলগুলোর নড়াচড়া ধরতে পারবে ত্রিমাত্রিক দিক হতে। এটি এতই নিখুদ নড়াচড়া ডিটেক্ট করতে সক্ষম হয়, কারণ এটি মিলিমিটার আয়তনের নড়াচড়া ধরতে সক্ষম! তবে দুনিয়ার কোনো কিছুই কিন্তু ১০০% পারফেক্ট নয়!

লিপ মোশন বাজারে পাওয়া যাবে মোবাইলের বক্সের মতো। বক্সের ভিতর পাবেন ১টি লিপ মোশন কনট্রোলার, ২টি USB 3.0 ক্যাবল, একটি ৬ ফিট এবং অন্যটি ২ ফিট লম্বা।

USB ক্যাবলের সাহায্যে ডিভাইসটি পিসিতে সংযোগ করলে এবং ইনস্টল করার পর ত্রিমাত্রিক টিউটোরিয়াল শুরু হবে। যেখানে আপনি আপনার হাতের নড়াচড়া পর্দায় লক্ষ করতে পারবেন।

 

লিপ মোশনের সাহায্যে পিসিতে কাজ করতে হলে এর উপযোগী এপ্লিকেশন লাগবে। যা আপনি https://airspace.leapmotion.com/ এই ঠিকানায় পাবেন। লিপ মোশন এবং এর এপ্লিকেশনগুলো চালাতে হলে আপনার পিসিতে Microsoft.Net 4.0 এবং XNA Framework 4.0 লাগবে।

 

এপ্লিকেশন গুলো লিপ মোশন দিয়ে ব্যবহার করার আগে আপনাকে লিপ মোশন এর সেটিং করে নিতে হবে।

 

নিচে লিপ মোশন দিয়ে একটি গেম খেলা হচ্ছে:

 

প্রথম প্রথম একটু কঠিনই লাগবে! নতুন জিনিস তো! আর লিপ মোশন এর সঠিক ব্যবহারের জন্য এর উপযোগী করে বানানো এপ্লিকেশন লাগবে। যেহেতু এটি বাজারে নতুন তাই তেমন কোনো এপ্লিকেশন এই মূর্হুতে নেই। এয়ারস্পেসের নিজস্ব কিছু এপ্লিকেশন দিয়ে লিপ মোশনের “সঠিক” ব্যবহার করা যাচ্ছে।

 

লিপ মোশন কনট্রোলার একটি চমৎকার ডিভাইস। যা আপনাকের ১০০% একুরেসি দিতে সক্ষম যদি আপনি এর সঠিক ব্যবহার করতে পারেন। এটি খুবই সেন্সিটিভ ডিভাইস এবং হাতের আঙ্গুলের ছোটখাট নড়াচড়াও ধরতে পারে। তবে লিপ মোশন ব্যবহার করলে নিজেকে রোবট মনে হতে পারে আপনার! কারণ মানুষ স্থির হয়ে বসে থাকতে পারে না একটানা!

শেষ কথা এটাই যে, সস্তা দামের কারণে শুধুমাত্র গেমিং এর জন্য এই ডিভাইসটি জনপ্রিয় হতে উঠতে পারে তবে করপোরেট কাজের জন্য ডিভাইসটি হাস্যকর ফলাফল দেয়। যেমন কোনো একটি বাটন যদি প্রেস করতে হয়, তবে একদম সোজাসুজি প্রেস করতে হবে, আগেই বলেছি মানুষ কখনো রোবটের মতো স্থির থাকতে পারে না। এব্রো-থেব্রো হয়ে যায় এঙ্গেলগুলো. যার ফলে শুধুমাত্র একটি বাটন প্রেস করতে সময় লাগে ১ মিনিট! হাহাহাহাহা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাম মামা

Level 0

অসাধারন লেখা,
আপনার মেইল এড্রেসটা দেওয়া যাবে ভাই? @গেমওয়ালা

    ভাই মেইল তো ব্যবহারই করি না। বরং ফেসবুকে আসতে পারেন @ talented.fahad

Level 0

facebook id ta? @gemwala