সোনার বাংলা ব্লগে আজ প্রতিযোগিতার শেষ দিন।

সোনার বাংলা ব্লগ এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাংলা ব্লগ প্রতিযোগিতা।উক্ত প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকলকে জানানো হচ্ছে সোনার বাংলা ব্লগ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।এখনে আপনারা যে কেউ নিজের যে কোন ধরনের লেখা ব্লগের ক্যাটিগরী অনুযায়ী প্রকাশ করতে পারবেন।সবচেয়ে মানসম্মত ও আকর্ষনীয় তিনটি লেখায় থাকবে পুরষ্কার।

তিনটি ক্যাটিগরীতে পুরষ্কারটি বিতরন করা হবেঃ

1. প্রথমতম পুরষ্কারটি বিতরন করা হবে বিজ্ঞান-প্রযুক্তি ক্যাটিগরীতে।
2. দ্বিতীয়তম পুরষ্কারটি বিতরন করা হবে সমসময় ক্যাটিগরীতে।
3. তৃতীয়তম পুরষ্কারটি বিতরন করা হবে সাহিত্য ক্যাটিগরীতে।

পুরষ্কার বিবরনীঃ
1. প্রথম পুরষ্কার হিসেবে থাকছে 3GB HOSTING মূল্যমাণ ৪৫০০ টাকা
2. দ্বিতীয় পুরষ্কার হিসেবে থাকছে 2GB HOSTING মূল্যমাণ ৩৫০০ টাকা
3. তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে 1GB HOSTING মূল্যমাণ ২০০০ টাকা

সার্ভার কনফিগারঃ
1. Intel Core-i7 Processor
2. 7x times faster than any Intel XEON or, Core2Quad server
3. 20GB Ram (12GB Primary and 8GB Shared)

শর্ত সমূহঃ
1. পূর্বে প্রকাশিত কোন লেখা ব্লগে প্রকাশ করা যাবেনা।
2. লেখার মান, ক্যাটিগরী ও সর্বোচ্চ লেখার উপর নির্ভর করে পুরষ্কার ঘোষনা করা হবে।
3. কোনো লেখকের লেখা থেকে নকল করা হলে সেই লেখককে বতিল করা হবে।
4. প্রতিযোগিতার লেখা প্রকাশের শেষ তারিখ ২২ এপ্রিল ২০১০
5. পুরষ্কার ঘোষনা ২৩ এপ্রিল ২০১০
6. যে কোন ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

http://www.sonarbanglablog.com

Level 0

আমি শারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে জানলে লিখতাম