দেশের ইন্টারনেটের হালচাল এবং আপনি যদি একজন বিকাশ ব্যবহারকারী হন+ বিকাশের দৃষ্টি আকর্ষণ।

আমার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। পড়ালেখা ঢাকা কলেজে।

প্রয়োজনের তাগিদেই ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং প্রতিনিয়ত করে আসছি। কিন্তু আমাদের দেশে ইন্টারনেট সেবার যে করুন অবস্থা তাতে উচ্চমূল্যে ইন্টারনেট ক্রয় করলেও তা ব্যবহার করে কোনরুপ শান্তি নেই। আজ তেমনি কিছু কষ্টের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব।

বাংলালায়ন ওয়াইম্যাক্স:

তখন সবে মাত্র নেট ব্যবহার করা শিখেছি। টিভিতে বিশ্বমানের চিটিং মিশ্রিত বিঞ্জাপন দেখে তাদের মডেম কিনতে আগ্রহী হই এবং ১৪০০ টাকায় তাদের মডেম এবং সাথে একটি ৩০০ টাকার কার্ড কিনে নেই। বাসায় এসে মডেম ইন্সটল করার পর দেখি নেটওয়ার্ক নাই। ফোন দিলাম কাস্টমার কেয়ারে। বলল এন্টিভাইরাস আনইন্সটল করেন । করলাম কাজ হয় না আবার ফোন- জুম আলট্রার মডেম আনইন্সটল করেন করলাম। আবার ফোন- নতুন করে উইন্ডোজ সেটাপ দেন!! গেলাম গরম হয়ে । শালার বাচ্চারা পাইস কি? বাজারে এক্সটার্নাল কেবল পাওয়া যায় কেবলে মডেম লাগিয়ে তা জানালা দিয়ে ফেলে দিন.. ব্লা ব্লা ব্লা;;; পরে আবার ফোন দিলাম – বলে নতুন একটা কম্পিউটার কিনে নেন!!!! আব্বে হালা কয় কি?? পরে একজন ভদ্র মহিলা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা হলো এবং তিনি খুবই গুরুত্ব নিয়ে আমার সমস্যা শূনলেন এবং বললেন আপনি যদি পরবর্তীতে আমার সাথে কথা বলতে চান তাহলে আমার নাম বলবেন আপনাকে আমারকাছে রেফার করা হবে। এবং তিনি আমাকে বাংলাবিলাইএর ইমেইলে মেইল করতে বললেন। মেইল করতেই আছি মাগার কোন রেসপন্স নাই। পরে অনেক টাকা কাস্টমার কেয়ারে খোয়ানোর পর তাদের মেইন অফিসের ঠিকানা পাই এবং আমি ওই অফিসে বাংলালায়ন মহাপরিচালক বরাবর একটি চিঠি এবং মোডেমটি কুরিয়ার করে পাঠাই। তিন দিন পর কাস্টমার কেয়ারে জানতে চাই চিঠি এবং মোডেমটি পেয়েছে কিনা। তারা কোন তথ্য দিতে পারে নাই। পরে সরাসরি চলে গেলাম তাদের সিলভার টাওয়ার গুলশান অফিসে। গিয়ে রিসিপশনে খোজ নিয়ে জানতে পারি ওনাদের হেড কন্ট্রোলার কে তারা তাদের এই মোডেম রেফার করেছে। গেলাম ওনার খোজে কিন্তু উনি বাইরে গেছেন আসতে কিছুটা লেট হবে। বসে ছিলাম তার জন্য। এদিকে বাকি সবাই আমার কাহিনী জেনেছেন। তবুও কেউ কিছু বলল না। পরে ওই মাহান ব্যক্তি আসার পর তার রুমে গেলাম এবং জানতে চাইলাম মডেমটি পেয়েছেন কিনা? জবাবে বলল না এধরণের কোন মডেম আমার হাতে আসে নাই। তারপর আমি বললাম আমি রিসিপশান থেকে কনফার্ম হয়ে এসেছি। তারপর তিনি একজনকে ডেকে আনলেন এবং বললেন আপনাকে যে মডেমটি দিয়েছি সেটি নিয়ে আসেন! সাথে সাথে আমি ওই ব্যক্তিকে বললাম আমি প্রথমে এসেইতো আপনার কাছে বললাম তাইলে মিথ্যা বলে আমাকে এতক্ষণ বসিয়ে রাখলেন কেন?

পরবর্তীতে ওই লিডার আমার ভুল ধরতে লাগলেন। এক পরযায়ে তাকে বললাম বাংলালায়ন ইজ অলওয়েস রাইট? নাকি কাস্টমার ইজ অলওয়েজ রাইট?

কথাটি বলার পর মনেহয় বেচারা লজ্জা পেয়েছে। আমাকে বলল রিচার্জের ৩০০ টাকা আপনাকে সেকরিফাইজ করতে হবে। পরে মডেমের ১৪০০ টাকা নিয়ে তবেই বাড়ি ফিরলাম।। এই হলো আমার বাংলা বিলাইয়ের সাথে অভিঞ্জতা

বাংলালিংক:

প্রথমেই আসি বাংলালিংক প্রসঙ্গে। সত্যিকার অর্থেই বাংলালিকের ইন্টারনেট প্যাকেজগুলো অসাধারণ। ঢাকায় ফার্মগেট, গুলশান এই দুই এরিয়ায় আমি তাদের ইন্টারনেট ব্যবহার করেছি এবং তাদের স্পীড ২৫ থেকে ৩৫ কেবিপিএস। যা সত্যিকার অর্থেই সন্তোষজনক। ইউটিউব ,ফেসবুক মিডিয়াফায়ার সহ প্রয়োজনীয় অডিও ভিডিও শেয়ারিং এর কাজ খুব সহজেই সেরেছি বাংলালিংক ইন্টারনেটের সাহায্যে।

এরই ধারাবাহিকতায় গ্রামের বাড়িতে যাওয়ার পর আমি বাংলালিংক এর আনলিমিটেড প্যাকেজটি ক্রয় করি যা ভ্যাট সহ সাড়ে সাতশত টাকার মত খরচ পড়ে। বিপত্তি ঘটল প্যাকেজ ক্রয় করার পর। স্পীড পাচ্ছি ৫ থেকে ৭ কেবিপিএস। যা কিনা একটি পেজ লোড হতেই ৪/৫ মিনিট সময় নিচ্ছিল। কিরে বাবা এর আগেওতো আমি বাংলালিংকের ইন্টারনেট ব্যবহার করেছি এত কম স্পীড তো কখনো পাইনি। কাস্টমার কেয়ারে ফোন দিলাম । একবার দু বার না প্রায় বিশ বার। শেষ মেষ সমাধান “আপনার এলাকায় সর্ব্বোচ্চ স্পীড ১২ আর সর্বনিম্ন স্পীড ১ কেবিপিএস!!! ওই হিসেবে আপনার স্পীড ঠিকই আছে”

িআমি তাকে জিঞ্জেস করলাম ফ্রিতে দিলেও কি আপনি এই স্পীডের নেট ব্যবহার করবেন?

প্রতুত্তরে সেই মহান মানবের জবাব হলো – “ আপনাদেরকেই খোজ খবর নিয়ে প্যাকেজ কেনা উচিত”

এ কথা শোনার পর একটি প্রশ্ন করেছিলাম কাস্টমার মহান ম্যানেজারকে। “বিঞ্জাপন দেয়ার সময় তো বলেন না একেক জায়গায় একেক রেট একেক জায়গায় একেক স্পীড”

প্রশ্নটার জবাব না দিয়ে সেই মহান শিশুটি লাইন কেটে দিয়েছিল।

গ্রামীণফোন হ্যাকজ:

এর পর ৭৫০ টাকা জলে ফেলার দুঃখে গ্রামীণফোন হ্যাক করতে শুরু করলাম। সাথে সাথে টেকটিউন্স ব্লগে এ নিয়ে টিউনও করে দিলাম। মাত্র ৪ ঘন্টায় টিউনটিতে ২০০+  কমেন্টস হয়েছিল কিন্তু জনাব সোর্ডফিস টিউনটি ডিলিট করে দিয়েছেন যা ছিল টিটিতে আমার প্রথম টিউন। টিউনটি করার ফলে আমার একটেল মোবাইলে গ্রামীণফোন ইন্টারনেট লিখা কোড থেকে বার বার বিভিন্ন থ্রেট আসছিল। যাই হোক তিন মাস ফ্রিতে চালানোর পর কেমনজানি অপরাধবোধ কাজ করল তাই ফ্রি ব্যবহার বাদ দিয়ে ব্রডব্যন্ড ব্যবহার করা শুরু করলাম।

এয়ারটেল:

গত দুই মাস আগে ব্রডব্যান্ড থেকে বিছিন্ন হয়ে পড়েছি। তাই এয়ারটেলের দিকে মুখ তুললাম। ৭৫০ টাকায় ৫ জিবি কিনে মহা মুসিবতে পড়লাম। স্পীড ৫/৭ কেবিপিএস। যথারীতি মহান কাস্টমার ম্যানেজার- আপনার পিসি রিস্টার্ট দেন। পরের জন- দুপুর তো তাই এমন হচ্ছে একটু পরেই ঠিক হয়ে যাবে। পরের জন- স্যার আপনি কি জানেন বর্তমানে সাবমেরিন ক্যাবলের কাজ চলছে? কাজ শেষেই সমস্যাটির সমাধান হয়ে যাবে। মাগার সমস্যার আর সমাধান হইল না। নিচে তাদের স্পীডের স্ক্রীন শর্ট দিলাম।

রবি:

এখন রবি ব্যবহার করছি । ৭৫০ টাকায় ৫ জিবি।  মুখে কিছু বলবনা হাতে কিছু লিখবনা। স্ক্রীন শর্ট দেখুন। তবে রাতের বেলা স্পীড কিছুটা বেশি পাই।

বিকাশে রিচার্জ করতে গিয়ে ১৭ টাকা হারালাম

সম্প্রতি বিকাশের মাধ্যমে রবি মোবাইলে রিচার্জ করার অপশন যোগ করা হয়েছে। একি সাথে রবির বন্ধ সিমে ১৭ টাকা রিচার্জে বিভিন্ন বোনাস ঘোষণা করা হয়েছে। যতবার রিচার্জ ততবার বোনাস। তো বিকাশ থেকেই রিচার্জ শুরু করলাম। ১৭ টাকা রিচার্জ করলাম বিকাশের মাধ্যমে ১৭ টাকাই কাটল একাউন্ট থেকে। এদিকে রবিতে এসএমএস আসল আমি ৩৪ মিনিট টকটাইম ৩৪ এমবি নেট ফ্রি পেয়েছি। খুশিই হলাম। ভাবলাম আবার ১৭ টাকা ঢুকাই তাহলে ৬৮ এমবি হবে আর পিসিতে নেট চালানো যাবে। সাথে সাথে আবার ১৭ টাকা রিচার্জের জন্য রিকোয়েস্ট করলাম। মেসেজ আসল একবার রিচার্জ করার ৫ মিনিটের মধ্যে পুনরায় রিচার্জ করা সম্ভব নয়। এদিকে আমার একাউন্ট থেকে ঠিকই টাকা কেটে নিয়েছে। বিকাশ থেকে মেসেজ আসল আমার রিচার্জ রিকোয়েস্ট প্যান্ডিং রয়েছে পরবর্তীতে স্টাটাসের উপর ভিত্তি করে টাকা ফেরৎ দেয়া হবে। কিন্তু আজ অবধি আমার টাকা আসেনি। যাই   হোক প্রাথমিক অবস্থাতেই যাতে বিকাশ কর্তৃপক্ষ বিষয়টি সুরাহা করেন সেজন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং তদন্তের সার্থে ট্রানজেকশান আইডি দিলাম ৩১৭৮৭১২২৯ তারিখ ০১/০৮/২০১৩ সময় ১৭:৩৮) আমার ইমেইল – [email protected]

প্রাসঙ্গিক

দোষ তো তাদের না দোষ সবার। কারণ সার্ফএক্নেল কখনো কঠিন ময়লা কাপড় পরিষ্কার করতে পারেনা। হরলিক্স খেলে কেউ টলার স্ট্রংগার শার্পার হয় না। ম্যগি নুডলস কখনো দুই মিনিটে রান্না করা সম্ভব না। ফেয়ার েএন্ড লাভলি মেখে কেউ সুন্দরী হয় না। লাক্স লাগালে রেশমী কোমল তক হয় না। ফ্রুটিকা খেলে কেউ সত্য কথা বলে না। বিঞ্জাপন মানেই মানুষের দুর্বল জায়গায় আঘাত করা আর পকেট থেকে টাকা বের করে আনা। সবাই আমাদের সাথে চিট করছে তবে গ্রামীণফোন কোন৫ জিবিকে আনলিমিটিড বলে ৯০০ টাকায় বিক্রি করতে পারবে না? অন্যরা কেন উচ্চ মূল্যে নিম্নমানের ইন্টারনেট সেবা দিবে না?

পরিশেষে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই সুন্দর ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য। :mrgreen:

সাহায্য প্রয়োজন:

সম্প্রতি মার্কস আইটির বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের কাজ করছি। এবার ফ্রি টিউটোরিয়ালের জন্য বিষয় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। তাই

ওয়ার্ড প্রেসের থিম ডেভেলপমেন্ট এর কাজ শিখছি। খুব শীঘ্রই আপনাদেরকেও শেখাব ইনশাআল্লাহ। কিন্তু অভিজ্ঞদের কাছে আমার শেখার বিষয়টি হলো। আমার থাম্বনেইল গুলো নিচের চিত্রের মত করে শো করছে আমি কিভাবে এটিকে কনটেন্ট এর সমান্তরালে নিয়ে আসতে পারি? জানলে সাহায্য করবেন।

ধন্যবাদ সবাইকে।

:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের  ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::

::এডসেন্স সম্পর্কিত ‍ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::

সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই বাংলালিংক এর কথা বলছেন ? আমিও আনলিমিটেড ব্যাবহার করতাম । মাস তিনেক ভালোই স্পীড মানে ২০-২৫KB পেতাম । কিন্ত এর পর থেকে ৩KB ৭KB ১০KB এভাবে পেতাম । আর ১৮-২০KB তো খুবি কম পেতাম । রেগেমেগে customar care এ কল দিলাম । বললাম আপনাদের থেকেতো জিপি , রবির স্পীড ভাল । ওরা বললো তারা অন্য গুলা জানেনা । ওরা আমাকে kbps আর KBps কি জিনিস তা বুঝাতে চাইলো । বলেন এদের কি করতে ইচ্ছে করে ? আমারতো মনে হয় তারাই এটা ভাল ভাবে বুঝেনা । যেখানে আগে ১৬০-২২৫kbps পেতাম, আর ওরা বলে কিনা আমার এলাকায় ১২৮kbps এর লাইন । আমি নাকি এর চেয়ে ভাল স্পীড পাচ্ছি । ১২৮kbps এর কম পেলে নাকি ওরা দেখবে । এই বলে এমন একটা ভাব নিল যেন বাংলালিংক নেট ব্যাবহার করাতে আমার অন্যায় হয়েছে । তার পর মহা বেস্ততা দেখিয়ে লাইনটা কেটে দিল । এর পরথেকে বাংলালিংক ব্যাবহার করাও বাদ দিলাম ।

    @Tanvir Mustafa Joy: তানভির ভাই , আমি কিন্তু বাংলালিংকের প্যাকেজ গুলো সুন্দর বলেছি স্পীড না 😳 আসলে কাস্টমার কেয়ার প্রতিনিধিরা কি আর করবে ? বেচারারা তো চাকরি করে স্রেফ পেটের দায়ে। নাহলে কে এত ভেজাল করে বলেন? ধন্যবাদ আপনাকে

ও আরেকটা কথা customer care এ কল এর পর থেকে ১০kb এর বেশি কোন দিন পায়নি । ৬-৭KB ছিল এভারেজ স্পীড ।

Level 0

ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ফাইজলামি !!! এইসব দেখার যেন কেউ নেই ……..আজব এই দেশ !!!!!!!!!

    @river_tec: শহর শহর ঢাকা শহর আজব শহর ঢাকা “ কে লিখেছে মনে নাই তবে এ যুগের হলে কবিতার লাইন হতো “দেশ দেশ বাংলাদেশ আজব দেশ বাংলাদেশ। 👿 ধন্যবাদ আপনাকে

কিছু দিন আগে নেট বিল কমানোর জন্য কিছু মহল আন্দোলন করছিলো । মিটিং, মানব বন্ধনও করলো । এখন আবার সব চুপ । এরাও কি নেট কোম্পানি গুলো থেকে টাকা খেলো নাকি ?

ভাই এরা মানুষ না সরীস্রিপ । আমরা নিবাক বাশ গ্রাহক আর ওরা বাশ ঝাড় এর মালিক । আমার টাকা খাকলে আমি দেখিয়ে দিতাম । মানুষকে ভাল সেবা দিয়ে টাকা আয় করা যায় । আমার অনেক টাকা মেরে খেয়েছে বাংলালিংক কুওারা । আর আমরা সবাই ইন্টারনেট এর নিযাতনে নিযাতিত । আশুন এটা নিয়ে কিছু করি । সেটা সুরু করতে হবে কলেজ ইউনিভাসিটি থেকে । এবং ঢাকা থেকে ।

Level 2

টিউনটির জন্য অসংখ ধন্যবাদ। আপনার টিউন থেকে অনেক কিছু জানলাম শিখলাম। আপনি তো দেখি অনেক কস্ট করেছেন, অনেক টাকা নস্ট করেছেন। তবে আমি আমার কথা বলি অনেক আগে থেকেই রবি উদয় প্যকেজ ব্যবহার করছি। মডেম হিসেবে Nokia 2690 ব্যবহার করছি, স্পিড মোটামুটি ভালোই তবে বিল বকেয়া পড়লে অথাৎ ৮০০ টাকার উপরে গেলে কিছুটা স্পিড নিয়ে সম্যসা হয়, সেটা ব্রাউজিং এর ক্ষেত্রে, তখন ডাউনলোডে কোন প্রবলেম হয় না। তবে স্পিড যে এলাকা ভিত্তিক কম বেশি হয় সেটা এই টিউনের মাধ্যমে জানলাম। আমি রবি উদয় প্যকেজ নিয়ে ভালোই আছি। ল্যপটপ থেকে নেট ইউজ করি, বিদুৎ বার আসা জাওয়ার কারনেও কোন সম্যসা নেই, রবির টাওয়ার আমার বাসার সামনেই। আবার যখন স্পিড নিয়ে সম্যসায় পরি মোবাইল রিস্টার্ট দিলেই আবার ফুল স্পিড পাই। প্রয় ৮ -৯ মাস আগে রবির উদয় প্যকেজ কিনি ৩০০ টাকায় সাথে ৫০০ টাকা ডিপোজিট করি, প্রথম ৬ মাস ৪৮৮ টাকায় আনলিমিটেড নেট চালাই। অথাৎ রবি পোস্টপেইড উদয় প্যকেজে প্রথম ৬ মাস আনলিমিটেড ৪৮৮ টাকা এর পর থেকে ৭৫০ তাই ৬ মাস পর চিন্তা করলাম আরএকটা নতুন সিম কিনে ৪৮৮ টাকায় আবার ৬ মাস আনলি ..চালাব কিন্তু রবি নাকি সিম স্টক করেছে। অথাৎ বিভাগিও কাস্টমার কেয়ার ছাড়া কোন থানা পর্যায়ের কোন কাস্টমার ম্যনেজার বা দোকান থেকে সিম ক্রয় করা যাবে না। কিছুদিন আগে এক দোকানদারকে জিগ্ঞাস করলাম সিম কবে থেকে পাব বললো সিম দেওয়া যাবে তবে দাম দিতে হবে ৫০০ টাকা। অথৎ ২০০ বেশি সে ক্রাইম করে ২০০ টাকা বেশি নেবে। তাই অপেক্ষায় আছি আবার কবে সিম বিক্রি শুরু হবে। তবে বর্তমানে রবির আনলি… অর্থাৎ রাত ১২-সকাল ৮ টা ( নাইট টাইম আনলিমিটেড ) প্যকেজ ব্যবহার করছি, এই প্যকেজে মাসিক বিল ৩১৩ টাকা ভ্যট সহ। সাথে “কাস্টমার কেয়ার সাপোর্ট” ফ্রি। তাই রবিই একমাত্র ভরসা।

    @mahmudkoli: সহমত। কারন আমিও রবির উদয়(postpaid) সিম ব্যবহার করি। কিন্তু একটি সিম ৬ মাস। কিন্তু কেন? কারন রবির উদয় সিম কিনলে প্রথম ৬ মাস ১/২ মানে অর্ধেক রেটে আপনাকে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দেবে। তাই আমি ৬মাস পর পর নতুন সিম কিনি। এখন কথা হচ্ছে বলে আনলিমিটেড কিন্তু সত্যি আনলিমিটেড কি না? সত্যি বলছি আমি কোনো মাসে তো ৩০-৩৫ গিগা ডাউনলোড করে ফেলি। কিভাবে? আমি প্রায় সব সময় ২৪-২৮ কেবি স্পীড পাই।গত মাসে আমি ১৯.৬০ গিগা ডাউনলোড করেছি। একটি ৭০০ এমবি সিনেমা ৭.৫-৮ ঘণ্টায় ডাউনলোড হয়ে যায়। কি? মনে হচ্ছে পাগল হয়ে গেলাম নাকি? জানি এমনি ভাবা স্বাভাবিক।

      Level 2

      @Sonjoy Saha: বর্তমানে রবি সিম স্টক করেছে, বিভাগিয় কাস্টমার কেয়ার ছাড়া সিম বিক্রি হচ্ছে না। তবে ৩০০ টাকার সিম ৫০০ টাকায় ব্লাকে বিক্রি করছে কেউ কেউ। তাই নতুন সিম কিনতে পারছি না। বলুনতো কী বিপদে পড়েছি।

ভাই রবি ভাল । আমি ও ব্যবহার করছি ।

আপনার থাম্বনেইল ইমেজটি তে ওয়ার্ডপ্রেস এর Alignleft করুন । ডিফল্ট ভাবে Alignnone থাকে।

অথবা, CSS করে ঠিক করতে পারেন । সেক্ষেত্রেও থাম্বনেইল ইমেজ এর ক্লাস কল করে float: left; display block; আর Width ডিফাইন করে দিন !

ধৈর্যের জন্য যদি কোনো দেশ এওয়ার্ড পায় তাহলে আমার মনে হয় সেটা হবে বাংলাদেশ। আপনার অবস্থা দির্ঘদিন ধরে আমি নিজেই ফেস করে আসছি। কোনো অপারেটর ই বাদ রাখি নি। কিন্তু ফলাফল শুন্য 🙁 🙁
শেষ মেষ সিটিসেলে এসে ঠেকেছি, অন্যদের তুলনায় ভালোই, হয়তো আমার এলাকাতেই ভালো। যাক ৫০০ টাকায় আনলিমিটেড রাত ১ টা থেকে সকাল ৯ টা। প্রথমে ভেবেছিলাম এটা আবার জিপির আনলিমিটেডের মত নয় তো?
কিন্তু না, সিটিসেল আমাকে হতাস করে নি এখন পর্যন্ত…রাতে মুভি ডাউনলোড দেই আর ঘুমাই…।

আপনার অভিজ্ঞতা খুবই করুন।।

Level 2

ami ollo use kori …..pakajer price motamoti…..no unlimited pakaje….no fair usage policy…1mbps….valoi kharap na…

Level 2

ashen amra sobai wimax modem gulo hack er upay ber kori abong use kori….asha kori price kome jabe….

ভাইসাব 3G আসলে সব ঠিক হইয়া যাইবো। ধর্য্য ধরেণ, ধর্য্য একটি মহৎ গুন।

    @টপ_টেক: ভাই 3G আসতে আসতে আমরা ত সবাই বলতে গেলে মরে ভূত হয়ে যাব।আমার যা নেটের স্পীড তা যেন কারও না হয়।গড়স্পীড ২-৫ কেবি ব্রাউজিইং আর ডাউনলোড স্পীড ৩-৪ এবার বুজেন অবস্তা।

    @টপ_টেক: ভাই 3G আসতে আসতে আমরা ত সবাই বলতে গেলে মরে ভূত হয়ে যাব।আমার যা নেটের স্পীড তা যেন কারও না হয়।গড়স্পীড ২-৫ কেবি ব্রাউজিইং আর ডাউনলোড স্পীড ৩-৪ এবার বুজেন অবস্তা।আমি রবি সিম use করি।

ভাই আপনেরা চিন্তা কইরেন না ২০২১ সালে মোগ সরকার ২০ টাকায় ১জিবি আর ৩০ টাকায় আনলিমিটেড নেট দিব ।

Level 0

vai,tension er kiccu nai…3g er application joma hoye gece.26 august nilam hobe. asha kra jacce september er 8 tarikh 3g er lisence peye jabe mobile phone company….apadoto teletalk 3g use krte paren.speed valo paben…

teletalk 3G oi best ami 650tk dia unlimited . speed o valo 60+KBps. goto mashe ami 83GB use korchi.

Level 0

I am very happy with ollo Wimax. Thier speed always higher than they declare on ad except some rare times.

And in midnight i find strom on the net I pay for 512 kbps and find 1Mbps After 3 am to 9 am.

WoooooW.

But 1 problem. Ollo network is not available in all Dhaka city. Only in some areas.
So becareful to buy their modem. Their service is best and cheap but not available in every where in Dhaka city. So…..

Level 0

Many many thanks for sharing the wordpress tutorials.

তেমন কোন কমেন্ট করব না। কারন আমি এসব নিয়া হতাশ। কাউকে কিছু বলার নাই। বললেও কোন সমাধান নাই। দির্ঘ্য দিন ধরে এভাবেই নেট চালাইতেছি। শেষে এখন সিদ্ধান্ত নিয়েছি বিটিসিএল নেব। এখানে অন্যান্য ব্রডব্যানগুলোরও বেহাল দশা, বিভিম্ম প্যাকেজ করে রেখেছে। ব্রডব্যান্ড কিন্তু আনলিমিটেড কোন প্যাকেজ নাই। আর সকল প্যাকেজের রেট ও অনেক বেশি। স্পীড লিমিটেড।

ইমেজ এবং কন্টেন্ট আলাদা আলাদা ডিভ এর ভিতর নিন। তারপর ইমেজের ডিভটাকে ফ্লট লেফট করুন।

Level 0

আরিফ আহমাদ vai teletalk 2G ar unlimited pakage kemon, speed koto, janale khub valo hoto please……………………………………

Level 0

আমি একটা কথা সবাই কে বলার চেস্টা করি মোবাইল কম্পানি গুলো আমাদের কে শাসন করছে। as like as ইস্ট ইন্ডিয়া কম্পানির মত। আপনারা সবাই রেট নিয়ে আন্দোলন করছেন। এখন আপনার ই বলবেন “আমার রেট কমানোর দরকার নেই স্পীড দরকার” বুজলেন তো বেপারটা ?

এত চিন্তা করেন কেন ভাই। আমার এখন ইন্টারনেটে স্বয়ং সমপূর্ন হয়ে গেছি। তাই তো এখন ব্যান্ডউইথ দাদা বাবুদের দেশে রাপ্তানি করে আরও সহজ ও সূলভ মূল্যের ও দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদান করব, অপেক্ষায় থাকেন।

Level 0

ভাই আমি ও কিছুদিন বাংলা বেলাই Use করে বাদ দিতে হইসে । এখন কোলকাতাই আছি 1mbps unlimited net Use করছি 1000rp 0r 1350 bdt তে, এখানে 1 mbps বললেও 10 mbps পর্যন্ত spreed passi , আর spreed কখনো ১mbps এর নিচে নামে না। গরমের ছুটিতে দেশে ফিরে খুব বিরক্ত লাগছিল নেট use করতে , কবে যে BD এর নেট ভালো হবে ??????????????????