গত শুক্রবার অনেক রাত পর্যন্ত আমার এক আর্কিটেক্ট ভাইয়ের সাথে কথা বলছিলাম। সেও আমাদের একজন টেকটিউনার। সে অনেক নাম করা ইন্টেরিওর এবং এক্সটেরিওর ডিজাইন করেছে। এ ব্যাপারে তার অনুভূতি জানতে চাইলে সে একটাই কথা বলেছে আমাকে -
আমার স্বপ্ন নিয়ে আরেকজন সারা জীবন বেঁচে থাকবে, এর চাইতে বড় পাওয়া আমার আর কিছুই নাই।
ভাইয়ের কথা আনলম এই কারণে যে, আমার এই টিউনটি শিশির ভাইকে উৎসর্গ করলাম। আর তাকে উৎসর্গ করার কারণ হচ্ছে আমার টিউনের পুরো বিষয়টি তার স্বপ্নের সাথে মিলে যায়। এছাড়া আমার টিউনার বন্ধুরাও নিঃসন্দেহে টিউনটি পছন্দ করবে বলে আমার ধারনা।
দুনিয়া কাঁপানো গুগল, ফেসবুক এবং আরো টেক জায়ান্টদের নিয়ে কথা বলাটা আমাদের টিউনারদের কাছে ডাল - ভাত হয়ে গেছে। আজ আর তাদের কোন কর্মকান্ড নিয়ে কথা বলব না। রুচিতে পনিবর্তন আনার জন্যে আজ আপনাদের সামনে তুলে ধরব সেই সমস্ত টেক জায়ান্টদের অফিস ইন্টেরিওর গুলো -
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
কি জিনিস দেখলাম রে ভাই !!
ইসসস একবার নিজে সশরিরে দেখবার মঞ্চায়।
😀 :D: 😀