বাংলা নববর্ষ কি ১৪ই এপ্রিল থেকে নাকি ১লা বৈশাখ থেকে !!!
বাংলিশ ভাষা ব্যবহার করতে করতে আমাদের অবস্থা এখন এমন পর্যায় পৌছে গেছে যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রেও আমরা বাংলিশ পদ্ধতি ব্যবহার করে যাচ্ছি।
বিভিন্ন বাংলা ওয়েব সাইট থেকে শুরু করে এমনকি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতেও দেখা যাচ্ছে এরকম পদ্ধতি অবলম্বন করতে। তারা কি না জেনেই এ ধরনের ভুল করছে? নাকি জেনে শুনে এ পদ্ধতিকে নতুন ভাবে প্রচলন করছে আমি জানিনা, তবে এটুকু বলতে পারি যে আমাদের অনেক বাঙ্গালীদেরই বাংলা নববর্ষ সম্বন্ধে প্রকৃত ধারনা নেই।
আমরা জানি যে "বাংলা ১লা বৈশাখ ১৪১৭" শুরু হবে "ইংরেজী ১৪ই এপ্রিল ২০১০" থেকে।
--এখানে আমার প্রশ্ন হচ্ছে যে,-- আমরা “১লা বৈশাখ ১৪১৭” এর শুভেচ্ছা জানানো শুরু করবো কখন থেকে অর্থাৎ "৩০শে চৈত্র ১৪১৬" শেষ কখন আর "১লা বৈশাখ ১৪১৭" শুরু কখন?
"১লা বৈশাখ ১৪১৭" শুরুর আগ পর্যন্ত আমাদের বলার কথা "বিদায় ১৪১৬" আর "১লা বৈশাখ ১৪১৭" শুরুর পর থেকে বলার কথা "শুভ নববর্ষ ১৪১৭"।
"বাংলা ১লা বৈশাখ ১৪১৭", "ইংরেজী ১৪ই এপ্রিল ২০১০" থেকে শুরু তাই আমরা সবাই এমনকি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যনেলগুলোতেও "ইংরেজী ১৪ই এপ্রিল রাত ১২টা ০১মিনিট থেকেই "শুভ নববর্ষ ১৪১৭" বলা শুরু করে দিয়েছি। সমস্যাটা হচ্ছে তারিখ পরিবর্তনের সময় নিয়ে।
আমরা বেশিরভাগ বাঙ্গালীই জানিনা যে বাংলা তারিখ পরিবর্তন হয় কখন থেকে।
ইংরেজী তারিখ পরিবর্তন হয় রাত ১২.০০.০১ থেকে,
আরবী তারিখ পরিবর্তন হয় আকাশে চাদ ওঠার পর থেকে (মাগরীবের ওয়াক্ত থেকে)
আর বাংলা তারিখ পরিবর্তন হয় সূর্য ওঠার পর থেকে।
যাই হোক এসময় সারা দেশের খবর জানিনা তবে আমার এলাকায় কাল-বৈশাখী ঝড়ও মনে হয় বাংলিশ পদ্ধতিতে নেমে এসেছে।
আমি সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thik kotha…………………………..