টেকটিউনস পরিবার এর পক্ষে থেকে সকল টিউনার এবং ভিসিটরদের কে জানাচ্ছি নববর্ষের প্রানঢালা শুভেচ্ছা

বাংলা নববর্ষ

আজ পহেলা বৈশাখ ১৪১৭।

বাংলা নতুন সাল এর প্রথম দিন। সবাই নিশ্চয়ই আজ খুব মজা করে ইলিশ আর পান্তা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন?

টেকটিউনস পরিবার এর পক্ষে থেকে সকল টিউনার এবং ভিসিটরদের কে জানাচ্ছি নববর্ষের প্রানঢালা শুভেচ্ছা

এই দিনটি আমরা সবাই জানি। কিন্তু সারা বছর কয়টি দিন আমরা বাংলা তারিখ মনে রাখছি?

নতুন বছরে আমরা বাংলা প্রতিটি দিন ও তারিখ মনে রাখার প্রত্যয় ব্যক্ত করছি! আমার বিশ্বাস ইংরেজির

পাশাপাশি আমরা বাংলা তারিখও ঠিকমত মনে রাখতে পারব এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করতে পারব।

আসুন এটাই হোক আমাদের নতুন বছরের ব্রত।

টেকটিউনস এর জন্য ১৪১৬ সাল টি ছিলো শুধুই এগিয়ে যাওয়ার একটি বছর।

নতুন টিউনার এবং ভিজিটরদের সতস্ফুর্ত টিউনিং আর পুরানো টিউনার দের আন্তরিক ভালোবাসায়, এই একটি বছরে টেকটিউনস কে করে তুলেছে টেকনোলজি ভিত্তিক বাংলা ব্লগিং এর সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্লাটফর্ম।

আশা করছি ১৪১৭ তেও আপনারা সবাই টেকটিউনসের সাথেই থাকবেন।

প্রানে বাজুক বৈশাখী মাদল।

নতুন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি আর অনাবিল শান্তি।

শুভ ব্লগিং।

Level 0

আমি সাম্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভ নববর্ষ।
অনেকদিন পর আপনার চেহারা মুবারক দেখলাম টেকটিউনসে।
এতদিন কোথায় ছিলেন?

    ভাই রে লোডশেডিং এ বেশির ভাগ পোষ্ট মোবাইল দিয়া পরতে হয়।
    তাই ইংরেজিতে কমেন্ট করা হ্য় না।

Level 0

আপনাকেও জানাচ্ছি নববর্ষের প্রানঢালা শুভেচ্ছা ।
নতুন বছরে আপনার জীবন হোক আরো আনন্দময় ও উচ্ছল ।
Stay With Techtunes……

    যাক , কেউ তো আমা্রে নিয়া দোয়া দিলো। 😀
    আপনারে অনেক ধন্যবাদ।

সবাইকে টিনটিনের পক্ষ থেকে নব বর্ষের শুভেচ্ছা …….

নতুন বছর সবার ভাল কাটুক এবং জীবনে আসুক নতুনত্ব। এই কামনায় সবাইকে জানাই শুভ নববর্ষ।

•*¨*•.¸¸♥ শুভ নববর্ষ ♥¸¸.•*¨*•

    •*¨*•.¸¸♥ শুভ নববর্ষ ♥¸¸.•*¨*•

শুভ নববর্ষ

শুভ নববর্ষ…………।।

শুভ নববর্ষ ১৪১৭ এবং শুভ টিউনিং।

    শুভ নববর্ষ জানাই আপনাকেও। 😀

(⋋▂⋌) Sнυνo Høќ Nøτυи Bαиģℓα Bø¢нøя………………..
HαPρÿ Bαиģℓα иεω Yεαя <((((((((((((((( ১৪১৭ (◕‿◕)⊰