ছবি সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট।
সোমবার জার্মান এর বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ (BMW) ইলেক্ট্রিক গাড়ি উৎপাদন শুরু করেছে, সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট ।
এটি ১৭০ হর্স পাওয়ার ইলেক্ট্রিক মোটর ও হাই ভোল্টেজ ব্যাটারি দ্বারা চলবে। একবার চার্জ দিলে ৮০-১০০ মাইল একটানা চলবে এটি। চার সিটের এই গাড়ীটি যেকোনো পাওয়ার সকেট, পাবলিক charging station থেকে অথবা BMW এর বিশেষ ওয়াল চার্জার এর মাধ্যমে চার্জ দেওয়া যাবে।
ছবি সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট।
এর মাঝে ২ সিলিন্ডার বিশিষ্ট ৩৪ হর্স পাওয়ার এর গ্যাস ইঞ্জিন আছে যা ১৮৬ মাইল পর্যন্ত চলতে পারবে। এই গাড়ীর সর্বাধিক স্পীড ৯৩ মাইল বা ১৫০ কিলোমিটার। এর মূল্য ২৬৩৪ পাউন্ড। জার্মান এর ৩৪৯৫০ ইউরো। এটি আমেরিকা, চীন এবং জাপান এ ২০১৪ এর মাঝামাঝিতে পাওয়া যাবে। ডলারে এর মূল্যমান ধরা হতে পারে ৪১৩৫০ থেকে ৪৫২০০।
ছবি সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট।
ছবি ও তথ্য সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট।
আমি LectureSheet.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nissan leaf অপেক্ষা বেশ ভালো