BRAC Bank এর সিস্টেম একজন ফ্রিল্যান্সারকে কিভাবে পথে বসিয়ে ছিল ও BRAC Bank এর bKash এর প্রতারনা নিয়ে আগে এখানে আলোচনা ও প্রতিবাদ ও কিছুটা সমাধান হয়েছিল BRAC Bank Limited ও bKash Limited নতুন করে প্রতারনা শুরু করেছে জনগণ ও ফ্রিল্যান্সারদের সাথে তা আজ বিস্তারিত তুলে ধরতেছি ।
বিকাশের সেন্ড মানি চার্জ প্রথমে ২ টাকা করে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি গ্রাহক বানিয়ে
এখন গোপনে সেন্ড মানি চার্জ ৫ টাকা কাটতেছে বিগত ১ সপ্তাহ থেকে ,
তার মানে আমরা যদি কাউকে ১০ টাকাও পাঠাই সেজন্য ৫ টাকা চার্জ দিতে হবে , আর আপনি যখন তাদের প্রতারক এজেন্টদের কাছে ক্যাশইন করতে যাবেন তখনো আপনাকে বাড়তি চার্জ গুনতে হবে , আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এজন্য গ্রাহকদের কোন পূর্ব নোটিশ না দিয়ে চার্জ বাড়িয়ে দিয়েছে ।
তার মানে বাংলাদেশ কে তারা মুগের মুল্লুক মনে করে ব্যবসা করতে চাইছে ! আশা করি অনলাইন কমিউনিটি আপনাদের এই অসৎ উদ্দেশ্য সফল হতে দিবেনা ।
এতো গেল সারা বাংলাদেশের মানুষের সাথে বিকাশের প্রতারনার চিত্র
BRAC Bank Limited এর সার্ভিস না থাকলেও আজাইরা সার্ভিস চার্জ আছে !
যখন অ্যাকাউন্ট করেছি ৬৯০ টাকা কেটে নেয়া হয়েছে ২০১৩ জানুয়ারিতে আবার চার্জ করা হয়েছে ৩৪৫ টাকা, ২০১৩ জুলাইয়ে পুনরায় ৬৯০ টাকা কেটে নেয়া হয়েছে পাশাপাশি sms চার্জ ৩৫০ টাকা !
বাংলাদেশের কতজন সাধারন মানুষ এই ব্যাংকে অ্যাকাউন্ট চালানোর যোগ্যতা রাখে ?
Mahbub Piyal ভাইয়ের সাথে দুর্নীতির চিত্র একটু দেখেন
Mahbub Piyal ভাই ফেসবুক স্ট্যাটাসে লিখেন
আপনারা যারা ঘুম নিদ্রা বাদ দিয়ে , রাতের পর রাত জেগে থেকে অনেক কষ্টে কিছু টাঁকা পয়সা আয় করছেন তাদের জন্য বলছি , আপনাদের টাকার প্রতি শুঁকুনের চোখ লাগে কয়দিন পর পর , নিচের লিঙ্ক টা দেখেন মনোযোগ দিয়ে পুরো টা পড়েন , ব্রাক ব্যাংক গত ৩ বসরে ৭০০ ডলারের ও বেশি এক্সট্রা চার্জ করেছে আমার কাছ থেকে । যারা ব্রাক ব্যাংক ব্যাবহার করেন তারা এর তীব্র প্রতিবাদ করেন । আমাদের এই টাঁকা ফেরত না দিলে আমরা এই ব্যাংক আর ব্যাবহার করবোনা। যেহেতু অন্য ব্যাংক এই এক্সট্রা চার্জ কাটে না। http://www.facebook.com/BRACBANK/posts/10151767172999850
পরে ব্র্যাক ব্যাংক পেজে পোস্টটাতে ভয়ানক এক চিত্র মাহবুব ভাই তুলে ধরেছেন
Hi,
I (my account number is : 1509202001996001, acc name : Mahbub Osmane , Mobile : 01913189378 or 01737 196 111 ) am informing you that last 3 years i have withdrawn my Money Bookers (Skrill) /EUR/Dollar using your bank but you deducted $10-15 from my every transaction on the other hand i have withdrawn my money last 3 times using IBBL but they are not deducted like you . Below I am giving you all of my transaction history :
1. 26 may 2013 it was 972.42 USD but i got 962.42 USD
2. 19 may 2013 it was 828.79 but i got 818.79
3. 12 may 2013 it was 1124.29 but i got 1114.19
4. 11 march 2013 it was 1278.34 but i got 1268.34.
5. 17 January 2013 it was 1000 but i got 985
6. 6 September 2012 it was 349.26 EUR but i got 339.26 EUR
7. 26 august 2012 it was 1285.38 EUR but i got 1275.38 EUR
thus way up-to 62 transaction in last 3 years . My first transaction was 157.39 EUR on 02 February 2011.
Please let me know why u have deducted a huge amount up to last 3 years from my earning but other bank is not doing so .please take a step to return my money otherwise freelancer community will refuse you to with draw money using your bank.
I hope you will not expect so .
A prompt reply would be appreciated.
Regards,
Mahbub Osmane
শুধু মাহবুব পিয়াল নয় বাংলাদেশের প্রত্যকটা ফ্রিল্যান্সারের উইথড্র দেয়া ডলার এভাবে ডলার কেটে নিচ্ছে ব্র্যাক ব্যাংক , অথচ মাহবুব পিয়াল ভাই জানালেন শেষ ৩টা উইথড্র তিনি অন্য ব্যাংকে দিয়েছেন সেখানে কোন এক্সট্রা ডলার কেটে নেওয়া হয় নাই !
এখন বাংলাদেশের প্রত্যকটি ফ্রিল্যান্সার ও সকল ভাইদের আমার প্রশ্ন তাদের কি এভাবে রাতজেগে উপার্জন করা কষ্টের টাকা নিয়ে বাংলাদেশে মগের মুল্লুক তৈরি করতে দিবেন নাকি ন্যায়, ন্যায্য তে অটুট থাকতে বলবেন ?
আসুন সবাই তাদের এই অন্যায় থেকে বিরত থাকতে তাদের অফিশিয়াল পেইজে অনুরোধ জানাই
তাদের পেজগুলো লিংক নিচে দেওয়া হলো ।
আশা করি করবো সবাই যেন প্রতিবাদ করতে পারে এজন্য পোস্টটি অনলাইন কমিউনিটিতে ছড়িয়ে দিবেন ।
সবাইকে ধন্যবাদ
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
ওহ…..কাহীনি তাহলে এটা….আমি ভেবেছিলাম আমার বোধহয় হিসেবে ভুল হচ্ছে 🙁 ৫২০ টাকা বিকাশ ওয়ালেটে অনেকদিন ধরে পড়ে ছিলো, ৫০০ টাকা ক্যাশ আউটের পরে দেখি হিসাব মিলছে না ।
গ্রামীন ব্যাংকের মতো আরেক রক্তচোষা ডাকাত হলো এই বিকাশ । ১০০০/= পাঠাতে যদি ৩০ টাকা খরচ হয় তাহলে মানুষ মোবাইল ব্যাংকিং ব্যাবহার না করে ডাকবিভাগ অথবা সোনালী ব্যাংকের টিটি ব্যাবহার করুক । ডাকবিভাগ অথবা সোনালী ব্যাংকের টিটিতে খরচ অনেক কম, তাৎক্ষনিক ভাবে টাা পাওয়া যাবে দেশের যে কোন প্রান্তে । আমি আর্জেন্ট ২০,০০০/= পাঠিয়েছিলাম মাত্র ৬৫/= খরচ করে ।