সবার জন্য বিজ্ঞান। আমরা স্বপ্ন দেখি বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ার । বিজ্ঞানকে সকলের কাছে গ্রহনযোগ্য, উন্মুক্ত এবং বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করার জন্য আমরা আয়োজন করছি বিজ্ঞান ক্যাম্পের ।
আমাদের ওয়েবসাইট :
বিডিওপেনসায়েন্স.অর্গ ( bdopenscience.org/)
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য-
২০১৩ সালটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কাজ শুরু করবে আমাদের অনলাইন ক্লাসরুম ইউনিট । আগামী মাসেই প্রস্তুত হয়ে যাবে আমাদের ডিজিটাল কনটেন্ট, চালু হয়ে যাবে এইচএসসি লেভেলের ছাএ-ছাএীদের জন্য আমাদের অনলাইন সার্ভিস। একই সময়ে আমরা একাধিক 'মডেল এরিয়া'তে কাজ শুরু করতে পারব। পাশাপাশি আরো একটু বড় পরিসরে চলবে রেগুলার বিজ্ঞান ক্যাম্প । গ্রামে স্কুল কলেজগুলোর স্বল্পসুবিধাপ্রাপ্ত ছেলেমেয়েদের কাছে প্রচলিত শিক্ষা কার্যক্রমকে আরো সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি গ্রামের বা মফস্বলের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা একজন স্টুডেন্টকে শহরের একটা স্টুডেন্ট যেসব সুযোগ সুবিধা পায় সেগুলোর সাথে পরিচিত করে তোলাও আমাদের অন্যতম লক্ষ্য।
আমাদের বিজ্ঞান ক্যাম্প-
ঢাকা এবং ঢাকার বাইরে নিম্ন মাধ্যমিক আর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের বিভিন্ন এক্সপেরিমেন্ট হাতে কলমে দেখনোই আমাদের বিজ্ঞান ক্যাম্পের মূল কার্যক্রম । তাছাড়া মহাকাশ বিজ্ঞানে সাধারন মানুষকে আগ্রহী করে তোলার জন্য আয়োজন করে যাচ্ছি আকাশ পর্যবেক্ষন ক্যাম্পের । আমাদের ক্যাম্পে বিভিন্ন এক্সপেরিমেন্ট বাচ্চাদের চোখের সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়, যাতে করে তারা নিজেরা বইতে যেটা পড়েছে সেটা নিজেরাই অনুধাবন করতে পারে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ওয়ার্কশপ করার ক্ষেত্রে একটা অনেক বড় প্রতিবন্ধকতা হল নিয়মিত যোগাযোগ রক্ষা করা । তাই দুইদিনের মধ্যে নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের বইয়ের বিজ্ঞানের এক্সপেরিমেন্টগুলো মজাদার পরিবেশে আরও সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়। খেয়াল রাখা হয় যেন বাচ্চাদের বেসিক সায়েন্স এর মোটামুটি জ্ঞান দিয়ে আসা যায়।
আপনিও যোগ দিতে পারেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় । আমরা আশাকরি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় টেকটিউনসকে আমাদের পাশে পাব ।
যারাযুক্ত হতে ইচ্ছুক তারা মন্তব্য করুন ।
আমি ScientificBangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিলেন। ধন্যবাদ।