অনলাইনে প্রতারনার নতুন ফাঁদ সবাই সচেতন হোন।

সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।
আশা করি, আপনারা ভালো আছেন।

অনলাইনে প্রতারনার নতুন ফাঁদ সবাই সচেতন হোন।কিছুদিন আগে টেকটিউনস এ একজন একটি চাকরির পোস্ট করেছিল।টেকটিউনস কতৃপক্ষ সেটি ১৫ মিনিট পর মুছে দিযেছিল।সেজন্য টেকটিউনস কতৃপক্ষ কে ধন্যবাদ জানাই।এটি একটা SPAM ।

পোস্টটির কিছু অংশ আমি এখানে দিচ্ছীঃ

কাজের খবরঃ কাস্টমার ডেটা এনালিষ্ট (বেতনঃ 250 ইউ এস ডলার, দৈনিক ঘন্টা)

পদের নামঃ Customer Data Analyst (CDA)

কাজের ধরনঃ আনেকটা ডাটা এন্ট্রি ধরনের কিন্তু ডাটা এন্ট্রি না। তবে আপনাকে বিভিন্ন ধরনের ডাটা নিয়েই কাজ করতে হবে।

প্রতিষ্ঠানের নামঃ AFX Capital Markets Limited

পদের সংখাঃ ২০

যারা এইখানে Apply করেছেন এবং CV Send করেছেন তারা নতুন কোন ফাঁদে পা দেবেন না।আমি AFX Capital Markets Limited (http://afxcapital.com)

এই সাইটে Live Chat করেছি তাদের কোন লেক প্রয়োজন নেই।

আমার পোস্টটি অবৈধ হল টেকটিউনস কতৃপক্ষ এর কাছে ক্ষমা চাচ্ছি।There is no easy way to Success.So,first learn then work.

Level 0

আমি rahmanit। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

rahmanit, আপনি ঠিক বলেছেন। আমিও তাদের সাথে অনলাইন চ্যাট করছি। তারা আমাকে স্থানীয় পুলিশ এর সাথে যোগাযোগ করতে বলছে। সবাইকে সাবধান হওয়ার আহবান জানাচ্ছি।There is no easy way to Success.So,first learn then work. আমার সাথে যে আলোচনাটা হয়েছে তা হুবুহু তুলে দিলাম।

03:17:59 PM [O. FARUK] hi…
03:18:18 PM [Valon Hamiti] Hi how can I help?
03:18:26 PM [O. FARUK] yes.
03:19:15 PM [O. FARUK] where from you? i mean which country?
03:19:27 PM [Valon Hamiti] UK
03:19:29 PM [Valon Hamiti] Sir
03:19:41 PM [O. FARUK] i am from bangladesh
03:20:03 PM [Valon Hamiti] how can I help?
03:20:12 PM [O. FARUK] can i write with bangla?
03:21:21 PM [O. FARUK] What is CDA in AFX Capital Markets Ltd?
03:21:28 PM [Valon Hamiti] I can help you, in English language Sir?
03:23:24 PM [Valon Hamiti] Faruk, CDA is nothing in AFX Capital Markets, there is no such position! Someone in Bangladesh, presenting himself with name of Redwan Rayhan, is scaming people by telling them that he can offer them a job!
03:23:38 PM [Valon Hamiti] Do not pay any money to anyone
03:24:17 PM [O. FARUK] is he a AFX parson?
03:24:29 PM [Valon Hamiti] if they ask you for a payment when you give the CV – refuse it
03:24:46 PM [Valon Hamiti] he is not a representative of AFX Capital Markets
03:24:57 PM [O. FARUK] can i belive him?
03:24:57 PM [Valon Hamiti] he irunning a scam
03:25:10 PM [Valon Hamiti] NO – DO NOT TRUST HIM
03:25:35 PM [O. FARUK] thank you
03:25:35 PM [Valon Hamiti] whole thing about CDA positions with AFX Capital is a LIE
03:25:49 PM [Valon Hamiti] you are welcome
03:25:50 PM [O. FARUK] thank you so much
03:26:18 PM [Valon Hamiti] no problems
03:26:39 PM [Valon Hamiti] have a nice day – do not pay anyone any money if they offer you employemnt for AFX
03:26:44 PM [Valon Hamiti] with AFX
03:26:53 PM [O. FARUK] you should delete him
03:27:06 PM [O. FARUK] force him to die!!!
03:27:19 PM [O. FARUK] he is fake
03:27:24 PM [Valon Hamiti] we cannot not, do anything, but we are reporting this
03:28:08 PM [Valon Hamiti] he has done this by impersonating himself as an AFX representative on different forums in Bangladesh
03:28:23 PM [O. FARUK] i am waiting for a proper fanisment
03:28:38 PM [Valon Hamiti] has he asked you for money?
03:28:59 PM [O. FARUK] yes $30
03:29:20 PM [O. FARUK] he said, it is ID Card and other
03:30:05 PM [Valon Hamiti] I am so sorry Sir, he has scammed you basically, I suggest that you report this to local police
03:30:07 PM [Valon Hamiti] immediately
03:30:25 PM [O. FARUK] sure….. can you help me?
03:30:37 PM [O. FARUK] can AFX HELP ME?
03:31:36 PM [Valon Hamiti] Sir you can take screenshots of this chat, and use it as a proof that a representative from AFX Capital Markets has told that Redwan Rayhan is not a resporsentative , and not in anyway connected to AFX Capital
03:31:57 PM [Valon Hamiti] that all I can do, we are not based in Bangladesh and do not have a office there
03:32:05 PM [Valon Hamiti] to take this ourselves
03:32:12 PM [O. FARUK] It is time to prayer. have a good life!!!!!!!!

Level 0

সতর্ক করার জন্য ধন্যবাদ

Level 0

বর্তমানে ফরেক্সের বিভিন্ন বিষয়ে প্রতারনা শুরু হয়েছে। আমি অনেক দিন ধরে ফরেক্স সাথে জড়িত। ফরেক্সের সাথে সম্পর্কিত কোন কোম্পানি বাংলাদেশে তাদের অফিসিয়াল কর্মকাণ্ড চালায় না। সরকারের অনুমতি নাই। তাই এই সম্পর্কিত সব বিজ্ঞাপন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

লেখকের কাহিনীটা সত্য। কয়দিন ধরে ভাগনেটা বড্ড জালাতন করছিল। কাহনী হচ্ছে, আমার প্রানপ্রিয় ভাগনে ইন্টারনেটে কাজ করবে তার জন্য সিভি জমা দিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিছু ইমেইল আসছে ওর ইনবক্স এ। ইমেইলের বিষয় বস্তু হচ্ছে, প্রাথমিক ভাবে যারা সিভি দিয়েছে, তাদের থেকে প্রখম ৫০ জন সিলেক্ট করা হবে, আবার সেই ৫০ জন থেকে ২০ জন কে চাকুরীর জন্য বাছাই করা হবে। তো যাই হোক আমার গুনধর ভাগনে সেই ২০ জন অভাগা দের মধ্যে ১ জন হয়েছে। বেচারা চাকুরী পাবার পরেও অভাগা বলছি কারন- যে লোকে চাকুরী দিবে সে মেইল করে জানিয়েছে ৩০ ডলার পে করতে হবে। তার মেইলের বিবরণ,

Overseas recruitment processing fee (ORP Fee) কি ? কেন প্রদান করবেন এবং কিভাবে প্রদান করবেন ?

Overseas recruitment processing fee (ORP Fee) এর পরিমান হচ্ছে $ 30 । এই $30 আপনাকে প্রদান করতে হবে এই জন্য যে আপনি AFX Capital Markets Ltd. এর কর্মি হওয়ার আগ পর্যন্ত আপনার সকল খরচ আপনাকেই বহন করতে হবে । আপনার পেছেনে যে সকল খরচ আছে –

১। আপনার Joining Letter ইন্টারনেশনাল কুরিয়ার এ আপনার নিকট পাঠানো।

২।আপনার বেতন পরিশোধের জন্য তাদের Corporate Bank এ আপনার নামে একটা Payment Profile খোলা।

৩। আপণার জন্য একটি প্লাষ্টিক আইডি কার্ড প্রিণ্ট ও তা ইন্টারনেশনাল কুরিয়ার এ আপনার নিকট পাঠানো।

৪। অন্যান্য প্রসেসিং খরচ।

আসুন একটি উদাহরন দিয়ে আপনাকে বুজানো যাক। আমরা যখন কোন ব্যাংক অথবা কোন সরকারি চাকুরি এর জন্য আবেদন করি তখন আমাদের একটি নির্দিষ্ট পরিমান অর্থের ব্যাংক ড্রাফট করতে হয়। তাই না?

নির্দিষ্ট পরিমান আর্থের ব্যাংক ড্রাফট টি এ জন্যই করতে হয় যে আপনি চাকুরিতে যোগদানের আগ পর্যন্ত আপনার পেছনে যাবতিয় খরচ আপনাকে ই বহন করতে হয়।

এখানেও বিষয়টা ঠিক একই রকম। ধরুন আপনার পেছনে ORP Fee বাবদ AFX Capital Markets Ltd. $30 খরছ করলো । আপনার চাকুরিতে যোগদানের সম্পুর্ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি জানালেন যে আপনি কাজে যোগদনে অপারগ । আপনি চাকুরিটা করছেন না।

তাহলে এখন আপনার পেছনে খরচ ক্রিত এই $30 কি AFX Capital Markets Ltd. এর খতি হিশেবে বিবেচিত হবে না?

প্রশ্ন আসতে পারে এত বড় Financial Organization এর কাছে $30 এমনই বা কি খতি? আসলে এখানে $30 বা $30 লাখ বিবেচনার বিষয় না। বিবেচনার বিষয় হচ্ছে নিয়ম। নিয়ম আনুযায়ী ৫০ পয়সা/১ টাকা দিতে হলে ও তা আপনাকে দিতে হবে।

এখন এই দুখের কাহিনী কারে কই। সেই কবে থেকে আনলাইনে কাজ করছি, কেউ টাকা চাইলনা। কি আর বলিব, বললাম ভাগনে বহুত সময় নস্ট করেছিস। আর ওদিকে যাসনে….