পাঁচ বিষয়ে অকৃতকার্যরাও দ্বিতীয় বর্ষে উন্নীত।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রথম বর্ষে সর্বোচ্চ পাচটি কোর্সে ফেল করা ছাত্রদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত সপ্তাহে প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে আন্দোলন শুরু করে।

এই আন্দোলনের পর পরীক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ পাঁচ বিষয়ে 'এফ' গ্রেড পেয়েছে তাদের বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। তবে, এসব পরীক্ষার্থীদের 'এফ' গ্রেড পাওয়া বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কিন্তু লাভ কি  ১ মাস বা ২ মাস পর পরীক্ষা  যাদের ৫টা তে ফেল আছে তারা কিভাবে পাস করবে। ২ মাস এ কি ৫টা বিষয় পাস করা সম্ভব।

আমার মতে আবার খাতা দেখে খাতা পুনরায় মুল্লায়ন করে অতি শীঘ্রই ফল প্রকাশ করা দরকার।

আন্দোলন কেউ বন্ধ করবেন না। আন্দোলন বন্ধ করলেই বিপদ এ পরতে পারে সব ছাত্রছাত্রীরা কারন কোন বিশ্বাস নাই।

আপনাদের কি মত সবাই জানাবেন।

Level 0

আমি my computer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার মতে জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে এই ছাত্র দের দিয়ে হাল চাষ করান উচিৎ।

    Level New

    @Ryan: Apni ki hal chash koren naki? 😀 Vul Marks Ashle Apnake diye Hal Chash korano hoy naki?

জাতীয় বিশ্ববিদ্যালয় মাঠে হাল চাষ করাই উচিত…………।

    @my computer: জীবন শেষ হয়ে যাবে কিন্তু লেখা পড়া শেষ হবে না এরই প্রমান জাতীয় বিশ্ববিদ্যালয় এর শিক্ষাব্যবস্তা।

@Ryan..আপনার মত কিছু গরু ছাগল আছে যারা কিছু না জেনেই কমেন্ট করে…।। অবশ্য আপনাকে গরু ছাগল বললে ও হয়ত গরু ছাগলের মান সম্মান নষ্ট হবে…। /// আমার মতে আবার খাতা দেখে খাতা পুনরায় মুল্লায়ন করে ফল প্রকাশ করা উচিৎ … আর এরপর যারা অকৃতকার্য হবে তাদের কোন ক্রমেও দ্বিতীয় বর্ষ উন্নীত করা উচিৎ নয়…

Level 0

@শোয়েব ভাই, বড় লোকের বড় পোল রে ভাই। ওরা তো এইসব বোঝে না।
@আতাহার ভাই, আমিও আপনার সাথে একমত রে ভাই।

    @saddam8182: ধন্যবাদ ভাই, এই সমস্ত আবালরে আর কি বলবো বলেন? তুই বড়লোকের গেদা হইছিস বাইরে গিয়া মরেকগা। আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া লাগবে কেন!!!

Level 0

@saddam ১০০% সঠিক বলেছেন ।
<Tunesbd44

Level 0

@Ryan.. আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকবেন কিনা দেখেন। টাকা দিয়া তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গরু ছাগলরা ও ভর্তি হতে পারে।
তারপর না হয় অন্য চিন্তা কইরেন..

    Level 0

    @sakil: Vai ai dhoren kotha bola thika biroto thakun… PVT university er national university er Quality Sobar e jana… national university te tika r na tika ta kisui na… NSU , IU, AIUB te jei admission exam hoy.. oita deklei nation university er normal student (Valo student bade) er matha nosto hoiya jabe…let me tell you something amar akta Friend nation university te BBA kore… o akhon pojonto boltei pare na presentation er slide kemne banay, kon softwere dia banay.

@ryan tui akta gadha>………………………………..

Level 0

@শাকিল ভাই, দারুন কইছেন ভাই।
@আতাহার ভাই, হ্যা ভাই
@ সুতনী ভাই, হ্যা ভাই
@ রাসেল ভাই, ঠিক বলছেন ভাই।

Level 0

যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এ পরে তারা বেশীর ভাগ মূর্খ পলাপাইন। অগরে দিয়া হাল চাষ করান ছাড়া আর কিছুই হবে না।
৫ বিষয়ে ডাব্বা মারব তাও আবার ফুটানি। গলাই দরি দিয়া মরে যাওয়া উচিৎ। জাতীয় বিশ্ববিদ্যালয় এ পরীক্ষা দিতে যাইয়া আমি চইলা আসছি। পলাপাইনের Quality দেইখা।

    Level 0

    @Ryan: Vai ken kotha baraitesen??? Dorkar ase??? je 5 ta subject e fail korse ,orai nijeke question korlei hoy je onara next year e uthar joggo kina.. r By the way… ai sub e pass to kortei hobe.. ajke hok r kalke hok.

    Level 0

    @Ryan: আপনার Quality ভাল। আপনি হয়তো কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন। কিন্তু আপনি পারলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেখান এবং সেখান থেকে ফার্স্ট ক্লাস রেজাল্ট করে দেখান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া এত সোজা মনে কইরেন না। আমরা কোন রকম সিলেবাস ছারা পড়ি এবং পরীক্ষা দেই আপনাদের মত নির্দিষ্ট সিলেবাসে আমরা পড়াশুনা করি না। আর মানুষকে মানুষ ভাবতে শিখুন, আপনি বড়লোকের সন্তান বইলা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন অনেক ছাত্র আছে যারা টিউশনি, ছোটখাট চাকরি কইরা তাদের পরিবারকে সাহায্য করে আর নিজের খরচ চালায়।

    Level New

    @Ryan: Ebar marks Vul ashse. bujhlen na Buijha kotha bole bokara 😀

Level 0

যা দিন কাল পড়েছে ভাই, এসব Exam না নিয়ে এমনিঈ একটা Cirtificate দিয়ে দিলেই তো হয়। রাগ করবেন না Please???????????????????

ভাই যে ছাত্র গুলো ২ বছর ৫ তা সাবজেক্ট পরে আবার ৫ তা সাবজেক্ট এ ফেল করে তাদের কি ছাত্র বলা যায় ? আর গ্রেডিং সিস্টেম এ না পরলে পাশ করে চাকরি পাবেন কিনা সেই চিন্তা করেন ।

Level 0

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্ররা কেন ভর্তি হয়,যখন কোন উপায় থাকে না,অনেক ভাল ভাল ও মেধাবী স্টুডেন্ট আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশুনা করে,
অনেক আসা নিয়ে HSC তে ভাল রিজাল্ট করেও যখন ভাল University তে চানস পাওয়া যায় না,তখন নিরাস হয়ে ছাত্ররা জাতীয় বিশ্ববিদ্যালয় এ ভর্তি হয়..
এখন কথা হল জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিকাংশ স্টুডেন্টরা ২ বছর /১৮ মাস পেয়েও কেন ৫/৪/৩ সাবজেক্ট এ ফেল করে…জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হবার পর এই ১ বছরের কোর্স ২ বছর /১৮ মাস এ শেষ করতে হয়,তখন এই জাতীয় বিশ্ববিদ্যালয় এর স্টুডেন্টরা এই অধিক সময় নষ্ট করে টিক এই ভাবে যে অনেক সময় আছে পড়মোনে অনেক সময় আছে…But সময় আছে সময় আছে বলে সময় যে কবে চলে যায় তার দিসা কেউ রাখে না….যার কাবণে পরীক্ষার আগের রাতে এই বিশাল বই পড়ে শেষ হয় না,যার কারণে পরীক্ষায় পেইল….এখন কথা হল যে বিষয় টার দিকে আন্দোলনরত ছাত্ররা বেশী জোর দেওয়ার দরকার তা হল,সটিক সময়ে যাতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা হয়,যদি প্রতি বছর এর কোর্স বছরে শেষ হয় তবে এমন খারাপ রিজাল্ট হত না ১০০%,কারণ ছাত্রদের একটা চাপ থাকত পড়ার প্রতি……এখন আসি টাকাওয়ালা বাবাদের সন্তান দের দিকে,কোন মতে একটু ভাল রিজাল্ট করলেই হল,বেস এইবার দেখতে পারবেন এদের দৌর…যাই হোক দৌর যাপ করে যখন public university তে চানস পায়না তখন দৌর প্রাইবেট university টির দিকে,কোন একটা university ভর্তি হবার কাজ শেষ এখন নাখে তেল দিয়ে ঘুমা কাজ শেষ,নতুন নতুন কাপড় পরে universityতে যাব আর একটা করে নতুন নতুন প্রেম করব,আর পড়ালে এটা কোন ব্যপার পরীক্ষা আসলে স্যাররা আছেন না,প্রশ্ন ত এই university টির স্যাররাই করবেন,university এর সম্মান তো স্যাররাই রাখতে হবে,না হলে নতুন student রা কি দেখে ভর্তি হবে(সব প্রাইবেট university না কিছু প্রাইবেট universityএর অবস্থা এখন খুব ভাল)….এখন আসি এদের ভাব কি রকম দেখায়,এরা public university এর স্টুডেন্ট দের সাথে বেশী ভাব দেখাতে পারে না,But জাতীয় বিশ্ববিদ্যালয় এর স্টুডেন্ট দের সাথে এমন ভাব দেখায় আর এত বড় বড় কথা বলে @Ryan ভাই দের মত,যে মনে হয় এদের জালায় পড়াশুনা বাদ দিয়া পালাই…But এরা এক ভার ভাবে না যে জাতীয় বিশ্ববিদ্যালয় এর স্টুডেন্টরা কত কষ্ট করে কোন সিলেবাস ছাড়া পড়াশুনা করে,তার মাঝে আবার শেসন জট……..

    @Ryan: tor moto chagoler jonno@MR.Fuad: একবারে আমার এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর সকল ছাত্রছাত্রীদের মনের কথা বলেছেন। ধন্যবাদ।

Level 0

টেনসনে আছি ,বড় ভাইরা একটু জানাবেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে Bsc Honours Mathematics এ নিউ ফাস্টইয়ার, এই বছরের রিজাল্ট দেখে ভয়ে আছি..শুনছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা খাতা যাছাই করেন তারা নাকি প্রাইবেট ইউনিভারসিটি দের কাছ থেকে টাকা খেয়ে কম মার্ক দেন,যাতে প্রাইবেট ইউনিভারসিটিতে স্টুডেন্টরা বেশী ভর্তি হয়.(কতুটুক সত্য জানি না)..এখন কথা হল কি ভাবে এগুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভাল করা যাবে…আর গণিতে কি ভাবে মার্ক দেয়,আমিত জানি গণিতে সলিট মার্ক,নাকি এই কানে কোন জালিয়াতি করে….কোন বড় ভাই গণিতে honours করলে পরামর্শ দিয়ে জানাবেন..

sudhu matro c0mment k0rar j0nn0 l0gin k0rlam.

@rayan p0lada ash0lei akta gadha.
Vai b0lben private univ theke k0yta Bcs cadre h0i?

Amr jana m0ne g0toßar du er theke dhaka clg er besi stdnt bcs cadre h0iche.

R shunen..nu theke 1st cls peye dekhate parben? Eto sh0ja m0ne k0ren?

@tanvir vai
apnader mto to nu er bba er stdnt der pr0ject0r diye presentati0n cls nai na..so ora kivaße janbe or janar agr0h0u nai, je k0n s0ft diye slide sh0w k0ra h0i 😐

ptv univ e to teacher sh0b gilai dei..nek univ e aßar tk diyeu certificate mele. Bt nu er stdnt der nijer j0gg0tai p0rash0na k0ra lage. I think u g0t it? (r o nek kichui b0l jai)..b0jhar man0shikata thakle etukutei bujben.. R na bujle rayan er d0le j0g den.

আমি কিন্তু আন্দলোন এর বিপক্ষে। এমনিতেই ১ বছর ৭ মাস পড়ে ১ম বর্ষ উর্তীর্ন হওয়া যাইনা আবার কিছু মাসের ব্যবধানে ১ম বর্ষ আর ২য় বর্ষের পরীক্ষার হলে বসতে হবে। 🙁

Now 3rd year runnig, next Final year exam then 1st year exam. So I think about 6 months you get in hand

Level 0

sob gulo comment porlam…. rayan r tanvir dui jon e asole gadha.. tader ma baba onk taka bojha jay…. ha ha ha ha.. projector… sikhay… are vai bohut national er student ache.. jader baba grame hal cash kore.. r cele dhakay coto marketing job kore porasuna o kore.. sadharon fb ki jinis tai to janena… apnader k to class a dhore dhore sikhano hoy.. jemon coto babu der k dhudh khaie dewa hoy… r national er student ra hocce mathe chere dewa gorur moto eka eka e sob kichu sikhte hoy.. r k jeno bollen jader joggota nai du . cu ei sob e chance payna tara e national e gie vorti hoy… ha ha ha ha abaro hashi ashlo… eto student koi jaibo….???? apni to taka dia vorti hoicen.. parle national a vorti hoia dekhaiten…. r kichu bollam na.. mone hoccilo galagali kori.. kintu ei jaygay ota kore nijeke r coto korte caina…. kotha bolle bujhe sune bolben.. bujhlen…