এয়ারটেল এর রিচার্জ ফাঁদ! নেটওয়ার্কের চরম বাজে অবস্থা ও বাজে সার্ভিস। একজন ভুক্তভুগি এয়ারটেল ইউজার

এয়ারটেল সম্পর্কে আপনারা কি জানেন তা বলতে পারবনা কিন্তু এটা কি জানেন যে এরা কত সহজে আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে যাচ্ছে। যদিও আপনার মনে হতে পারে টাকা কিভাবে নিচ্ছে টা বলতে পারবনা তাহলে আপনাকে ছোট্ট একটা উদাহরন দেই। আপনি কি জানেন এয়ারটেল প্রতি সপ্তাহে প্রত্যেক কাস্টমারকে outbound একটা call করে বিভিন্ন service থেকে যা আপনি receive না করলেও তার জন্য টাকা কাটে। যেমনঃ ২০৫০৫, ১২১২, ৭৮৬,৪৮৪৮,৪০৪০। আপনি বুঝতেও পারবেন্না যে কিভাবে টাকাটা কেটে নিল। just account check করতে যাবেন তখনি দেখবেন টাকা নেই। ভাবছেন কি করবেন? এখানে শেষ নয় আরও আছে। recharge এও problem.

১১ টাকা recharge করলে .৬৬/মি. টাকা call rate এর একটা package activate হয়ে যায়। যাতে bundle minute, power pack, package deactivate হয়ে যায়।

১৬ টাকা recharge করলে .৪২/মি. টাকা এয়ারটেল টু  এয়ারটেল call rate এর একটা package activate হয়ে যায়। যাতে bundle minute, power pack, package deactivate হয়ে যায়।

১৫ টাকা recharge করলে ওইটা main account এ যায়না। ১৫ টাকা করে sms, airtel,others, mb যুক্ত হয়। এখন বলতে পারেন ভালইতো। কিন্তু conversion rate টা তো আর জানেনা । ১.২৮/মি. টাকা+ ১৫% vat. মেয়াদ ২ দিন। তারপর আবার এই power pack টা নিলে আপনার fnf number এর charge হয়ে যাবে ১.০৬/মি. টাকা। তারমানে আপনি ২ দিন fnf number এ বেশি rate এ কথা বলবেন।

১৭ টাকা recharge করলে ওইটা main account এ যায়না। যায় ১৭mb হিসেবে। তার মানে আপনি যেই handset use করছেন তা যদি GPRS eligible না হয় তবে বিপদ। ওই টাকা আর কিছুই করতে পারবেননা।

২৭ টাকা recharge করলে ওইটা main account এ যায়না। যায় ২৭mb হিসেবে। তার মানে আপনি যেই handset use করছেন তা যদি GPRS eligible না হয় তবে বিপদ। ওই টাকা আর কিছুই করতে পারবেননা।

৩০ টাকা recharge করলে ৬০ পয়সা call rate হয়ে যাবে যেকোনো operator এ।

৩৭ টাকা recharge করলে ওইটা main account এ যাবেনা sms আর mms হিসাবে যুক্ত হবে।

৪৭ টাকা recharge করলে ওইটা main account এ যাবেনা sms আর mms হিসাবে যুক্ত হবে।

৫৫ টাকা recharge করলে ওইটা main account এ যাবেনা ৫৫ টাকা করে sms, airtel,others, mb যুক্ত হয়। এখন বলতে পারেন ভালইতো। কিন্তু conversion rate টা তো আর জানেনা । ১.২৮/মি. টাকা+ ১৫% vat. মেয়াদ ৭ দিন। তারপর আবার এই power pack টা নিলে আপনার fnf number এর charge হয়ে যাবে ১.০৬/মি. টাকা। তারমানে আপনি ৭ দিন fnf number এ বেশি rate এ কথা বলবেন।

৬৫ টাকা recharge করলে ৬৫ পয়সা call rate হয়ে যাবে যেকোনো operator এ।

এতো recharge pain  শেষ করতে পারবোনা। কারন আরও আছে। এখনও আপডেট পুরটা পাইনি।

Network নিয়ে কিছু কথা বলিঃ

অনেকদিন ধরে আমাদের দেশের বিভিন্ন স্থানে এয়ারটেল এর নেটওয়ার্ক এর প্রচণ্ড problem চলছে যা নিয়ে এতো বার বলার পরও এয়ারটেল এর কোন মাথা ব্যাথা দেখতে পারছিনা। ঢাকাতেই কঠিন অবস্থা। ৫ বার থেকে ৬ বার এমনকি মাঝে মাঝে ২০- ২৫ বার try করে কাউকে call দিতে হয়। কিন্তু এই নিয়ে অনেক বার complain করলাম কোন কিছুই বুঝতে পারছিনা।

Service নিয়ে কিছু কথা বলিঃ

এমন এমন সব service তারা দেয় যা মানুষ জানেইনা কিভাবে activate হল অথবা কিভাবে use করতে হবে service। বা service এর মাধ্যমে customer কি পাচ্ছে তাই জানেনা। জেমনঃ

Talk to Me- 20505 এই service এর মাধ্যমে customer celebrity দের সাথে কথা বলতে পারবে। এখন আপনি বলুন airtel এর customer কত আর এই celebrity রা কতক্ষন কথা বলবে। এটা ২০৫০৫ থেকে call আশে customer এর কাছে আর call আশা মানেই  টাকা নেই। এই service এর একটা মজার কথা বলি এর monthly charge ৩৪.৫০ টাকা আর celebrity র সাথে যখন কথা বলবেন তখন charge প্রতি মিনিট ৫৭ পয়সা। এবার চিন্তা করুন এই service কি উপকার করে?

Caller Tune: 3123. এই service টা ভাল ছিল অর্থাৎ customer চাইলে activate হত নাহলে activate হতনা। but এখন ৩১২১ থেকে call করা হয় আর receive করলে activate হয়ে যায়।  customer নিজের পছন্দ মত song select করবে কিন্তু এরা মাঝে মাঝে তাদের নিজেদের পছন্দের song select করে customer কে outbound call করে। তো customer receive the call and activate the service without any permission from the customer.

এছাড়াও আরও অনেক service আছে। সবত একদিনে বলতে পারবোনা। আস্তে সব জানাব আপনাদের।

অবশেষে এদের

customer service নিয়ে একটু কথা না বললেই নাঃ

এদের executive রা ভাল। যথেষ্ট চেষ্টা করে Customer দের ভাল service দিতে। but আমি মনে করি জারা Customer Executive তারা কিন্তু প্রত্যেকে Corporate Level এর লোক কারন একটা Brand Company কে Profit এনে দিচ্ছে। কিন্তু অইদিন একটা scenario দেখে খুব কষ্ট পেয়েছি। একজন Executive এয়ারটেল বাজে একটা service এর কারনে একজন Customer এর কাছে  হাস্তনাস্ত হয়েছে। বিষয়টা আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি টা বলতে পারবোনা। কিন্তু এয়ারটেল যদি এই Executive দের Salary দেয় শুধুমাত্র Customer দের থেকে উল্টাপাল্টা কথা শোনানোর জন্য তবে আমি বলব ভাই তোমরা এয়ারটেল Customer Care এ জব করনা। but বাস্তুতা অনেক কঠিন শুধুমাত্র পেটের জন্য এ কাজ করে তারা। airtel করতিপক্ষ যদি আমার এই topics টা একটু পরেন তবে বুঝতে পারবেন আসলে কতটা দুঃখ নিয়ে লিখেছি।

টেকটিউনসের ভাইরা এটা আমার প্রথম টিউন। কেমন হল জানাবেন। ইনশাল্লাহ আরও ভাল কিছু নিয়ে লিখব। মানুষকে অন্ধকার থেকে আলোতে আনা আমাদের দায়িত্ব। যদি তা একটু হলেও পারি তাহলেই সার্থক আমি।

মোহাম্মাদ কনক ফেরদৌস।

Level 0

আমি kanakferdous। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

network khub beshi kharap….vabtesi airtell r use korbo na

Level 0

oi rechrgr bisoyta airtl er akta pakgr awtadhin.ota churi na.r jai katuk anthr companyr theke hisab korle cal rate kom kate.tk khoroch kom jay.Gp , robi,cc, tt to pura khobish r jotchor. longtime kotha bolar khetre airte r B.link e best.

সারাদিন শুধু আজাইরা এসএমএস দিয়া বিরক্ত করে। তাই Airtel চালানো ছাইড়া দিসি।

Level 2

hobena!!
Eta tu “bondu” operator

SmS এর জ্বালা হল সব চাইতে বড় জ্বালা, তাছাড়া মাঝে মাঝে বিরক্তিকর Call ও জ্বালা বাড়িয়ে দেয়…।

নেটের স্পীডের তো জবাব নাই !

thik bolsen vai,ami cricket alert service chalu koresilam,ar bhondho kora jaini,vibinno kahini kore customer care a.gela,pore sim change korsi.(Sala Batper compani Airtel).

এয়ারটেল না পেইনটেল||||||||দিন রাত জ্বালিয়ে মারে।তাই এসএমএস টোন অফ এবং ওদের সব সার্ভিস নম্বর ব্ল্যাকলিস্টে ফেলে রেখেছি।দেখি এবার কি করে কল দেয়।আর ২০৫০৫ থেকে কল আসলে যে টাকা কাটে এটির প্রমাণ পড়ুন এখানে।আমি এক প্রকার যুদ্ধ করেই টাকা রিফান্ড এনেছিলাম।

https://www.techtunes.io/how-to/tune-id/119948

ফালতু একটা কোম্পানি……আমার কলার টিউন এর জন্য মাঝে মাঝে দেখি ১০ দিন ১২ টাকা কাটে…আবার ১৮ দিনের জন্য ২৮ টাকা কাটে,টাকা কম থাকলে প্রায় ২ দিনের জন্য ৫ টাকা কইরা নিয়া যায় ……টাকা কাটার কোন স্টেশন নাই ,,,, “” চুদুর বুদুর “”
অথচ তাদের কলার টিউন ফি— মাসে ৩৪ টাকা (ভ্যাট সহ) !!!!!!!!!!

আরে ভাই ! এটা একটা আস্ত চোর।

বাংলাদেশ এর মোবাইল অপারেটরদের কল রেট এর আসল মর্ম (আসলে প্রতি মিনিট কতো টাকা কাটে)যে আবিস্কার করতে পারবে তাকে আর আলাদা করে ম্যাথমেটিক্স এর উপর “পি.এইচ.ডি” করতে হবে না। আজ কালকার বাচ্চাদের স্কুলে অংক না শিখিয়ে মোবাইল আপারেটর এর কল রেট এ্যনালাইসিস করতে দিলেই ১০ম শ্রেণী পর্যন্ত পাশ হয়ে যাবে। এই ভানুমতির খেল যে আর কতো দেখাবে এরা! ইহা করিলে উহা হইবে, এই করিলে ওই পাইবেন, আর ভাল লাগে না এসব। কালকে একুশে টিভির ৭টার খবরে উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছিল হিরক রাজার দেশ কাকে বলে।

Level 0

এয়ারটেল হল বাংলাদেশের সেরা বদ কোম্পানি ! GP টাকা বেশি নিলেও সার্ভিস ভাল দেয় । কিন্তু ওই শালারা সার্ভিসও দেয় না । তবে সব এয়ারটেল Userদের উদ্যেশ্যে বলছি , আপনারা *121*9*2# dial করে তাদের আজাইরা SMS বন্ধ করতে পারবেন ।
http://www.marattok.com

Level New

Ami akdin customer care e phone koira koilam j amar phone e bonus er 55 taka ase seta ki vabe use korbo, beta ki ki jeno deikha koilo j off net e kotha bolle apnar bonus katbe, then dilam off net e call kintu amar main balance sesh hoya gelo, bonus bonus i thaklo, aaj porjonto o sei bonus use korte parinai

Level 0

এয়ারটেল আসলেই চরম ফাউল …

Level 0

So that’s why call korle eto tk kate

Level 0

আমাদের এখানে এয়ারটেলই বেস্ট কম্পানি(ভারত)। এরাই একমাত্র 4G ইন্টারনেট সার্ভিস দেয়। আপনাদের ওখানে এত খারাপ পরিষেবা দেয় কেনো জানিনা।

    Level 2

    @jiko: আমাদের এখানে খারাব সেবা দেয় কেনো জানেন? বাংলাদেশে এয়ারটেল এসেছে পিরিতের টানে। কোটি টাকার সম্পত্তি কিনেছে ১ লাখ টাকায় । কর ফাকি দিতে। কিছু রাজনৈতিক কারন আসে বাংলাদেশি মার্কেটএ ঢোকার, সেই কথা থাক আপাতত

      Level 0

      @omi97: কোটি টাকার সম্পত্তি কিনেছে ১ লাখ টাকায়। অবিশ্বাস্য!!! কি বলছেন দাদা। আর রাজনৈতিক কি কারন থাকতে পারে??

এজন্যই তো এটা ফেলে দিয়ে রবি নিলাম।নেট স্পিডে কিছুটা সমস্যা থাকলেও সার্বিক বিচারে এটা নিয়ে শান্তিতে আছি। 🙂

হেঃ হেঃ হেঃ হেঃ
এইজন্য আমি কখনো লোড করি না। কার্ড দিয়ে রিচার্জ করি।
কি দরকার এত ঝামেলা মাথায় রাখার।

Level 0

ami airtel ar banglalink ar moto faul sim kono din e use kore na.

Pura e Falto service. majhe majhe oder web site a o duka jayna…. bhabtesi use kora chere dibo….

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামুয়ালাইকুম, আমি মোঃ আসাদুদুজ্জামান (শুভ)। আজকে আপনাদের টাকা উপার্জনের ব্যাপারে কিছু তথ্য দিব। আমি ওডেস্ক এ কাজ করি , প্রায় ১ বছর থেকে। আমার এক ক্লাইন্ট (নিউজিল্যান্ড) এর এবং তার সাথে আমি দির্ঘ্ দিন ধরে কাজ করি। তিনি ওডেস্ক এর একজন ভাল বায়ার। আমি তাকে চিনি কাজ এর দিক থেকে খুবেই সিরিয়াস এবং অনলাইনে বেশকিছু পপুলার ওয়েব-সাইট আছে তার এবং তার প্রত্যেকটি কাজের সর্বোনিম্ন আওয়ারলি রেট ১০ ডলার। যাই হোক কাজের আলাপে আসি, তিনি একটি ওয়েব-সাইট স্টার্ট করেছেন অনলাইনে উপার্জনের উপরে এবং এখানে জয়েন সম্মপুর্ন ফ্রী। একটা কথা আমি ব্যাক্তি গত ভাবে বলতে চাই, টাকা উপার্জন করা আসলে ততটা সহজ না। আর আমি এই ওয়েব-সাইট থেকে উপার্জন করি না, কেননা কাজটা করছি ওডেস্ক থেকে আর এই চান্স এ হাল্কা টিউন করার সময় হয় আর কি। আপনাদের কে গুরুত্বপুর্ন একটা কথাও বলতে চাই, যারা টাকা উপার্জন করতে চান তারা করতে পারবেন যদি তার অভিজ্ঞতা ও ইচ্ছা থেকে। কিন্তু দুটো থাকার পরেও আপনি ১০০% পাবেন না যদি আপনি এটা করবো ওটা করবো, এটার থেকে ওটা ভালো এই নয়-ছ্য় করতে করতে আপনার সময়টা কিল করেন(বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন)।তো সব কথার একটাই কথা, ভাই যেটা ধরবেন , সেটার শেষ দেখে ছারবেন, তানাহলে আপনাকে শেষ দেখতে হবে। এই যা টিম স্টার্ট করা কিন্তু কাজের আলাপের সাথে নিজের মনের কথা বললে ফেললাম। যাই হোক ভাইয়া আপনারা চাইলে http://www.shuvomill.thecustomeradvantage.com/ লিঙ্ক এ গিয়ে সাইন-আপ করুন। আমি ভাইয়া টিউন না করলেও টিউন পড়ি, আর তাই এও জানি যে আপনাদের কিছু প্রশ্নের উত্তর যদি আমি আগেই দিয়ে রাখি তাহলে আর কমেন্ট এ তেমন বক বক করতে হবে না কিছি সন্দেহ প্রবন লোক এর সাথে। আমার লিঙ্কটাতে দেখবেন প্রথমে shuvomill.thecustomeradvantage আছে আর তাই অনেকে বলতে পারে রেফারেল। হ্যা , এটা রেফারেল কিন্তু টাকা উপার্জনের জন্য নয় এটা হিসেব এর জন্য। আর কি , আর কি। ও হ্যা এটার কাজ কি http://youtu.be/w0F1VZtYWpg ভিডিওটা দেখুন। আরো জানতে চান… কোন সমস্যা নাই- http://youtu.be/uaXtMzmzdJ8 । যাই হোক কারো যদি আরো জানার থাকে কমেন্ট করুন অথবা –skype- shuvonill আর ফেসবুক – http://www.fb.com/ashuvonill আর ভাইয়া রেকু পাঠাইলে “Tune” এই লেখাটা ম্যাসেজ এ উল্লেখ করিয়েন প্লিজ। আপনাদের অনেক ধন্যবাদ আমার বকবকানি শোনার জন্য। তবে শেষ বারেও বলে রাখি ব্যাক্তিগত ভাবে, আমার বায়ার খুবেই সৎ একজন মানুষ তাই আশা করি কাজের পাশাপাশি উপার্জন করার পথ হিসেবে নিতে পারেন।

ভাগ্যিস, বাতাসটেল ইউস করি না ;-/

এয়ার টেল এম এম এস সেট করতে তাদের ওযেভ ঘুরে কিছু পাইলাম না। পরে ৩ টাকা দিয়ে সেটিং নিলাম।
কিন্তু গ্রামীন ফ্রি পাই। বেস্ট অফ গ্রামীন

১৭০ টাকা ১ জিবি পাবেন এস এস এস দেখে আমি তো পাঙ্খা পরে কিনার পর মেসেজ আসলো রাতে ব্যাবহার করতে হবে। এয়ারটেল এই ব্যাবহার আমি এই জীবনে বুলবো না। মাদার সোদ এয়ারটেল সেবা।

এয়ারটেল সিম মডম যখন বাতি আফ ডাইন করে কয়েক মিনিট পর অটো ডিসকান্টে। কনু ফাইল ডানলোড আফলোড করা যায় না। বার বার ডিসকান্টে । ১ নং ফালতু এয়ারটেল । আমি আমার শুত্র কে এই সিম ব্যবহার করতে সব সময় উপদেশ দেই।

এয়ারটেল সিম চিক চিফ । অনেক চায়না সেটে সাফট করে না। এক নং ফালতু এয়ারটেল।

IT IS MY DREAM TO ACCESS A CALL OTHER OPERATOR OR AIRTEL NUMBER FROM AIRTEL SIM IN ONE TIME,TWO TIME,THREE TIME…………………35 TIMES TRY.AIRTEL OTHER PROBLEM IS CALL DROP.THIS IS COMON PROBLEM.WHEN U WILL CONVERSATION WITH OTHER OPERATOR OR AIRTEL NUMBER,OVBOUSLY U WILL GET 2 TIMES CALL DROP IN ONE MINUTE.AIRTEL IS SUPER FLOP COMPANY IN OUR BD.

Level 0

vai amader basay 7 ta airtel sim use kortam. tk recarjer 5 miniter moddhe balance 0 hoye jay, sobar ek e problem, cc te phn deate mohila koy ami naki net use korsi proti kb 14 poysa kore katse, othoco amr sim phn ei 7 din lagainai,r gp mms thakte tk dia net use kormu amk ki pagolkokure kamraise? disi sim bondho koira

Level 0

কই যামু ভাই। সবগুলাতেই একি অবস্থা ……….. হালার এগুলার চেয়ে মনে হই স্ক্যাইপি ভাল 😀

১০ টাকা ৩০ দিন মেয়াদ অন্য অফেটার। আর মাদার চোদ এয়ারটেল ৭ দিন পর মেয়াদ শেষ । এয়ার টেল মারে বুইনেরে সালাম।
কেউ যদি না যেন থাকেন রিকুয়েস্ট থাকবে এয়ারঠেল আরা ফোন্দা সিম নিবেন না । আমার এয়ারঠেল সিম টয়লেটে ফেলে দিছি 🙁

Level 0

আমি SIM গুলো আমি বগুড়া customer
care হতে কিনেছিলাম । আর আমার
নামে, আমার ID card, Photo
দিয়ে কেনা ছিল। আমি একবার SIM
গুলো হারিয়ে ফেলি। যেহেতু
আমার নামে, আমার ছবি দিয়ে SIM
কিনেছিলাম। তাই SIM
গুলো দিয়ে কেউ যেন
কোনো খারাপ কাজ
করতে না পারে এই
ভয়ে বগুড়া থানায়
জিডি করেছিলাম । এখন SIM
গুলো যেহেতু অন্যদের
নামে registration করা তাই ঐ ভয় আর নাই।
আমি SIM গুলো ব্যবহার করতাম না।
কিন্তু মনের মদ্ধে ভয় ছিল SIM
গুলো নিয়ে। কারন নিজের
নামে registration করা SIM তো তাই ।
আমি ইচ্ছা করলে SIM গুলো documents
দিয়ে তুলতে পারব। বগুড়া customer
care যত কথাই বলুক। কিন্তু তুলব না।
আর রেজিস্ট্রেশন করা SIM
নিয়া জিডি করতে চাই না।
আমার নামে registration
না থাকলে কি থানা আমাকে জিডি করতে দিত?
থানা আমার কাগজ দেখেই
তো জিডি নিয়েছিল , তাই না?
আবার তারাও আমার নামে registration
আছে দেখেই Bogra customer care SIM
replacement করে দিয়েছিল । আমার
কাছে প্যাকেট, registration Form,
replacement paper সব আছে। এখন আমি GP
ব্যবহার করছি। তাছাড়া Airtel এর
network coverage ও ভালো না। তাই
বেচে গেছি জিডি এর
ঝামেলা থেকে।
আমার খারাপ লেগেছে এই Airtel operator
এর কান্ড দেখে। যে SIM
গুলো তারা একটু বেশি দিন বন্ধ
দেখতাছে ঐ গুলো তারা ভিন্ন
নামে বাজারে ছেড়ে দিচ্ছে,
নতুন SIM এ তো সরকারকে নতুন
করে ভ্যাট-ট্যাক্স দিতে হতো।
আর পপুরনো SIM e তো আর
তা দিতে হচ্ছে না। যার
ফলে আমাদের সরকার তথা আমাদের
দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ
রাজস্ব। আর airtel দিচ্ছে ভ্যাট
ফাঁকি। কারন তারা পুরনো SIM ই
বাজারে ছাড়ছে। আমাদের
সরকারের এই বিষয়ে নজর দেয়া দরকার।
অন্য কোনো operator এই কাজ
করলে তাদেরও শাস্তির
ব্যবস্থা করা দরকার। কারন
যে কম্পানি রাজস্ব
ফাঁকি দিতে চায় তার motive কখনোই
ভালো হতে পারে না।