জবাব দেবেনকি টেক টিউনসের কর্তৃপক্ষ ?

গত এপ্রিলের ৪ তারিখ ২০১০ এডোবি ফটোশপের ট্রায়াল ভার্সনকে কিভাবে ফুল ভার্সন হিসেবে ব্যাবহার করা যায় এর উপর একটি টিউন করি কিন্তু টিউনটি কেন পেন্ডিং করা হলো তা আমার কোনভাবেই বোধগম্য হয়নি আশারাখি যথাযথ কর্তৃপক্ষ এর সঠিক জবাব দেবেন এছাড়া এপর্যন্ত আমি প্রায় ৭/৮ টি টিউন করি কিন্তু আমার পোস্টের সংখ্যা সবসময়-ই ১-এ সীমাবদ্ধ থাকে, টেকটিউনসে কেনো এমন হয় কর্তৃপক্ষ মতামতের মাধ্যমে জানালে আমরা সবাই বিশেষ করে আমি উপকৃত হবো। এখানে উল্লেখ্য, উপরোক্ত টিউনটি ১০০% কপি পেস্ট মুক্ত এবং টেকটিউনসে এপর্যন্ত এনিয়ে কোনো টিউন করা হয়নি।আমার মতে কোন টিউন পেন্ডিং করার পূর্বে টিউনারকে যথাযথভাবে জানানো উচিৎ।

Level 0

আমি fnchowdhury। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

apnar upor ghovir sorojontro choltese…
hahahahaha
‘mind korben na..emni moja korlam..

    ঠিকই বলেছেন।ধন্যবাদ

আমিও কর্ত্রীপককের জবাব জানতে চাই / অন্যতায় ধরে নিব তাহারা সবার প্রতি সমান বিচার করেন না

টিক ই আছে। মানুষ রে খালি চুরির বুদ্ধি শেখালে এই রকম টা হয়।
চুরি ছাড়া আরি কি কিছু পারেন? পারলে তাই শেখান। চুরি পন্থা বাদ দিন।

এমন নয় যে দেশে অরজিনাল সফট পাওয়া যায় না। পাওয়া না গেলে নয় স্বাগতম জানাতাম।
আর সামর্থ না থাকলে ওপেন সোর্স এর সফটওয়ার ইউজ করেন।

    বানান ভুলের জন্য দুঃখিত।

    ভাই ৯৯৯ ডলারের সফটওয়্যার কিনে ব্যবহার করা আমাদের জন্য অসম্ভব হয়তোবা আপনার সামর্থ্য থাকতে পারে আর ওপেন সোর্সের সফটওয়্যার দিয়ে যদি সব করা যেতো তাহলে এতো দামী সফটয়্যার গুলোর প্রয়োজনই বা কি? আপনি বলুনতো আপনার অপারেটিং সিস্টেম কি অরজিনাল? টেকটিউনসে এধরনের টিউন প্রায়ই হয়ে থাকে।

আশারাখি যথাযথ কর্তৃপক্ষ এর সঠিক জবাব দেবেন

টিউন গুলো দেখতে পারলে বলা যেতো ঘটনা কি । তবে মানসম্মত টিউন করলে অবশ্যই প্রকাশ করা হবে।

আপনার পোষ্ট এ কি সিরিয়াল কি বা ক্রাক ফাইল সরাসরি দিয়েছিলেন?
https://www.techtunes.io/terms/ নিয়ম গুলো দেখে নিন ।

    কর্তৃপক্ষকে টিউনটি মুছে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

    আচ্ছা

হূমম টিউন পেন্ডিংয়ের সময় জানানো উচিত যে কি কারনে পেন্ডিং করা হল

আশা করি আপনি এর জবাব পাবেন তবে সব চেয়ে ভাল হত ঘটন ঘটার সাথে সাথে জানালে

amer to aita nitto diner beper amer base post pending hoiya roice

বাংলাদশে সব জায়গায় অরাজকতা ।আপনার সমস্যার সমাধান চাই ।নাই পাইলে ধরে নেবেন মোডারেটরের কাজই ডিলিট করা ।

    Level 0

    @banglarchele: প্রকাশিত হয়েছে : 5 April, 2010 আপনি তো আদিম যুগে চলে গেলেন 😉