গতকাল বাজারে এসেছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত নতুন প্রযুক্তির টাচ্স্ক্রিন ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড।
আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে এ ট্যাবলেট কম্পিউটার বিক্রি করছে অ্যাপল। বাজারে আসার আগের দিন থেকেই বিক্রয়কেন্দ্রে ভিড় করেছিলেন আইপ্যাড ক্রেতারা।
যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হলেও এ মাসের শেষে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বাজারেও পাওয়া যাবে আইপ্যাড।
গবেষণা প্রতিষ্ঠান ক্রস রিসার্চের বিশ্লেষক শ্যানন ক্রস বলেন, 'অ্যাপলের অন্য সব পণ্যের চেয়ে আইপ্যাড বিক্রির পরিমাণ অনেক বেশি হবে বলে আমি মনে করি। প্রথম বছরে ৪০ থেকে ৫০ লাখ আইপ্যাড বিক্রি হতে পারে। আইপ্যাডটি দেখতে অনেকটাই আইফোনের মতো। এতে রয়েছে ৯.৭ ইঞ্চি স্পর্শনির্ভর স্ক্রিন, ১৬ থেকে ৬৪ গিগাবাইটের ফ্লাশ মেমোরি, এক গিগাহার্টজ অ্যাপল প্রসেসর, বিল্ট-ইন ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ সুবিধা।
অ্যাপলের আইপ্যাডটি ওয়েব সার্ফিং, ভিডিও দেখা, গান শোন গেইমস খেলা এবং ই-বুক পড়ার জন্য বিশেষভাবে তৈরি। অ্যাপলের সব বিনোদন অ্যাপ্লিকেশন, আইফোনের আইটিউন এবং অ্যাপস্টোরের অনেক অ্যাপ্লিকেশনই যুক্ত করা হয়েছে আইপ্যাডে, জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
২০০৭ সালে আইফোন বাজারে আনার পর এটিই অ্যাপলের উল্লেখযোগ্য পণ্য বলে মনে করছেন প্রযুক্তিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিভিন্ন মডেলের আইপ্যাডের দাম ৪৯৯ থেকে ৮২৯ ডলার।
আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।
কেন? ২০২১ সালে, জানেন না দেশ ডিজিটাল হইয়া যাইব।