টেকটিউনস জরিপ : মার্চ মাসের জরিপের ফলাফল এবং নতুন ঘোষনা

টেকটিউনস জরিপে সবোর্চ্চ ভোট পড়ার মধ্য দিয়ে শেষ হলো টেকটিউনস এর মার্চ মাসের জরিপ ।সর্বমোট ভোট পড়েছে ৩১৬ টি । আপনারা অনেকেই জানেন বা বুঝে গেছেন এই জরিপে জাল ভোট দেবার সুযোগ রয়েছে এজন্য নির্দিষ্ট সময়ের আগেই জরিপ বন্ধ করে দিয়েছি ।তাহলে চলুন দেখে নেই সর্বশেষ জরিপের ফলাফল

জরিপের ফলাফল

জরিপের প্রশ্ন ছিল আপনি কোন ধরনের নেট কানেকশন ব্যবহার করেন?
এই জরিপে মোট ভোট পড়েছে ৩১৬ টি
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ----১৬১ জন
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ---১৪২ জন
ওয়াইম্যক্স ব্যবহারকারী ---------১৩ জন

সুতরাং দেখাই যাচ্ছে টেকটিউনস এর ভিজিটরদের মাঝে সবচেয়ে বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে তারপর ব্রডব্যান্ড তারপর ওয়াইম্যাক্স ।

নতুন ঘোষনা

আপনারা অনেকেই জানেন টেকটিউনস এর জরিপে একটা বাগ আছে এজন্য একজন ইউজার ইচ্ছামত ভোট দিতে পারে যতখুশি যতবার আর এই সুযোগ অনেকেই একাধিক ভোট দিয়েছে। তাই এই বাগ ঠিক না হওয়া পযর্ন্ত আপাতত জরিপ বিভাগ স্হগিত করা হলো ।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dhaka aschila?

আমার দল জিতেছে 😀

কথাটা ঠিক না যে একাধিক ভোট দেয়া যায। এক আইপি দিয়ে একটার বেশী ভোট দেয়া যায় না আমি অনেকবার চেষ্টা করছি।

    পরে অন্য আইপি দিয়া জাল………….না কিছু না

    শাকিল ভাই আমি আমার নিজের কম্পিউটার হতে একাধিক ভোট দিয়েছি কোন ধরনের আ্‌ইপি চেন্জ করা লাগেনা ।

    ডায়নামিক আইপি আপনারটা তাই হতে পারে এভাবে সামুতেও এক আইডি দিয়া +/- দেয়া যায়।

    সব দোষ শাকিল ভাই এর।
    আমি কিচ্ছু করি নাই। 😛

মিয়া ভালাই শুরু করছেন, তো নতুন কোন টিউন আছে নাকি?

Jorip ta to valoy lagcilo, kobe abar chalu hobe vai?

Level 0

AMI NATUN BANGLA LIKHTE PARCHINA. NEED HELP

Level 0

বাংলায় লিখতে পেরেছি। আমার XP Original করতে চাই, লিংক দেবেন, Please

    যেহেতু আপনি নতুন , আপনাকে বলব আপনি techtunes এর সব গুলো টিউন পড়েন, আসা করি techtune এ খুজে পাবেন।
    এরপর microsoft security tools আন্টি ভাইরাস নিয়ে একজন ভাইয়া টিউন করেছিলেন, ওই টিউনে একটা কমেন্টে ভাইয়া এক্সপি অরিজিনাল করার লিঙ্ক দিয়েছিলেন, আসা করি খুজে পাবেন, কারন microsoft security tools ব্যবহার করতে হলে আপনার এক্সপি অরিজিনাল হতে হবে।
    এছাড়া এক্সপি অরিজিনাল নিয়ে আরো টিউন হয়েছে। আমি আপনাকে এখন লিঙ্ক দিতে পারছিনা বলে দুক্ষিত।

techtunes আসলে আসাধারন,ধন্যবাদ সবাই কে সৈয়দ মুন্না ।

Level 2

nohash kamon acho

Level 2

dxffhgj