সাপ্তাহিক ডিজিটাল সময় ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ: কার কি করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক আজ রবিবার দৈনিক আমাদের সময়ের বাংলামোটরস্থ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকটির সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউরিভার্সিটির , চেয়ারম্যান জনাব সবুর খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব স্থপতি ইয়াফেস ওসমান।
অনুষ্ঠানে ড. লুৎফর রহমান বলেন, ‘ রুপকল্প ২০২১ এর সাথে ডিজিটাল প্রযুক্তির রয়েছে গভীর স¤ক্সর্ক। বর্তমানে দৈনন্দিন ও রাষ্ট্রীয় কর্মকান্ড তথ্যপ্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। আগামী দিনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ন ব্যাপার হলো ই-গভর্নেন্স, ই-কমার্স, ই-এডুকেশন, ই-মেডিসিন, ই-এগ্রিকালচার, অর্থ্যাৎ তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসন। এসব প্রযুক্তি ছাড়া বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মাঝারি আয়ের দেশে পরিণত করা সম্ভব হবেনা। সরকারের পাশাপাশি প্রত্যেক ব্যাক্তিকেও ব্যাক্তিগত ভাবে এ রুপকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। ইন্টারনেটের সম্প্রসারণ, স্ব-উদ্যোগে সব রকম তথ্যকেন্দ্র স্থাপন, ওয়েবের সম্প্রসারন ইত্যাদি সহ নানান েেত্র ব্যাক্তিগতভাবেও অবদান রাখা সম্ভব বলে আমি মনে করি।’
স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘বাংলাদেশ সরকার যে রুপকল্প ২০২১ পরিকল্পনা করেছে তা বাস্তবায়নের জন্য অনেক পদপে গ্রহন করা হয়েছে। সরকার এ রুপকল্প বাস্তবায়নে বদ্ধ পরিকর। এজন্য সকলেরই সহযোগিতা প্রয়োজন। সরকার ইতিমধ্যে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইলে দূর্যোগের খবর, ইন্টরনেট ও ইমেইলের সম্প্রসারণ, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই এলাকা স্থাপণ, ১২৮ টি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপণ, ৬৪ জেলার ওয়েবপোর্টাল তৈরি সহ নানান উদ্যোগ বাস্তবায়ন করেছে।’
সবুর খান বলেন, ‘আমাদের দেশ ফ্রিল্যান্সিংয়ে সারাবিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে এটা সত্যিই অনেক সুখকর একটি সংবাদ। তবে দু:খজনক হলেও সত্য ফ্রিল্যান্সারদের টাকা পাওয়ার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এ প্রতিবন্ধকতাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তবে ফ্রিল্যান্সিং আমাদের দেশর আর্থিক অবস্থার পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
গোলটেবিল বৈঠকে আরোও উপস্থিত ছিলেন নাঈমুল ইসলাম খান, হাবিবুল্লাহ এন করিম, মাহাফুজুর রহমান প্রমুখ।
আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।
লাল দাগ দেওয়া কোডিং গুলা আসে কেন? কেউ জানাবেন একটু? মন্তব্যের সাথে ছবি যুক্ত করতে পারলাম না। ছবি দেখে নিতে পারেন টিনিপিক ডটকম থেকে। আশা করি কেউ না কেউ এ সমস্যার সমাধান দিবেন।