আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
এক এক করে আজ ১০০তম টিউনে পা রাখলাম 😆 সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি প্রথম টিউনে বলেছিলাম টেকটিউনসের বলে আমি ট্রেনিং সেন্টার দিতে সাহস করেছিলাম । টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু এখনো শিখতেছি, দোয়া করি টেকটিউনস আরো অনেক দূর এগিয়ে যাক।
ফিরে দেখা :
এক এক করে টেকটিউনসে তিনটি চেইন করে ফেললাম আমি ভাবতে পারি নাই আমি চেইন টিউনার হব! (আলহামদুলিল্লাহ চেইন টিউনার হয়ে গেলাম) নিচে আমার চেইন টিউনের লিঙ্ক এবং ছবি দেওয়া হল।
১। ফটোশপের যাদু নিয়ে প্রথম চেইন টিউন :
২। নতুনদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে দ্বিতীয় চেইন টিউন :
৩। প্রযুক্তি ব্যবহার করে আরবী শিখুন নিয়ে তৃতীয় চেইন টিউন :
শুধু তাই নয় টেকটিউনসে আমি আমি টপ টিউনারে লিষ্ট গিয়ে দেখি আমার নামও টপ টিউনার এর মধ্যে ২১ নম্বরে। আপনার দোয়া করবেন যেন ভালো ভালো টিউন করে টপ টিউনারে ১ নাম্বার লিষ্টে যেতে পারি। নিচে আমার টপ টপ টিউনারের ছবি।
আর টেকটিউনসের অভিজ্ঞ টিউনারের টিউন পড়ে আমি একটি ব্লগ সাইট বানিয়ে ছিলাম শিখার জন্য এবং অনেক কিছু শিখলাম ব্লগ সাইট তৈরি করতে গিয়ে এবং মনে করেছিলাম ব্লগ সাইট নিয়ে চেইন টিউন করব। তা আর হল না ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে ব্লগের খুটিনাটি নিয়ে টিউন করার আশা আছে। নিচে আমার ব্লগ সাইটের ছবি ও লিঙ্ক :
আলহামদুলিল্লাহ অবশেষে ওয়ার্ডপ্রেস নিয়ে নেমে পড়লাম এবং শেষে ডোমেইন আর হোষ্টিং নিয়ে ওয়েবসাইটের কাজ করা শুরু করলাম ব্লগ সাইট থেকে ওয়ার্ডপ্রেস এ কাজ করে অনেক মজা পাইলাম। এক এক করে সুন্দর করে ফুটিয়ে তুললাম জানিনা কেমন হল আমার ওয়ার্ডপ্রেস সাইটটি আমার ওয়ার্ডপ্রেস সাইটের ছবি ও লিঙ্ক :
আর সময় পেলে আমার ওয়েব সাইটটি ঘুরে আসবন।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Congratulations!!!!
Hope u will stay with us more longer…. 🙂 🙂 🙂