[ম্যাজিক] রুমাল কেটে আবার জোড়া লাগান । পর্ব ১

আজ থেকে হাতের কায়দায় ম্যাজিক শেখার ধারাবাহিক পোস্ট করবো

জাদুঃ

মন্চে জাদুকর এস পকেট থেকে একটা রুমাল বের করে । দর্শক দের বল্লোঃ আমি এই রুমালটা কেটে আবার জোড়া লাগিয়ে দিবো ।

আমরা অনেকেই ভাবি যে এটা নিশ্চয় মন্ত্র হবে । তাই আজ আমি ওই সব ভন্ড জাদুকরের মুখোশ খুলে দিলাম ।

উপকরন:

এই অবাক করা যাদুর খেলাটা দেখাতে হলে চাই একটা বারো ইন্চি সাইজের হলদে রং এর সিল্কের রুমাল । একই ধরনের হলদে সিল্কের একটা তিন ইন্চি সাইজের রুমাল অথবা কাপড় । আট ইন্চি লম্বা এবং এক ইন্চি ব্যাসযুক্ত একটা কাগজের টিউব । একটা ধারালো কাঁচি ।

প্রস্তুত প্রনালীঃ

যে কোন শক্ত ধরনের একটা কাগজ পাকিয়ে আট ইন্চি লম্বা এবং এক ইন্চি ব্যাসযুক্ত টিউবটি তৈরি করে নাও । টিউবটা তৈরি হওয়ার পর কাগজের খোলা দারটা আঠা দিয়ে জুড়ে নেবে । যাতে এটা খুলে না যায় । আঠা শুকিয়ে যাওয়ার পর একটা স্থায়ী টিউব তৈরি হয়ে গেলো ।

তিন ইন্চি সাইজের সিল্কের টুকরোটি টিউবের যে কোন একটা প্রান্তে দিয়ে ভেতরে ঢুকিয়ে রাখবে । যাতে বাইরে থেকে সেটা দেখতে পাওয়া না যায় । আবার খুব বেশি ভেতোরেও ঢুকিয়ে দেবে না । এমন জায়গায় সেটা থাকবে যাতে ইচ্ছামতো আঙ্গূল দিয়ে বার করে আনা চলে ।

এই কায়দা করা টিউব এবং কাঁচিটা থাকবে টেবিলের ওপর । বারো ইন্চি সাইজের রুমালটা ভাঁজ করে পকেটে রেখে দেবে ।

এখন তুমি খেলাটা দেখানোর জন্য প্রস্তুত ।

কৈশলঃ

১২ ইন্চির রুমালটা নিয়ে বলবেন এটা আমি কেটে ফেলবো । আবার জোড়া লাগিয়ে দিবো ।
হাতের রুমালটা টিউবের ভেতোরে প্রবেশ করান এবং এক অংশ বাহিরে রাখুন । আবার টিউবের অন্য প্রান্তে এর ভেতোরের আগের থেকে রেখে দেয়া রুমালের কিছু অংশ বের করে দেন ।

তাহলে দেখা যাবে যে টিউবের দু পাশে রুমালের ২ অংশ বের হয়ে আছে । এবার একটা ধারালো কাঁচি দিয়ে ঠিক মাঝ খান দিয়ে কেটে দিন । তাহলে টিউবটি দুখন্ড হয়ে যাবে ।

সবাই ভাববে সত্যি সত্যি রুমালটা কেটে গেছে । এবার রুমালটা জোডা লাগানোর পালাঃ
কাটা টিউবটা একসাথে ধরে রুমালের দু মাথা ভেতোরে রেখে দিন । এবার আগে থেকে রাখা ৩ ইন্চির রুমালটা বের করে সবাইকে দেখান যে রুমালটা ঠিকই আছে ।

নোটঃ
আমি প্রোফেশনাল কোন জাদুকর নয় । তাই নিজের ভাষায় লিখলাম । কারো বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট করবেন ।

Level 0

আমি TipsTune.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

karap na….aro post chai…

দারুন হল। ধন্যবাদ আপনাকে, আরও ভালো ভালো টিউনের আশায় রইলাম।

কিন্তু আগে থেকে যদি কাগজের পাইপটা পাবলিক দেখতে চায়?

    @imran ahmed:
    পোস্টেই বলা আছে যে আমি ম্যাজিসিয়ান না এবং এটা মন্চের জন্য না । এটা ঘরোয়া পরিবেশের উপযোগি

ফাটাফাটি!

Level 2

Get Daily Free Updates New & Old English,Chines,Tamil,Dual Audio ,Hindi Dubbed, PC,Software,
Pc Games, & More Much Free Resumble Single Links Downnloads Only AT http://worldfre4u.blogspot.com/

১২ ইন্চির জায়গায় যদি ৩ ইন্চি দেখে মাইর লাগায় তাইলে?!