টরেন্ট বব্যহারকারীদের জন্য একটা দুঃসংবাদ। তা হচ্ছে আপনার-আমার অতি জনপ্রিয় টরেন্ট সাইট Kickkas Torrent সংক্ষেপে Kat.ph আর বব্যহৃত হচ্ছে না। কয়েকদিন আগে যুক্তরাজ্যের আদালতে এই সাইট সহ আর কয়েকটি সাইট বন্ধ করার নির্দেশ দেয়। এর পর থেকেই Kat.ph এর ডোমেইনটি ডাউন করে দিয়েছে। যার ফলে সাইটটিতে এখন আর প্রবেশ করা যাচ্ছে না। যদিও অন্যান্য সাইটগুলোতে এখনো প্রবেশ করা যাচ্ছে।
তবে হতাশ হবার কোন কারন নেই। একটি ডোমেইন বন্ধ হয়েছে তো কি হয়েছে। ডোমেইনের কি অভাব আছে নাকি?!
Kickass.to দিয়ে আপনি সহজেই প্রবেশ করতে পারবেন। এছাড়াও আরো কিছু কোডোমেইন এবং প্রক্সি সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে সহজেই এই সাইটে প্রবেশ করা যাবে। বিস্তারিত দেখতে পারেনঃ http://kickassunblock.info/search/kickasstorrent$/. এখানে গিয়ে উপরে বামপাশ থেকে আপনার পছন্দমত প্রক্সি দিয়ে প্রবেশ করতে পারেন।
আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন এবং এক্সক্লুসিভ কিছু টিপস & ট্রিকস নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকেন।
আল্লাহ হাফেজ।।
আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hello World! I am here for learnig..
কিকএ্যাসটা জোশ ছিল।