অবশেষে টনক নড়ল নোকিয়ার ! বিশ্বের সব বড় বড় সব প্রতিষ্ঠান যেখানে Android নিয়ে নিত্য নতুন কৌশলে ব্যাস্ত , সেখানে নকিয়া সিম্বিয়ান আর উইন্ডোজ নিয়েই পড়ে ছিল। ফলাফল যা হবার তাই হল। স্মার্টফোনের বাজার প্রায় পুরোটাই iPhone আর Andoid এর দখলে চলে গেল ! যাই হোক, পুরনো সাম্রাজ্য ফিরে পেতে মরিয়া নকিয়া এবার বাজারে নিয়ে আসতে পারে Android ৪.০ চালিত NOKIA N1!! এমনটাই শোনা যাচ্ছে ওয়েবে।
দেখাই যাক Samsung, Sony, HTC এর মত জায়ান্তদের সাথে কতোটা প্রতিযোগিতা করতে পারে নকিয়ার Android চালিত ফোনগুলো ।
আসুন দেখে নেয়া যাক কি আছে নকিয়ার প্রথম এই Android ডিভাইসে -
আমি বিপ্লব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি প্রযুক্তির সাথে থাকতে। মনে প্রানে বিশ্বাস করি , মানুষের শেখার শেষ নাই। তাই নিত্যই শিখে চলেছি ..
যাক, নকিয়া আবার ফিরে আসছে।