আসসালামু আলাইকুম
আজ অনেকদিন পরে ব্লগে লিখতে বসছি। তা সকালটা একটা খুশির খবর দিয়েই শুরু করা যাক! বাংলাদেশ অবশেষে ইউটিউব খুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দীর্ঘ ৮ মাসের অত্যাচারের পরে সরকারের টিডিং-টিং-টিডিং হয়েছে 😛
কবে আর কেন ইউটিউব বন্ধ হয়েছিল, তা আর নতুন করে মনে করিয়ে দিয়ে নিজেদেরকেই আর অপমান করতে চাই না। যদিও ইউটিউব বন্ধ হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝিতে। তবে যাদের প্রয়োজন তারা বিভিন্ন উপায়ে ইউটিউব ব্যবহার করে গেছেন। যাই হোক, এখন থেকে আর তা করার দরকার হবেনা, স্বাভাবিকভাবেই ব্যবহার করুন ইউটিউব।
অনেকের মত ব্যক্তিগতভাবে আমিও ইউটিউব ব্যানের বিপক্ষে শুরু থেকেই অবস্থান করেছি। টেকটিউনস এ অক্টোবর মাসে লিখেছিলাম “বাংলাদেশে ইউটিউব ব্যান কতটা যুক্তিযুক্ত”, এই পোস্টটি। অনেকেই লেখাটি বুঝতে পারলেও, সরকারের ৮ মাস লেগে গেল মাথায় ঢুকতে 😀
যাই হোক, এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না। আশা করি খবর পেয়ে সকলেই খুশি হয়েছেন। এই খুশিতে আমার ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন! 😉
সবাই ভাল থাকুন, শীঘ্রয়ই দেখা হবে। আর ফেসবুক/টুইটার/গুগল প্লাস এ যোগ দিতে পারেন গল্প করতে।
আমার লেখা অন্যান্য কিছু পোস্টঃ
আমি Howard Robles। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হে হে 😀 আমি তো দেখি বোকা সেজে গেলাম। খবরটা তো গতকালকেই পোস্ট করে দিছেন আরেক ভাই 😛
আচ্ছা সমস্যা নাই, উনি দিছেন রাত ৮ টার খবরে, আমি দিলাম সকাল ৭ টায়! টিভি উপস্থাপকের পরিবর্তন আর কি 😉