Moneybookers বনাম আমি!!২টা ম্যাচ, ৪৮৭ ডলারের পুরস্কার !! টিকিট খরচ আবার আমার !!

শুরু হল প্রথম খেলাঃ

আমার অনেক কষ্টের ২৭২ ডলার আসলো আমার Moneybookers Account এ!
Moneybookers Account এ লগিন করলাম দেখলাম সব ঠিক আছে। কিছু পর আবার লগিন করে ডলার টা সেন্ড করতে গেলাম
আর তখনি বোল্ড আউট হলাম।
তারা বলছে আপনার অ্যাকাউন্ট টা কিছু কারনে ব্লক করা হয়ছে। মনে করলাম নো বলে আউট দিয়েছে।
তাদের কে মেইল দিলাম কি কারনে আমার অ্যাকাউন্ট টা ব্লক করা হল ১ দিন পর Reply দিয়ে বলল আমি আমার অ্যাকাউন্ট টার ভেরিফাইড লেটার এর Request করেছি এজন্য ব্লক করা হয়ছে।
এবার আপনারা বলুন আমার অ্যাকাউন্ট টা ভেরিফাইড করার জন্য আমি কি Request করব না?
এখন আমার অ্যাকাউন্ট টা Unblock করতে আমার ID Card আর ব্যাংক এর কোন Details Scran করে দিতে।
ভালো কথা সব দিলাম ৩ দিন পর ইমেইল দিয়ে বলে আমার অ্যাকাউন্ট টা চিরদিনের জন্য ব্লক করে দিয়া হইছে ওও ভালো কথা আমি এই ৩ দিনের ভিতর আমার অ্যাকাউন্ট এ লগিন করে দেখি আমার অ্যাকাউন্ট এর লিমিট ১২০০ থেকে ৫০০০০ ডলার হয়ছে তার মানে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে কিন্তু ডলার লক আর ৩ দিন পর ইমেইল দিয়ে বলে আমার অ্যাকাউন্ট টা চিরদিনের জন্য ব্লক করে দিয়া হইছে । তারমানে বোঝেন ভেরিফাইড হয়ে গেলেও তারপর তারা আমার অ্যাকাউন্ট টা চিরদিনের জন্য ব্লক করল।
বুঝলাম নো বলে আউট হলাম এবৎ ম্যাচ হারলাম
কিছু দিনপর.........
শুরু হল দ্বিতীয় খেলাঃ

আর একটা Moneybookers Account খুলি । আমার যেখান থেকে টাকা আসে সেখান থেকে আসতে ১ মাস লাগে । তাই আমি পতি দিন Moneybookers Account গিয়ে লগিন করি আর দেখি ব্লক করেছে কি না। না তারা আমাকে পতি বলে ছয় মারতে দেয় মানে ব্লক করছে না, মনে হছিল Moneybookers এ ব্লক বলে কোন কথা নেই (আগে বুঝি নি টেস্ট ম্যাচ বলে ছয় মারতে দিচ্ছিল,)

অবশেষে আমার অনেক কষ্টের ২১৫ ডলার আসলো আমার Moneybookers
তারাতারি গেলাম আমার অ্যাকাউন্ট এ ............

সেন্ড মানি করতে গিয়ে দেখি...........................

ফাইনাল ম্যাচ শুরু করে দিয়ে ছে । সেন্ড মানি করতে গিলে দেখাই SSN Verification করতে বলছে SSN মানে google এ খুঝি (SSN=Social Security Number) এটা American দের ID Card
আপনারা বলুন বাংলাদেশ কিভাবে আমেরিকা হল? আমি মেইল করলাম তারা বলল আমি আমেরিকা IP দিয়ে খুলেছি।
কিন্তু এখনও আমার অ্যাকাউন্ট এ বাংলাদেশ আছে।

কি আর হবে যা হবার তা হল

এই দুই ম্যাচে আমার কোন ভুল আছে কি না বলুন

আপনার রা যারা আমার মত কষ্ট করে টাকা আয় করেন তারা সাবধান হন

Level 0

আমি Mobplaza.Net। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai amio to moneybookers er sathe khelsi. toy amar white wash hower oviggota ase.. 😛

Level 0

vai age bolen apne ato dollar kutai taki income korlen

Level 0

tahola amra ki korta pari ?
r kon getway ta nirapoda taka withdrawal korta pari ?

ভাই বাকি আছে তাইলে payza.

আমি প্রায় ২ বছর ধরে বহু ডলার উঠাই ফ্রিল্যান্সিং এর স্ক্রিল দিয়ে। কখনোই প্রব্লেম করে নাই। আপনি মেইল করেন আবার। টাকা ছেড়ে দিবেন নাকি

    @খালিদ ফারহান: ভাই মেইল করে আর লাভ নাই কারন তারা আমার অ্যাকাউন্ট টা ডিলিট করে দিয়েছে 🙁

Level New

আপনি সঠিক ঠিকানা দিয়ে এড্রেস ভেরিফাই করে নিন তারপর ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে একাউন্ট ফুল ভেরিফাই করে নিন ।
আরও একটা বিষয় আছে , আপনার ডলার কোথা থেকে আসছে । মানিবুকার কিন্তু আমাদের দেশের জন্য কোন খেলার / জুয়ার সাইট থেকে পেমেন্ট আনা সাপোর্ট করে না ।

    @আহত: ভাইয়া সঠিক ঠিকানা দিয়ে এড্রেস ভেরিফাই করতে চেছিলাম বলে তারা ব্লক করেছে। ব্যাংক স্টেটমেন্ট দেখিয়া ছি কাজ হয়নি। আমার যেখান থেকে $ আইছে তারা Ecomars Award পাউয়া
    আসল কথা মানিবুকার আমার $ তা মেরে দিয়েছে

এত দিন স্ক্রিল ব্যাবহার করছি কোন প্রবলেম করে নাই, এর আগে একটা প্রবলেম হইছিল সেটা অবশ্য আমার নিজের জন্য দুটো অ্যাকাউন্ট খুলছিলাম তারা অবশ্য অন্য অ্যাকাউন্ট এর ডলার একটা অ্যাকাউন্ট এ ট্রান্সফার করার সুযোগ দিয়েছিল এবং ডলার ট্রান্সফার করার পর অ্যাকাউন্ট টি বন্ধ করে দিয়েছিলো। তাই আমার মনে হয় কোথাও প্রবলেম আছে কারন এত বড় একটা পেমেন্ট গেটওয়ে এত কম ডলার মাড়বে না।।

Level 0

vai amar account 1 bar loc hoycilo, ami onek email adan prodan kore and kisu document joma dia 2 months por amar account open kore dey. oenk koste cilam 2 months. so try korte thaken, account open kore dibe