প্রেসক্লাবের সামনে কোন কর্মসূচী পালন করতে দেয়া হচ্ছেনা তাই শাহবাগের জাতীয় যাদু ঘরের সামনে মানববন্ধন করবো ।
আমাদের কোন রাজনৈতিক কর্মসূচী নয়, তাই রাজনৈতিক প্রসঙ্গ কেউ তুলবেন না , যাবো মিডিয়ার সামনে দাবি উপস্থাপন করবো চলে আসবো ।
ইতিমধ্যে বাংলাদেশের সকল মিডিয়াকে আমন্ত্রন জানানো হয়েছে ।
আপনি যদি সাত দফা দাবির সাথে একমত থাকেন তবে চলে আসবেন ।
আগামীকাল ৩১ শে মে রোজঃ শুক্রবার বেলা ১১ টায় জাতীয় যাদুঘরের সামনে শাহবাগ, ঢাকা
যারা ঢাকাতে থাকেন তাদের অনুরোধ করবো মানববন্ধন সফল করতে সবাই আসবেন, হয়তো সবাইকে একজন একজন করে বলা সম্ভব হয় নাই , নিজ দায়িত্বে চলে আসবেন ।
মানববন্ধন সফল করতে আপনার উপস্থিতি কাম্য ।
আমাদের দাবীসমূহঃ
১, দফায় দফায় ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, আমরা চাই সরকার গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক ন্যায্যদামে পূর্ণ গতির ইন্টারনেট নির্ধারণ করে দিবেন ।
২, ফ্রিল্যান্সার ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরী উদ্যাগ নিতে হবে ।
৩, ইন্টারনেটের ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।
৪, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানি গুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন করতে হবে ।
৫, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহৃত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।
৬, গনমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারিত করা যাবেনা ।
৭, ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তা দ্বারা ফ্রিল্যান্সারদের সকল হয়রানী বন্ধ করতে হবে ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
ইন্টারনেট ব্যবহারের মূল্যহার নির্ধারণ করার দায়িত্ব যদি বিটিআরসি কে দেওয়া হয় তাহলে ৮-১০ বার মানব বন্ধন করতে হবে। কারণ কোনভাবেই বিটিআরসি গ্রাহক বান্ধব মূল্য নির্ধারণ করবে না এটা নিশ্চয়াতার সাথেই বলা যায়। এ ক্ষেত্রে মূল্যহার দাবির ভেতরেই তুলে ধরতে হবে। যেমন ১ মেগাবাইট ০.১০ টাকা এবং ১ গিগাবাইট ১০ টাকা। আর আনলিমিটেড ২৫০ টাকা যেখানে কোন ফেয়ার ইউসেজ পলিসি থাকবে না। ব্রডব্যান্ড ও ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে সর্বনিম্ন স্পিড হবে ১ এমবিপিএস যেখানে আনলিমিটেড এর মূল্য হবে ৭৫০ টাকা অথবা ৫০০ টাকা। আমার পয়েন্ট হচ্ছে মুল্যহারটা আমরা নির্ধারণ করে দিব। বিটিআরসি যেন সেটা বাস্তবায়নে নজরদারি করে। আমার কথাগুলো ভেবে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ