ইন্টারনেটের দাম কমানো ও পেপাল চালুর দাবিতে মানববন্ধন । আপনি আসছেন তো ?

প্রেসক্লাবের সামনে কোন কর্মসূচী পালন করতে দেয়া হচ্ছেনা তাই শাহবাগের জাতীয় যাদু ঘরের সামনে মানববন্ধন করবো ।

আমাদের কোন রাজনৈতিক কর্মসূচী নয়, তাই রাজনৈতিক প্রসঙ্গ কেউ তুলবেন না , যাবো মিডিয়ার সামনে দাবি উপস্থাপন করবো চলে আসবো ।

ইতিমধ্যে বাংলাদেশের সকল মিডিয়াকে আমন্ত্রন জানানো হয়েছে ।

আপনি যদি সাত দফা দাবির সাথে একমত থাকেন তবে চলে আসবেন ।

আগামীকাল ৩১ শে মে রোজঃ শুক্রবার বেলা ১১ টায় জাতীয় যাদুঘরের সামনে শাহবাগ, ঢাকা

যারা ঢাকাতে থাকেন তাদের অনুরোধ করবো মানববন্ধন সফল করতে সবাই আসবেন, হয়তো সবাইকে একজন একজন করে বলা সম্ভব হয় নাই , নিজ দায়িত্বে চলে আসবেন ।

মানববন্ধন সফল করতে আপনার উপস্থিতি কাম্য ।

আমাদের দাবীসমূহঃ

১, দফায় দফায় ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, আমরা চাই সরকার গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক ন্যায্যদামে পূর্ণ গতির ইন্টারনেট নির্ধারণ করে দিবেন ।

২, ফ্রিল্যান্সার ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরী উদ্যাগ নিতে হবে ।

৩, ইন্টারনেটের ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।

৪, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানি গুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন করতে হবে ।

৫, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহৃত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার

সাথে সাথে যোগ করে দিতে হবে ।

৬, গনমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারিত করা যাবেনা ।

৭, ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তা দ্বারা ফ্রিল্যান্সারদের সকল হয়রানী বন্ধ করতে হবে ।

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্টারনেট ব্যবহারের মূল্যহার নির্ধারণ করার দায়িত্ব যদি বিটিআরসি কে দেওয়া হয় তাহলে ৮-১০ বার মানব বন্ধন করতে হবে। কারণ কোনভাবেই বিটিআরসি গ্রাহক বান্ধব মূল্য নির্ধারণ করবে না এটা নিশ্চয়াতার সাথেই বলা যায়। এ ক্ষেত্রে মূল্যহার দাবির ভেতরেই তুলে ধরতে হবে। যেমন ১ মেগাবাইট ০.১০ টাকা এবং ১ গিগাবাইট ১০ টাকা। আর আনলিমিটেড ২৫০ টাকা যেখানে কোন ফেয়ার ইউসেজ পলিসি থাকবে না। ব্রডব্যান্ড ও ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে সর্বনিম্ন স্পিড হবে ১ এমবিপিএস যেখানে আনলিমিটেড এর মূল্য হবে ৭৫০ টাকা অথবা ৫০০ টাকা। আমার পয়েন্ট হচ্ছে মুল্যহারটা আমরা নির্ধারণ করে দিব। বিটিআরসি যেন সেটা বাস্তবায়নে নজরদারি করে। আমার কথাগুলো ভেবে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ

Level 0

মানববন্ধনে আসব, শুধু একটা অনুরধ আন্দোলন যেন মাঝপথে থেমে না যায়, সবসময় সাথে আছি।

দফা গুলো আর একটু পরিস্কার হয়া উচিৎ ছিল তবে সাথে আছি।

Vai Dhakar baire asi…noyto chole astam……….

Level New

রুবেল ভাই, আইতাছি , আইজকা দেখা হইব ইনশাল্লাহ …

Level 0

ভাই, সুন্দরবনের পাশে থাকি,তা না হলে চলে আসতাম।

Level 0

Look at India?

Level New

Giye ashlam kintu dekha holo na 🙁

Level 0

ভাই, আমি ইন্টারনেট এর দাম কমানো সম্পর্কে অনেক গুলো পোস্ট পড়লাম টেকটিউনসএ! সবার কথার মধ্যে ঘাপলা আসে! কেও গিগাবাইট ১০ টাকায় কেও ২০ টাকায় কেও আবার ৫০ টাকায় চায়! কিন্তু আসলে কেও একমত না! যার যা ইচ্ছা তাই বলতেসে! আসলে আমি মনে করি সবার একমত হওয়া উচিত তা না হলে সরকারকে দায়িত্ব দেয়া উচিত এতা নির্ধারণ করার! আর আনলিমিটেড ২৫০ টাকায় চাই মানে কি? আনলিমিটেড এর তো একটা DEFINATION থাকতে হবে! কেও এটা নির্দিষ্ট করে বলে না! আমার মনে হয় সর্বনিম্ন 1MBPS দেওয়া উচিত ব্রডব্যান্ড ইউজারদের ৫০০ টাকায়!

কি ব্যাপার?কেও ৭ দফা দাবির ব্যাপারে একমত হতে পারছে না কেন?আরো এক দফা দাবি বাড়ানো যায় কি?
আর তাছাড়া ইন্টারনেটের মূল্য পুনর্নিধারণ করার অধিকার বিটিআরসি কে দেয়া যাবে না।আমরা ঠিক করব,তারা বাস্তবায়ন করবে,করতেই হবে।
আমার কিছু দাবি যা দাবির মধ্যে include করা যেতে পারে,একটু দেখুন।
1.EDGE(256kbps) ইন্টারনেটের ক্ষেত্রে ১জিবির দাম সর্ব্বোচ্চ ৩০টাকা হতে হবে।আর 256kbps অর্থাত্‍ 32KBps স্পিড সম্পূর্ণ প্রোভাইড করতে বাধ্য করা হবে।কোন ভ্যাট রাখা যাবে না।
2.Wimax এর সর্বনিম্ন স্পিড 512kbps/64KBps ও Broadband এর সর্বনিম্ন স্পিড 1mbps/128KBps হতে হবে যাদের আনলিমিটেড ইন্টারনেট(ফাপ নিষিদ্ধ) যথাক্রমে 400tk & 700tk করতে হবে।
3.ফ্রিল্যান্সারদের সুবিধার্থে অতি শীঘ্র পেপাল চালু করতে হবে।
4.কল সেন্টারগত সুবিধা সম্পূর্ণ ফ্রি করতে হবে।
5.ছোট প্যাকেজ যেমন ১এমবি,৩
এমবি,১০এমবি,২০এমবি,৫০এমবি এগুলো থাকা যাবে না।সর্বনিম্ন ১০০এমবির প্যাকেজ থাকতে পারবে তাও শুধু টুজি ও থ্রিজির ক্ষেত্রে থাকতে পারবে।
6.আপলোড স্পিড ৮০শতাংশ করতেই হবে।

Level 0

ai andolon o na abar pondo hoi!! ager bar andolon pondo holo gonojagoron monche abar hobe may be spot fixing a. sunesilam sokol media k daka hobe manob-bondhon coverage korte but kono paper a ai bishoy a khobor pelam na. kahini ta ki. tv/betar a ki kono kisu bola hoise? keu ki janen

    Level New

    @snipermr9: Tara mediar sathe kotha bolte agrohi na may be. Mediar sathe kotha na bolle gorter idur gortei theke jaben. sobar andolon ta evabei shesh hoye jabe.