পূর্ব প্রকাশঃ http://www.eimatro.com
গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্য প্রতি মেগা বাইট ১০ পয়সা/প্রতি গিগা বাইট ১০ (ফ্লাট রেট) টাকা নির্ধারণের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ১৫ দিনের সময় বেধে দিয়েছে সামাজিক তথ্য-বিনোদনমূলক ওয়েব পোর্টাল ডিয়ারজুলীয়াস.কম, আইসিটি বিষয়ক ওয়েব পোর্টাল পিসি হেল্প লাইন বিডি, বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরাম, আইসিটি অব বাংলাদেশ - ইয়াহু গ্রুপ।
অন্যথায় আগামী ১২ জুন বিকেলে বিটিআরসি’র কার্যালয়ে অবস্থানসহ লাগাতার কর্মসূচি দিবে বলে জানিয়েছেন ডিয়ার জুলিয়াস ডটকমের প্রধান নির্বাহী জুলিয়াস চৌধুরী।
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আইসিটি আন্দোলন সমন্বয়ক জুলীয়াস চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, পিসি হেল্প লাইন বিডি’র অ্যাডমিন মো. মো.ফাহাদ ইসলাম, বিডিসফট আইএনসির প্রধান নির্বাহী শাকিল আরেফিন, বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরামের সাধারণ সম্পাদক শার্দল আহমেদ সেনা, আইসিটি অব বাংলাদেশ গ্রুপের মডারেটর এম এ কবির।
তাছাড়া এই আন্দোলনের অংশ হিসেবে পিসি হেল্পলাইন বিডি’র আহ্বানে ৩১ মে শুক্রবার সকাল ১১টায় শাহবাগ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
জুলিয়াস চৌধুরী বলেন, গত ১ এপ্রিল থেকে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম কমিয়ে চার হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে সরকার। দফায় দফায় ব্যান্ডউইথের মূল্য কমলেও গ্রাহক পর্যায়ে এর কোন প্রভাব পড়ছে না। তাই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত মূল্যহার নির্ধারণ করে দেয়ার বিটিআরসিকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হচ্ছে।
অন্যথায় আমরা ১২ জুন বুধবার বিকেল ৩টায় বিটিআরসি কার্যালয়ে অবস্থান নেবো এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সেখানেই বিক্ষোভ করবো। এর পর্যন্ত আমাদের গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চলতে থাকবে।এই আন্দোলনের অংশ হিসেবে পিসি হেল্পলাইন বিডি’র আহ্বানে ৩১ মে ২০১৩ খৃঃ শুক্রবার সকাল ১১টায় শাহবাগ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বর্তমানে মেগাবাইট/ সেকেন্ড ব্যান্ডউইথের ম্যূল্য ৪৮০০ টাকা। এ হিসাবে ৬০ সেকেন্ড বা ১মিনিটে অপারেটর ব্যান্ডউইথ পায় ৬০ মেগাবাইট এবং বা ১ ঘন্টায় ৩৬০০ মেগাবাইট এবং ২৪ঘন্টায় ৮৬৪০০ মেগাবাইট। এভাবে ৩০দিনে বা ১মাসে ব্যান্ডউইথ পায় ২৫৯২০০০ মেগাবাইট বা ২৫৩১.২৫ গিগাবাইট এ হিসেবে ১গিগাবাইট ব্যান্ডউইথের মূল্য ০.৫২৭৩৪৩৭৫ পয়সা। অথচ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনসহ অন্য অপারেটরগুলো পি১ প্যাকেজে গ্রাহকের ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ নিচ্ছে ২০৯৭১.৫২ টাকা।
এদিকে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো একজন গ্রাহককে যে পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহ করার কথা, সেই একই ব্যান্ডউইথ ২০ জন বা এর বেশি গ্রাহকের মধ্যে সরবরাহ করছে। অথচ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই ওপেন সিক্রেট বিষয়টি জেনেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনের সহ-আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পিসি হেল্পলাইন বিডি’র অ্যাডমিন মো. রুবেল আহমেদ ও মো. ফাহাদ ইসলাম, আইসিটি অব বাংলাদেশ গ্রুপের মডারেটর এম.এ কবির, সংহতি জানান বিডিসফট আইএনসির প্রধান নির্বাহী শাকিল আরেফিন, ডেভসটিমের প্রধান নির্বাহী ও শীর্ষ ফ্রীল্যান্সার আল আমিন কবির , দি সফট কিং এর সিইও রেক্স রিফাত ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।
আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!
১০০% আশা করছি কিছু একটা হবেই ।
অবশ্যই সহযোদ্ধা হিসাবে থাকছি ।