ইন্টারনেট বিল কমানোর দাবিতে বিটিআরসিকে আল্টিমেটাম

পূর্ব প্রকাশঃ http://www.eimatro.com

গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্য প্রতি মেগা বাইট ১০ পয়সা/প্রতি গিগা বাইট ১০ (ফ্লাট রেট) টাকা নির্ধারণের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ১৫ দিনের সময় বেধে দিয়েছে সামাজিক তথ্য-বিনোদনমূলক ওয়েব পোর্টাল ডিয়ারজুলীয়াস.কম, আইসিটি বিষয়ক ওয়েব পোর্টাল পিসি হেল্প লাইন বিডি, বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরাম, আইসিটি অব বাংলাদেশ - ইয়াহু গ্রুপ।

অন্যথায় আগামী ১২ জুন বিকেলে বিটিআরসি’র কার্যালয়ে অবস্থানসহ লাগাতার কর্মসূচি দিবে বলে জানিয়েছেন ডিয়ার জুলিয়াস ডটকমের প্রধান নির্বাহী জুলিয়াস চৌধুরী।

বুধবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আইসিটি আন্দোলন সমন্বয়ক জুলীয়াস চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, পিসি হেল্প লাইন বিডি’র অ্যাডমিন মো. মো.ফাহাদ ইসলাম, বিডিসফট আইএনসির প্রধান নির্বাহী শাকিল আরেফিন, বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরামের সাধারণ সম্পাদক শার্দল আহমেদ সেনা, আইসিটি অব বাংলাদেশ গ্রুপের মডারেটর এম এ কবির।

তাছাড়া এই আন্দোলনের অংশ হিসেবে পিসি হেল্পলাইন বিডি’র আহ্বানে ৩১ মে শুক্রবার সকাল ১১টায় শাহবাগ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

জুলিয়াস চৌধুরী বলেন, গত ১ এপ্রিল থেকে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম কমিয়ে চার হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে সরকার। দফায় দফায় ব্যান্ডউইথের মূল্য কমলেও গ্রাহক পর্যায়ে এর কোন প্রভাব পড়ছে না। তাই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত মূল্যহার নির্ধারণ করে দেয়ার বিটিআরসিকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হচ্ছে।

অন্যথায় আমরা ১২ জুন বুধবার বিকেল ৩টায় বিটিআরসি কার্যালয়ে অবস্থান নেবো এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সেখানেই বিক্ষোভ করবো। এর পর্যন্ত আমাদের গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চলতে থাকবে।এই আন্দোলনের অংশ হিসেবে পিসি হেল্পলাইন বিডি’র আহ্বানে ৩১ মে ২০১৩ খৃঃ শুক্রবার সকাল ১১টায় শাহবাগ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বর্তমানে মেগাবাইট/ সেকেন্ড ব্যান্ডউইথের ম্যূল্য ৪৮০০ টাকা। এ হিসাবে ৬০ সেকেন্ড বা ১মিনিটে অপারেটর ব্যান্ডউইথ পায় ৬০ মেগাবাইট এবং বা ১ ঘন্টায় ৩৬০০ মেগাবাইট এবং ২৪ঘন্টায় ৮৬৪০০ মেগাবাইট। এভাবে ৩০দিনে বা ১মাসে ব্যান্ডউইথ পায় ২৫৯২০০০ মেগাবাইট বা ২৫৩১.২৫ গিগাবাইট এ হিসেবে ১গিগাবাইট ব্যান্ডউইথের মূল্য ০.৫২৭৩৪৩৭৫ পয়সা। অথচ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনসহ অন্য অপারেটরগুলো পি১ প্যাকেজে গ্রাহকের ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ নিচ্ছে ২০৯৭১.৫২ টাকা।

এদিকে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো একজন গ্রাহককে যে পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহ করার কথা, সেই একই ব্যান্ডউইথ ২০ জন বা এর বেশি গ্রাহকের মধ্যে সরবরাহ করছে। অথচ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই ওপেন সিক্রেট বিষয়টি জেনেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনের সহ-আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পিসি হেল্পলাইন বিডি’র অ্যাডমিন মো. রুবেল আহমেদ ও মো. ফাহাদ ইসলাম, আইসিটি অব বাংলাদেশ গ্রুপের মডারেটর এম.এ কবির, সংহতি জানান বিডিসফট আইএনসির প্রধান নির্বাহী শাকিল আরেফিন, ডেভসটিমের প্রধান নির্বাহী ও শীর্ষ ফ্রীল্যান্সার আল আমিন কবির , দি সফট কিং এর সিইও রেক্স রিফাত ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

Level 2

আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

১০০% আশা করছি কিছু একটা হবেই ।
অবশ্যই সহযোদ্ধা হিসাবে থাকছি ।

Level 0

এবার লেও ঠ্যালা 😀

এই বার যদি কিছু একটা হয়। আচ্ছা ভাই.. আমারা যারা ব্রডব্যান্ড ইউস করি তাদের জন্য কি কিছু হবেনা ??

Level 2

Hole sobar jonnoi hobe. Bapok moja pailam tholer biral ekhon ber hosse.

Level 0

এর কোন বিকল্প ছিল বলে আমার মনে হয় না্‌ । ইন্টরনেটের বিল নিয়ে অনেকে ব্লগে বগ বগ করে এবার সুযোগ এসেছে। ব্লগ ছেড়ে সবাই চলেন আ্ন্দোলনে শরিক হই।

Level New

Such steps very much appreciated !! I think all subscriber should take step to stop using net only for one day so that Govt. and ISP companies can realize that they are nothing without us.

    Level 0

    @informer1: i agree with u bro. but ata korte gele tara(operator) na abar net use na korar jonno purushkar ghosona na kore ager bar ar moto.

Level 0

আমিও আছি ভাই আপনাদের সাথে

Level 0

আন্দোলন জোরদার না করলে সহজে হবে বলে মনে হয়না। কারণ অপারেটরদের সাথে বিটিআরসিরতো গোপন ব্যাপার থাকতেই পারে।

Level 0

vai achi sathe

সাথে আছি….

Level 0

আমি নতুন, আমিও সাথে আছি, কিন্তু আমার কেন জানি মনে হইতাসে সরকার এটাকে সরকার উতখাতের কোন ষড়যন্ত্র বলে মনে করে পুলিশের বাটাম দেয় কিনা!!! ? বা যুদ্ধাপরাধির কোন ষড়যন্ত্র কিনা ?

Level 0

এবারের সংগ্রাম ইন্টারনেট এর বিল কমানোর সংগ্রাম। রক্ত যখন দিয়াছি তখন আরো দেব কিন্তু ৩৪৫ টাকা দিয়ে ১জিবি নেট কিনব না।

Level 0

রক্ত যখন দিয়াছি তখন আরো দেব কিন্তু ৩৪৫ টাকা দিয়ে ১জিবি নেট কিনব না।

Level 0

সরকার যুদ্ধ অপরাধি ধরা আর ক্ষমতায় থাকার চিন্তায় ইন্টারনেট বা আমাদের মৌলিক অধিকারের কথাই মনে হয় ভুলে গেছে। আশা করি এভারে সরকারের কানে আন্দলনের আওয়াজ প্রভেশ করবে।

    Level 0

    @samadul: kivabe dhukbe vai? jodi kono paper/tv/fm radio te ashto j manob-bondhon hoise taileo bojha jeto. sorkar to r tt dekbe na, tai na?

Level 0

আন্দোলন ছাড়া কাজ হবেনা। এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে

Level 0

বিটিআরসির ব্যাটারা চোর, মোবাইল ফোন ওয়ালা ব্যাটারাও চোর, সাথে আছে আবার নেট প্রভাইডাররা তারা আরো বড় চোর, সব চোরে চোরে মাসতুতো ভাই, তাই এবার এই আন্দোলন সবার জন্য, আমরা সবার এবার এই চোরদের বিরুদ্ধে আন্দোলন এ আছি, থাকবো ইনশাহআল্লাহ।

গরম খবর !গরম খবর! গরম খবর !গরম খবর! গরম খবর !গরম খবর! গরম খবর !গরম খবর! গরম খবর !গরম খবর! গরম খবর !গরম খবর! গরম খবর !গরম খবর! গরম খবর !

((((হুমকি দিল (grameenphone/,banglalink/,robi,/airtel) কে))))))))))))

এই মাত্র অ্যানুনিমউস (anonymous cyber group )থেকে পাওয়া আক্তি অডিও ক্লিপ প্রকাশ করা হল । মনে হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যাবহার কারীরা একটু স্বস্তি পাবো ।বাংলাদেশ এর ইন্টারনেট প্রভাইডার দেড় এখন বাঁশ দিতে যাচ্ছে anonymous cyber army) ।
সিম কোম্পানি দেড় সকল সেকুরেটি সিস্টেম নষ্ট করে দিবে ।তাঁদের কে ২০ দিনের সময় দেওয়া হয়েছে ,এর মধ্যে যদি ইন্টারনেট প্যাঁকেজ এর দাম না কমানো হয় ,তাহলে বাধ্য হবে সেকুরেটি সিস্টেম নষ্ট করতে এবং বাংলাদেশ এ পেপল ব্যাংক অ্যাকাউন্ট চালো যদি না করা হয় তারা ব্যাংক হ্যাক করতে বাধ্য হবে । অডিও ক্লিপ টি ডাউনলোড করুন এবং শুনুন …………।

http://www.mediafire.com/download/qdj5b9q4lyex9wk/anonymous_blackmal_(2)(2).mp3

আগাইয়া যান আমরা আছি আপনাদের সাথে…।

এবার আমাদের মাঠে নামতে হবে (আন্দোলন ছাড়া কোন উপায় নাই)
এক দফা এক দাবী ৫০ টাকায় এক জিবি (কম টাকায় ইন্টারনেট চাই বেশি মেয়াদে)

    @হোছাইন আহম্মদ: মিয়া ফাইজলামি করেন, যেখানে ১ জিবির প্রস্তাব হইছে সাংবাদিক সম্মেলনে ১০ টাকা সেখানে আপনি বলেন ৫০ টাকা , ৪০ টাকা কি আপনি দিবেন , ভাল কথা না বলতে পারেন উল্টা পাল্টা কথা বইলেন না ।

    ফাজলামো পেয়েছেন?বাকি 40tk আপনি দিবেন?টাকা বেশি হয়ে গেছে?

একটা ব্যাপার যে TT তে এর আন্দোলনটা কম দেখা যাচ্ছে আর আমরা আছি,থাকবো।

আমি তো পিডি উইস করতে করতে ভুলেই গেছিলাম যে ইন্টারনেট এর দাম এতো বাশি । মোনের শুখে ফ্রীলান্সার এর কাজ করে কিছু হলেও পকেট খরছ বের করতে পারতাম । কিন্তু পিডি বন্ধ হবার পর থেকে কাজ করে নেট বিল দিয়ে আমার হাতে আর কনোও টাকা থাকে না । আমি গত ৪ মাসে কাজ করে ২গিবি রেম আর একটা গ্রাফিস্ককাড কিনতে সক্ষম হয়েছি । তারপর আবার বন্ধ হয়ে গেলো লিবারটি রিজাভ এতে ও আমার বেস ক্ষতি হয়েছে । paypal তো সাপোর্ট ই করে না বাংলাদেশ এ । নেটের আবার চরম দাম । এমন অবস্তায় কি করি কিছু বুঝে পাই না । হেকার ভাইদের অনুরোধ করছি যদি ওরা আমাদের দাবি না মানে তাহলে ওদের সকল সিস্টেম নষ্ট করে আমাদের মতন সাধারন মানুষ যেন ফ্রী নেট ইউস করতে পারে তার বেবশ্তা বের করে দিন ।

    @Hasan Rintu: Hasan Rintu, এত দিন পিডি-প্রক্সিই উইস করছিলাম কিন্তু এখন তো আর কানেক্ট হচ্ছে না…………..

      @Al-Imran Akanda: ভাই আমি জানি । কিন্তু কিছু করার নাই । বেশি টাকা দিয়া নেট উইস করা লাগতেছে । যদি ১০০ টাকায় ১ জিবি পাওয়া যাইত তাও আমার প্রব্লেম হইতো না । কাজ করার জন্য মাসে কমছেকম ১.৮ জিবি এর দরকার পরে । মাসে ২ বার নেট এর দরকার পরে আমার তাও ২ টা আলাদা আলাদা কম্পানি উইস করতে হয় ( gp / citycle ) ৭০০ টাকা তো আখানে ই শেষ । ২ টা কম্পানি এই জন্য যে কে যে কখন ভাল থাকে তা কেও বলতে পারে না । তাই দুক্ষে বলতে হয় হায়রে ডিজিটাল বাংলাদেশ । যতদিন এই দেশে চোর বাটপার আছে ততো দিন কেও এই দেশকে ডিজিটাল করতে পারবে না ।

Go ahead to 31 may

সাথে আছি । ইন্সআল্লাহ সফল হবই ।

    @ফয়সাল আবেদীন: উচ্চারন ঠিক করে লিখুন , লিখার জন্য অনেক ভাল কথা খারাপ শোনায় বা অর্থ পরিবর্তন হয়ে যায় , পরবর্তীতে খেয়াল রাখবেন ।

আর এই আন্দোলনে তো সাথেই আছি।

১. ইন্টারনেটের দাম কমানোর সাথে সাথে আমরা কত kbps করে ডাউনলোড স্পীড পাব সেটাও তো দেখতে হবে.।
২. আনলিমিটেড কোন প্যাকেজ এর কথা বলা হয়নি।
৩.১ গিগাবাইট ১০ টাকা এটা কি ২জির জন্য নাকি ৩জির জন্য
৪. আমাদের ইন্টারনেটের বিলে যদি ভ্যাট না থাকত তাহলে কত ভাল হত

    @গেমস মাস্টার: আচ্ছা ভাই আপনার কি মনে হয় ১ গিগাবাইট ১০ টাকায় পাওয়া আদো সম্ভব ??? আমার তো মনে হয় না যে ইন্ডিয়া তে ও মানুষ ১ গিগাবাইট ১০ টাকায় উইস করে । হা হা হা …।

      @Hasan Rintu: আমার তো মনে হয়না ১০ টাকায় ১ গিগাবাইট পাওয়া জাবে।যদি পাইতাম আমি আমার আগের ইন্টারনেট এর ডাউনলোড রেকর্ড ভেঙ্গে ফেলতাম
      ( ১ মাসে ২৮.৫ গিগাবাইট)

      @Hasan Rintu: আমার তো মনে হয়না ১০ টাকায় ১ গিগাবাইট পাওয়া যাবে।যদি পাইতাম আমি আমার আগের ইন্টারনেট এর ডাউনলোড রেকর্ড ভেঙ্গে ফেলতাম
      ( ১ মাসে ২৮.৫ গিগাবাইট)

Level 0

প্রস্তাবমতে সম্মত ।

@Faruqe: দূর মিয়া , কিশের মদ্ধে কি পান্তা ভাতে ধী !!! ভাই এতো লেখার সক তো টিউন করেন । ধন্নবাদ …।

Level 0

ভাই স্পিড এর বিষয়টা খেয়াল রাখতে হবে। ৪কেবিপিএস স্পিড যেন না দেয়। আর মেয়াদ যেন রাত ১টা থেকে সকাল ৬টা পযন্ত না দেয়। মেয়াদ দিতে হবে ১মাস আর স্পিড ৫১২kbps।

Level 0

সরকার ও অপারেটর গুলে শুধু খেয়ে যাচ্ছে। এখন লড়াই করা সময়।

সরকারের আগা থেকে গোঁড়া পর্যন্ত কেউ কি ইন্টারনেট বুঝে ? সব মাথা মোটা। দাম কমানোর খবর নাই শুধুই হম্বিতম্বি।

amr akhon e month e downlod aprox 60gb apner thke bsi@গেমস মাস্টার 😛

    Level 0

    @ANTAHEEN VALOBASA: Vhai amar to 150 chariye gelo bole…

    @ANTAHEEN VALOBASA: আমি Banglalink দিয়ে ডাউনলোড করেছিলাম টাকার ইন্টারনেট দিয়ে স্পীড তো জানেন আপনি হয়ত ভাল স্পীড কানেকশান ব্যাবহার করছেন তাই ৬০ গিগাবাইট। যদি আমার মত চালান তাহলে বুঝবেন। আর ভাই আপনি কি লাইন ব্যাবহার করে ৬০ গিগা ডাউনলোড করেছেন এক মাসে ?

Level 2

I am with you.

আমি Supprt করছি আপনাদের এই Movement কে মন থেকে। হ্যাকারদের সময় এসেছে এইবার আরও একটি ভাল কিছু করে দেখানোর এই জাতিকে।

চালায়া যান ভাই, দোয়া করি আল্লাহ আমাদের এই প্রচেষ্টা সফল করুক।

Level 0

আমিও আছি ভাই আপনাদের সাথে

বাংলাদেশে পেপাল চাই পেপাল চাই পেপাল চাই পেপাল চাই

@admin: tune ta sticky kora hok.

Level 0

ভাই, আমি ইন্টারনেট এর দাম কমানো সম্পর্কে অনেক গুলো পোস্ট পড়লাম টেকটিউনসএ! সবার কথার মধ্যে ঘাপলা আসে! কেও গিগাবাইট ১০ টাকায় কেও ২০ টাকায় কেও আবার ৫০ টাকায় চায়! কিন্তু আসলে কেও একমত না! যার যা ইচ্ছা তাই বলতেসে! আসলে আমি মনে করি সবার একমত হওয়া উচিত তা না হলে সরকারকে দায়িত্ব দেয়া উচিত এতা নির্ধারণ করার! আর আনলিমিটেড ২৫০ টাকায় চাই মানে কি? আনলিমিটেড এর তো একটা DEFINATION থাকতে হবে! কেও এটা নির্দিষ্ট করে বলে না! আমার মনে হয় সর্বনিম্ন 1MBPS দেওয়া উচিত ব্রডব্যান্ড ইউজারদের ৫০০ টাকায়!

Level 0

ai andolon o na abar pondo hoi!! ager bar andolon pondo holo gonojagoron monche abar hobe may be spot fixing a. sunesilam sokol media k daka hobe manob-bondhon coverage korte but kono paper a ai bishoy a khobor pelam na. kahini ta ki. tv/betar a ki kono kisu bola hoise? keu ki janen? media ase spot fixing r rajniti nia a bishoy a to kono news nai. ki hoy k jane………..? vabnar bisoy : media sath na thakle ki kisu hobe?

আমি আপনাদের সাথে আছি। যদি ইন্টারনেট এর দাম আন্দলোন করে কমানো যাই তাহলে তো আমরা ইন্টারনেট প্রযুক্তিতে আগিয়ে যাব। আমাদের দেশেরও দরিদ্র মানুষ পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে। ফলে আমদের দেশের ইন্টারনেট এর ব্যবহার এর সঙ্খা ব্রিধি পাবে ও আমাদের দেশ এগিয়ে প্রজুক্তিতে ৫৬তম স্থান থেকে ২০-২৬ এর মধ্যে থাকবে।

সাথে আছি…

Matha Betha Hole, Matha Katia Felar Obostha Hoyche Sobar!!!!!
Mobile Operator Ra Ey Desher Jonogon’k 1paisar O Mullo Deyna!!!!
Etto Sahos Tara Pay Kotha Theke, Sorkarer Kache Jante Chai……..

Level 0

সবার জন্য খুশির খবর হল ” দুপুর ১২টায় বিটিআরসি কার্যালয়ে এর পরিচালক ব্রিগেডিয়ার গোলাম মওলা তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলিয়াস চৌধুরীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন।” এছাড়া বিটিআরসিতে প্রস্তাবের জন্য গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার নির্ধারণে নেটিজেনদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে সংগঠনটি।
তথ্যপ্রযুক্তি আন্দোলনের ফেসবুক পেইজ https://facebook.com/ICTmovement ও ইভেন্টের মাধ্যমে সবার কাছ থেকে এ বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হচ্ছে।
অপরদিকে, বুধবার বিকেল ৩টায় শাহবাগ চত্বরে ‘উন্মুক্ত মূল্যহার নির্ধারণী সভা’-র আয়োজন করা হয়েছে।

collected from banglanews24.com

Level 0

আমি এই আন্দোলনকে সেলুট জানাই।বাংলাদেশ সরকার শুধু ডিজিটাল বলে গলা ভাটায় কিন্তু এর পদক্ষেপ নিচ্ছে কিন্তু বাস্ততে তা সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে না। তাই এই মুহূর্তে এই রকম আন্দোলন খুবই দরকা। আন্দোলনের আয়োজকদের আমার পক্ষ থেকে স্বাগতম জানাই। আামার মতে এই আন্দোলন একটি যুগপোযোগী আন্দোলন। আশা করি আমাদের মত ব্যবহারকারীরা এর থেকে সুফল ভোগ করবে।

    Level 0

    আমি এই আন্দোলনকে সেলুট জানাই।বাংলাদেশ সরকার শুধু ডিজিটাল বলে গলা ফাটায় কিন্তু এর সঠিক পদক্ষেপ নিচ্ছে না।পদক্ষেপ নিলেও এর সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে না। তাই এই মুহূর্তে এই রকম আন্দোলন খুবই দরকার। আন্দোলনের আয়োজকদের আমার পক্ষ থেকে স্বাগতম জানাই। আামার মতে এই আন্দোলন একটি যুগপোযোগী আন্দোলন। আশা করি আমাদের মত ব্যবহারকারীরা এর থেকে সুফল ভোগ করবে।