অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডইউথ আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বৃহস্পতিবার বিটিআরসি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) এ নির্দেশনা দেয়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বৃহস্পতিবার এ নির্দেশ কার্যকর হওয়ার পর থেকেই গ্রাহকরা আপলোড স্পিড কম পাচ্ছেন।
এ নির্দেশের ফলে ইন্টারনেট সেবাদাতা (!) প্রতিষ্ঠানগুলো আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে এনেছে। ফলে কনটেন্টে আপলোড, স্কাইপিসহ অন্যান্য ভিডিও চ্যাটে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ব্যবহারকারীদেরও।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান মঞ্জু বিটিআরসির নির্দেশনার প্রসঙ্গে বলেন, এ নির্দেশের পর গ্রাহকদের কাছ থেকে আপলোডসহ নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নির্দেশ প্রত্যাহার করা উচিত।
অন্যদিকে বিটিসিএল এরূপ সিদ্ধান্তের কারনে ইন্টারনেট ব্যবহারকারীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পূর্ণ গতির ইন্টারনেট, ডাটার সঠিক দাম নির্ধারণ ও পেপাল চালুসহ আরও অন্যান্য দবি জানাচ্ছেন ফ্রিল্যান্সাররা। এরই মধ্যে ফ্রিল্যান্সাররা বিভিন্ন সামাজিক যোগযোগ সাইটে তুমুল ঝড় তুলে দিয়েছে। একেক জনের একেক মন্তব্য একেক রকম বটে কিন্তু সকলের দাবির ভিতর একই কথা প্রকাশ পেয়েছে দ্রুত গতির ইন্টারনেটসহ ডাটার সঠিক দাম নির্ধারন।
দ্রুত গতির ইন্টারনেট, ডাটার সঠিক দাম নির্ধারণে ৭ দফা দাবিতে পিসিহেল্পলাইনবিডি ব্লগের উদ্যাগে আগামী ৩১ মে "আমাদের দাবি পূরণ করো, আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো" শ্লোগান নিয়ে মানববন্ধন করবে ফ্রিল্যান্সাররা। প্রায় ১০ হাজার ফ্রিল্যান্সার এতে অংশ নেবে বলে দাবি ইভেন্ট আয়োজকদের। তাদের পক্ষ থেকে এরই মধ্যে একটি ফেসবুক ইভেন্টও খোলা হয়েছে। ইভেন্ট আয়োজকদের পক্ষে বলা হয়েছে, বর্তমানে অনেক ছাত্র-ছাত্রী, যুবক ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রতিদিন বৈদেশিক মুদ্রা দেশে এনে দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে। পড়ালেখার খরচ জোগানোর পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছেন কোন প্রকার সরকারি-বেসরকারি উদ্যোগ ছাড়াই।
অত্যন্ত দুঃখের বিষয়- দফায় দফায় সরকার ইন্টারনেটের ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পড়ে নি। রক্তচোষা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো একদিকে যেমন গলাকাটা মূল্য নিচ্ছে, অপরদিকে ইন্টারনেটের ধীরগতির জন্য বায়ার হারাতে হচ্ছে। তাই মানববন্ধনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরা হবে।
তাছাড়াও অন্যান্য ব্লগ সাইট টেকটিউনস, টিউনারপেজ, টেকটুইটস, সামহয়্যারইন সহ অসংখ্য ব্লগে ব্লগাররা এই ব্যাপারে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
৩১মে অনুষ্ঠিত মানবন্ধনে যে দফা দাবি রয়েছে:
এক. ১ গিগাবাইট (জিবি) ডাটার দাম ৫০ টাকা ও ৫ জিবির দাম ২০০ টাকা নির্ধারণ।
দুই. ফ্রিল্যান্সার ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরি উদ্যোগ গ্রহণ।
তিন. ইন্টারনেটের ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নূন্যতম গতি নির্ধারণ করে পূর্ণ গতির ডাটার ব্যবস্থা।
চার. ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন।
পাঁচ. ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার সঙ্গে সঙ্গে যোগ করার পদ্ধতি।
ছয়. সংবাদমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহক প্রতারণা বন্ধ ও
সাত. ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তাদের তত্ত্বাবধানে ফ্রিল্যান্সারদের সব হয়রানি বন্ধের দাবি।
উল্লেখ্য, আমাদের দেশে ইন্টারনেটের দাম বেশি দূরের দেশ নয়, পাশ্ববর্তী দেশের চেয়ে অনেক বেশি। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত ১জিবি ইন্টারনেট দিচ্ছে মাত্র ৩৫ টাকায়। তাও আবার থ্রীজি।
কিন্তু আমাদের দেশে একই পরিমান মাত্র ৩৫০ টাকায়!!!কেন আমাদের রক্ত চুষে খাওয়া হচ্ছে ?
আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!
amar ekhane ekono slow ……..bar bar connection chute jacche