ইন্টারনেট বিলের দাম কমানোর জন্য আপনারা সবাই কিছু করেন

জনস্বার্থে একটি পোষ্টঃ

ইন্টারনেটের দাম কমানোর জন্য এবার শুরু হয়েছে নতুন আন্দোলন। আপনাদের সবার অংশগ্রহণ, মেইল এবং শেয়ার কামনাকরছি।
এবার আমরা ইন্টারনেটের দামের বিষয়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করবো। নিচের মেইলটি সবগুলো চ্যানেলকে গনহারে পাঠান। চ্যানেল সমুহের মেইল এড্রেস নিচে দেয়া হল।
_______________ ___________ ______

Sub: বাংলাদেশে ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ প্রকাশের আহবান।

জনাব CNE,
আমার শুভেচ্ছা গ্রহন করুন ।একটি জরুরি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতেই আমার এই মেইল প্রেরন।
এক হিসেবে দেখা যায় GP এবং অন্যান্য মোবাইল অপারেটররা প্রতি জিবি ডাটা সরকারের কাছ থেকে ক্রয় করে মাত্র ৫ থেকে ১৫ টাকার মধ্যে.. কিন্তু
গ্রাহকরা পাচ্ছি সেটি ৩০০টাকায়!! এ ব্যাপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি আমাদের জন্য ভাল ফলাফল বয়ে আনবে। এটাস্যোসাল মিডিয়ার দায়িত্ব ও বটে। ১৫ মেগাবাইট ইন্টারনেট এখনো আমাদের কিনতে হয় ৩৫ টাকা দিয়ে, বাংলালিংকে ২০ মেগা ২৩ টাকা, রবিতে ১ জিবি ২৭৫ টাকা অথচ ভারতে ১ জিবি দেয়া হয় ৭০ টাকা থেকে ও কমে। আমাদের অত সুবিধা দরকার নেই কিন্তু আমরা এত অভাগা যে আমরা সামান্য সুবিধা টুকুও পাচ্ছিনা।বতর্মান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কিন্তু তারা শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে, একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও!! জিপি সবসময় আনলিমিটেডের নামে ফেয়ার ইউজেস পলিসি লাগায় দিয়ে বেরাচ্ছে সেই জন্মসূত্রে ! ৯৭৭ টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের।শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিএস। এতগুলা টাকা দিয়ে কিনছি অথচ ব্যবহার করতে দিচ্ছে ৫জিবি।
এগুলা দেখার মত কি কেউ নেই?
আপনার কাছে আমার বিশেষ অনুরোধ এই যে, এই বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইন্টারনেটের দাম কমিয়ে এই প্রযুক্তিটি আমাদের কাছে সহজলভ্য করতে সহায়তা করুন। এটা স্যোসাল মিডিয়ার দায়িত্বও বটে।
_______________ ___________ _______

Bangladeshi Chanels mail addreses.
1. ATN NEWS: atnnews24@gmail .com
2. NTV: newsroom@ntvbd. com
3. RTV: [email protected]
4. BANGLA VISION:[email protected] v
5. ETV: info@ekushey-tv .com
6. SHOMOY: info@somoynews. tv
7. MASRANGA: info@maasranga. tv
8. BOISHAKHI: info@boishakhi. tv
9. INDEPENDENT: info@independen t24.com
10. CHANEL 24: it@channel24bd. tv
11. DESH: [email protected]
12. 71: ekattortv@gmail .com
13. ATN B: [email protected] om
14. Mohona: mohonatv@gmail. com
15. MY TV: [email protected]

Level 0

আমি shifat rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনাকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সত্যিকথা বলতে কি আপনাদের মত সচেতন, মেধাবী আর প্রতিবাদি সংগঠকদের জন্যই আজ টেকটিউনস্‌ এত ভাল একটা অবস্থানে আসতে পেরেছে। আপনার পোষ্টটি পড়ার সাথে সাথেই আমি আপনার প্রতিটা কথা পালন করেছি। শুধু তাই না ফেসবুক, টুইটার এবং গুগলপ্লাস এও দিয়েদিয়েছি। এবং আশাকরছি সামনে দুরবার আন্দোলন গড়ে তুলব। ভাই আমি মোটামোটি ব্যাস্ত থাকি তাই অনেক সময় অনেক কিছু করতে পারিনা সে কারনে আপনাদের নিকট একটা অনুরোধ যদি পারেন তাহলে ফেজবুকে একটা গ্রুপ তৈরী করেন। তাহলে আন্দলনটা আরও জমবে…………..

Level 0

ভাই আমি পাঠাইসি

জিপির customar care এর সাথে ইন্টারনেট নিয়ে কথাবার্তা ,facebook এ এই অডিও ফাইল টি পাওয়া গেছে। শুনে দেখুন কি বলছে। অডিও ডাউনলোড লিংক http://www.4shared.com/file/ccRbd2cR/RangaReal.html