ফেসবুকে নতুন এক প্রতারক! ফ্লেক্সিলোডের ব্যবসার নামে প্রতারণা।

সকলকে আমার সালাম...আসসালামু আলাইকুম। নিচের লেখাটি পড়ুন।

""আজকে আপনাদের এমন একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব। যেখান থেকে আপনারা শুধু কপি পেষ্ট এবং ইমেজ আপলোড করে আয় করতে পারবেন।এছাড়াও বিভিন্ন ব্লগ এবং ওয়েব এ টিউন করে ও আয় করতে পারবেন। প্রতি টিউন এর জন্য ৫ টাকা করে পাবেন। প্রতিটি কাজের টাকা কাজ হওয়ার সাথে সাথে মানে পোস্ট করার ১ মিনিটের মধ্যে আপনার মোবাইল ব্যলেন্স অথবা বিকাশ এ পেয়ে যাবেন। এর চাইতে রিয়েল আর কিছু আছে কিনা আমার জানা নাই। তাই আজই জয়েন করুন এবং আনলিমিটেড আনিং শুরু করেন।
এই সাইট এ আরও যা যা থাকছে.......................
১. একটি একাউন্ট থেকে সকল সিমে (গ্রামীণ, বাংলালিংক, সিটিসেল, টেলিটক, রবি) তে ফ্লেক্সিলোড করতে পারবেন।
২. আপনার একাউ›টে যে কোন পরিমান অর্থ পেরন ও গ্রহণ করতে পারবেন যেমন (বিকাশ, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং, প্রাইম ক্যাশ, ইসলামী ব্যাংক এর এম ক্যাশ) ইত্যাদি করতে পারবেন
৩. আপনি আনলিমিটেড রেফারেল জয়েন করিয়ে ইন্সট্যান্ট আয় করতে পারবেন।
৪. এছাড়া ও রয়েছে ফ্রেক্সিলোড করে প্রতিদিন প্রতি ১০০০ টাকায় ১০০০ টাকা আয় করার সুযোগ। এবং একাউন্ট এ্যক্টিভ করলেই ৫০০ টাকার মোবাইল ব্যলেন্স একদম ফ্রি।
আরও বিস্তারিত জানতে ডায়াল করুন: 01767803378""
এই লোক টির প্রোফাইল দেখুন https://www.facebook.com/divasbd2

মূল ঘটনা টা শুনুন........
কিছুদিন আগে ফেসবুকে এক লোকের সাথে পরিচয় হয়। সে আমাকে একটি সাইটের ঠিকানা আর ডিমো একাউন্ট করে দিয়ে বলে যে, এখান থেকে প্রতি ১০০০ টাকায় ১০০০ টাকা আয় হবে এবং একাউন্ট এ্যক্টিভ করলেই ৫০০ টাকার মোবাইল ব্যলেন্স একদম ফ্রি। আবার একদিন বললো যে, সাইটটি থেকে অফার দিয়েছে ৫০০০/- টাকার একাউন্ট খুললে ২০০০০/- টাকার লোড দেয়া যাবে।
আর আমিও কোন কিছু না ভেবেই টাকা দিয়ে ফেলি। কিন্তু পরে আমার একাউন্ট এ শুধু ১০০০০/- টাকার ব্যালেন্স দেখিয়ে একাউন্ট খুলে দিলো। আর বলল ১ ঘন্টার মধ্যে একাউন্ট একটিভ হয়ে যাবে। .................আশায় থাকলাম কিন্তু কাজ হলো না। ভেবেছিলাম লোক টাকে কিছু বলবো না। কিন্তু ওদের কার্যক্রম ওরা এখনো অব্যাহত রেখেছে। উপরের পোস্ট টি তার প্রমাণ। তাই ভাবলাম বসে থাকা ঠিক হবে না। নিচে সাইটটির এডমিন আর মালিকের ফেসবুক আইডি দিয়ে দিলাম।
Ashfaq Hossain :: Site Owner :: https://www.facebook.com/divasbd2
Nafiz Hossain Ripon :: Site Admin :: https://www.facebook.com/darklitebd

এই পোস্ট টিও দেখতে পারেন https://www.techtunes.io/reports/tune-id/207958

Level 0

আমি tigerkibria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙁

রাগে গা জ্বলে যাচ্ছে!এই হিরোইন খোর আমাকেও ফাঁদে ফেলেছে! :-[

Level 0

পৃথীবিতে সহজ উপায়ে কাজ না করে আয় করা সম্ভব নয়। লোভকে পরিহার করুন এবং সহজ-সরল জীবন-যাপন করুন।

Nijer FB ID Dilen Kno Site Admin Hisebe ?

হালারে পাইলে কুইট্টালবাম…………………………।।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।