3D মুভি মানেই তো প্রথাগত Film ধারনার বাইরে সম্পূর্ণ এক ধরনের অভিজ্ঞতা।বিভিন্ন ব্লগ ও ইন্টারনেট ঘেটে 3D মুভি নিয়ে অনেক review পড়ে 3D মুভির প্রতি আমার আগ্রহ জমে ।
...মফস্বল এলাকার ছেলে বলে 3D গ্লাস বা 3D মুভি কোনটাই সংগ্রহ করার সুযোগ আমার ছিল না,কিন্তু 3D মুভি experience করার ইচ্ছাটা আমার কোন দিনও কমে নি।
....যাই হোক হঠাৎ করেই techtunes এর সাথে পরিচয়....techtunes ও অন্যান্য বেশ কয়েকটা ব্লগে 3D মুভি নিয়ে বেশ কয়েকটা টিউনও দেখলাম।
2D to 3D মুভি converter ও নিজে নিজে 3D গ্লাস বানানোর বেশ কয়েকটা পদ্ধতি দেখে খুবই উৎসাহিত বোধ করি(Youtube এ বেশ কয়েকটা Video tutorial ও দেখেছি)।
….কাউকে ছোট করে নয় honestly বলতে গেলে আমি সব কয়টা পদ্ধতি follow করলেও কাজের কাজ কিছুই হয় নাই(অন্তত বলতে পারি আমি successful হতে পারি নাই)।
…অতঃপর একটা কাজে ঢাকা শহরে যাওয়ার প্রয়োজন পরে। তখনই সিদ্ধান্ত নিলাম একটা 3D গ্লাস নিয়েই যাব। বসুন্ধরা সিটিতে খোজ করতেই পেয়ে গেলাম আমার সেই কাখ্ঙিক 3D গ্লাস(যদিও ঐটা খুব বেশী ভালো মানের ছিল না),সাথে 2/3 টা original 3D মুভি কিনলাম।
আমারে আর পায় কে!!! আমি মোটামোটি আমার উদ্দেশ্যে সফল। এখন আমার 75Hz এর মনিটর দিয়ে ভালোই 3D মুভি enjoy করতেছি(আমার মনে হয় মনিটর খুব একটা বড় ফ্যাক্ট না)।
যাই হোক কাজের কথায় আসি(সব টিউনারদের প্রতি সম্মান রেখেই বলছি),নিচের বাণী(!!!) গুলা follow করলে আপনিও সফলভাবে আপনার কম্পুতে 3D মুভি Enjoy করতে পারবেন ইনশা-আল্লাহ>>
১.Homemade 3D গ্লাস দিয়ে আপনি 10% ও মুভির 3D effect পাবেন না আশাকরি(আমি অনেক চেস্টা করেও পাইনি),তাই সবচেয়ে ভালো হয় আপনি যদি একটা কিনে নিতে পারেন। কেনার আগ পর্যন্ত বৃথা চেষ্টা না করাই ভালো,আমি নিশ্চিত আপনি সফল হতে পারবেন না।
২. 2D থেকে 3D তে Convert করা মুভিতে আপনি 10% ও 3D effect পাবেন না। এমনকি KmPlayer/Power DVD Player এ যে 3D option টা আছে ঐটা দিয়ে কোন কাজাই হয় না,পুরাই ফালতু।Original 3D মুভি সংগ্রহ করে চেষ্টা করুন।
অবশ্যই 3Dএর আসল মজা পাবেন।So, যেকোন 2D to 3D মুভি প্লেয়ার বা Converter ব্যবহার করে দেখতে পারেন। আমি নিশ্চিত আপনি সাফল্য পাবেন না!!!
৩. আপনি যদি 2D থেকে 3D তে convert করা মুভি 3D গ্লাস সহ দেখেন তাও আপনি সফল হবেন না। একমাত্র 3D গ্লাস ও original 3D(Convert করা না) মুভি এর সমন্বয়েই আপনি পাবেন real 3D এর মজা।
৪. Original 3D মুভি আপনি যেকোন প্লেয়ার দিয়েই play করতে পারেন,সমস্যা হবে না।আর একটি কথা monitor এর refresh rate(Hz)যত বেশী হবে ততই ভালো। আমার Monitor এ(75Hz) ভালোই চলে।কনো সমস্যা হয় না।আপনার monitor এ এর চেয়ে বেশী Hz হলে অবশ্যই ভালো।
উপরোক্ত বিষয়গুলার সাথে যারা পরিচিত নন specially তাদের জন্যই আজকের টিউনটি করা।সম্ভবত খুব ভালো করে করে গুছিয়ে লিখতে পারি নাই,এরপরও কোন জিজ্ঞাসা কমেন্টে জানাবেন…
আমি mizan065। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজির প্রেমে বর্শিবূত হইয়া টেকটিউনসের পানে পা বারাইলাম.....
ধন্যবাদ উত্তম পোষ্ট সাথে শুভেচ্ছা রইলো