প্রযুক্তি প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সব রকম কাজই করতে হয়। সব রকম.....
আমি প্রযুক্তি বিশারদ নই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়ছি। তবে প্রযুক্তি বিশারদ না হলেও আমার ক্ষুদ্র মস্তিস্কে যতটুকু পারি প্রযুক্তি সম্পর্কে জানার ও বোঝার চেস্টা করি। আর সামাজতাত্ত্বিক ভাবেও সেটা ব্যাখ্যা করার উপায় খুঁজি!!!
আজ আমি পিপীলিকা সম্পর্কে কিছু কথা বলতে চাই। কিছুদিন আগে আমাদের বাংলাদশী তরুন ভাইয়েরা বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকা চালু করে।
কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি কতদিন, কতবার পিপীলিকাতে সার্চ দিয়েছেন- আর সেই তুলনায় গুগোলে কতবার সার্চ দিয়েছেন। আমি কিন্তু প্রথম প্রথম কয়েকবার দিয়েছি। তারপর আর দিই নাই।
হ্্যাঁ, এটা সত্য গুগোলের কাছে আমাদের সার্চ ইঞ্জিন পিপীলিকা আসলেই একটা পিপীলিকার সমতুল্য। কিন্তু আমরা চাই আমাদের এই পিপীলিকা অন্তত আমরা বাঙালিদের কাছে খুব বেশী গ্রহনযোগ্যতা পাক।
কিন্তু তার জন্য কী করতে হবে??
আপনি হয়তো ব্রাউজার হিসেবে ব্যবহার করেন apple এর safari কিংবা mozila firefox কিংবা opera কিংবা chrome
একটু ভেবে দেখুন, এই সব ব্রাউজার গুলোতে আপনি একটা কমন সুবিধা পাচ্ছেন। বিল্ট ইন অবস্থায় আপনি গুগোলে সার্চ দিতে পারছেন। অর্থাৎ গুগোলের জন্য একটা সার্চ বক্স ই আছে। আলাদা করে http://www.google.com লিখে সার্চ করার দরকার হয় না।
এখন আমরা যদি পিপীলিকাতে সার্চ দিতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে address bar এ http://www.pipilika.com লিখতে হয়। তারপর যা দরকার সেটা পিপীলিকার সার্চ বক্সে লিখতে হয়।
এই সামান্য জিনিসটাই অনেক ব্যবধান সৃষ্টি করে থাকে। এই ক্ষুদ্রা সুবিধাটি মোটেই ক্ষুদ্র নয়। আমরা হয়তো dashboard এ পিপীলিকার জন্য একটা সার্চ বক্স তৈরি করে রাখতে পারি। কিন্তু সেটা তো সবাই করবে না, কিংবা করে না।
তাই আমার মনে হয়-
আমরা গুগোলের মতো একটা সার্চ ইঞ্জিন পিপীলিকা তৈরি করতে পেরেছি। আমাদের তরুন ইঞ্জিনিয়াররা অবশ্যই safari কিংবা firefox কিংবা opera কিংবা google chrome এর মতো শক্তিশালী কোন ব্রাউজার আমাদেরকে উপহার দিবেন যেটাতে বিল্ট ইন অবস্থা ই পিপিলিকাতে সার্চ করার সুবিধা থাকবে।
তাহলে আমরা সকলেই হয়তো বেশী বেশী করে পিপীলিকা ব্যবহার করবো।
তাই পিপীলিকার জন্য এই গুঁড়ের ব্যবস্থা করতেই হবে- মনে হয়!!!
কোন ত্রুটি থাকলে কিংবা আমার এই কথাগুলো ভূল হলে ক্ষমা করবেন। আমি নিতান্তই আমার ভাবনা থেকে এই কথাগুলো বলেছি।
কোন পরামর্শ কিংবা আদেশ উপদেশ আমাকে ফেসবুকেও দিতে পারেন। এখানে ক্লিক করলেই আপনি আমার কাছে চলে আসবেন!
আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Agree with you,