পিপীলিকার জন্য একটু গুড় লাগবেই, লাগবে…

প্রযুক্তি প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সব রকম কাজই করতে হয়।  সব রকম.....

আমি প্রযুক্তি বিশারদ নই।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়ছি। তবে প্রযুক্তি বিশারদ না হলেও আমার ক্ষুদ্র মস্তিস্কে যতটুকু পারি প্রযুক্তি সম্পর্কে জানার ও বোঝার চেস্টা করি। আর সামাজতাত্ত্বিক ভাবেও সেটা ব্যাখ্যা করার উপায় খুঁজি!!!

আজ আমি পিপীলিকা সম্পর্কে কিছু কথা বলতে চাই। কিছুদিন আগে আমাদের বাংলাদশী তরুন ভাইয়েরা বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকা চালু করে।

কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি কতদিন, কতবার পিপীলিকাতে সার্চ দিয়েছেন- আর সেই তুলনায় গুগোলে কতবার সার্চ দিয়েছেন। আমি কিন্তু প্রথম প্রথম কয়েকবার দিয়েছি। তারপর আর দিই নাই।

হ্্যাঁ, এটা সত্য গুগোলের কাছে আমাদের সার্চ ইঞ্জিন পিপীলিকা আসলেই একটা পিপীলিকার সমতুল্য। কিন্তু আমরা চাই আমাদের এই পিপীলিকা অন্তত আমরা বাঙালিদের কাছে খুব বেশী গ্রহনযোগ্যতা পাক।

কিন্তু তার জন্য কী করতে হবে??

আপনি হয়তো ব্রাউজার হিসেবে ব্যবহার করেন apple এর safari কিংবা mozila firefox কিংবা opera  কিংবা chrome

 

একটু ভেবে দেখুন, এই সব ব্রাউজার গুলোতে আপনি একটা কমন সুবিধা পাচ্ছেন। বিল্ট ইন অবস্থায় আপনি গুগোলে সার্চ দিতে পারছেন। অর্থাৎ গুগোলের জন্য একটা সার্চ বক্স ই আছে। আলাদা করে http://www.google.com লিখে সার্চ করার দরকার হয় না।

এখন আমরা যদি পিপীলিকাতে সার্চ দিতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে address bar এ  http://www.pipilika.com  লিখতে হয়। তারপর যা দরকার সেটা পিপীলিকার সার্চ বক্সে লিখতে হয়।

এই সামান্য জিনিসটাই অনেক ব্যবধান সৃষ্টি করে থাকে। এই ক্ষুদ্রা সুবিধাটি মোটেই ক্ষুদ্র নয়। আমরা হয়তো dashboard এ পিপীলিকার জন্য একটা সার্চ বক্স তৈরি করে রাখতে পারি। কিন্তু সেটা তো সবাই করবে না, কিংবা করে না।

তাই আমার মনে হয়-

আমরা গুগোলের মতো একটা সার্চ ইঞ্জিন পিপীলিকা তৈরি করতে পেরেছি। আমাদের তরুন ইঞ্জিনিয়াররা অবশ্যই safari কিংবা firefox কিংবা opera কিংবা google chrome এর মতো শক্তিশালী কোন ব্রাউজার আমাদেরকে উপহার দিবেন যেটাতে বিল্ট ইন অবস্থা ই পিপিলিকাতে সার্চ করার সুবিধা থাকবে।

তাহলে আমরা সকলেই হয়তো বেশী বেশী করে পিপীলিকা ব্যবহার করবো।

তাই পিপীলিকার জন্য এই গুঁড়ের ব্যবস্থা করতেই হবে- মনে হয়!!!

কোন ত্রুটি থাকলে কিংবা আমার এই কথাগুলো ভূল হলে ক্ষমা করবেন। আমি নিতান্তই আমার ভাবনা থেকে এই কথাগুলো বলেছি।


কোন পরামর্শ কিংবা আদেশ উপদেশ আমাকে ফেসবুকেও দিতে পারেন। এখানে ক্লিক করলেই আপনি আমার কাছে চলে আসবেন!  

Level 0

আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Agree with you,

Dur mia, kotay google…kotay pipilika!!!

    Level 0

    শাহনেওয়াজ রহমানী vai eta ki bolen?
    Nijeke choto kore dekhbo keno? Google 1st jokhon chalu hoy tokhon ei pipilika’r moto e choto chilo.

    Vai sopner mrittu hole, jibone r kichu thake na. Apni opossoi sopno dekhi. Hoyto emon o hote pare amra ekta ‘opereting system’ o banate parbo!
    Jodio amader desh ekhono egulor jonno prostut noy.

    Tobu amra sopno dekhi, dekhbo…

Level New

Apni right kotha blecen amrai jodi amader desher jinis use na kri tahale kivabe hobe
Tnx at vi

Level 0

একদম ঠিক বলেছেন। তারা নিশ্চয়ই পারবে একটি ব্রাউজার তৈরি করতে

Level 0

আলাদা ব্রাউজারের দরকার কি?

ফায়ারফক্স/সাফারির ব্যাপারে জানিনা। কিন্তু অপেরাতে এই কাজটা সহজে করা যায়।

পিপিলিকার ওয়েবসাইটে যেয়ে প্রথমে সার্চ বারের উপরে রাইট ক্লিক করুন। তারপর create search engine এ ক্লিক করুন।

http://sadpanda.us/images/1575004-JIFWIXS.png

পরে যে ডায়ালগ বক্সটি আসবে সেখানে কিওর্য়াড টাইপ করে (যেমন আমি দিয়েছি pipi) use as default search engine বক্সে টিক দিয়ে Ok তে ক্লিক করুন।

http://sadpanda.us/images/1575007-TDKALXK.png

ব্যাস, এরপরই দেখবেন ব্রাউজারের ডানকোনায় ডিফল্ট গুগলের বদলে পিপীলিকা সার্চ ইন্জিনকে দেখাচ্ছে।

http://sadpanda.us/images/1575008-262PPOS.png

    Level 0

    dracula_
    Onek dhonnobad vai. Darun ekta jinish shikhlam. But ami opera use kori na. Safari use kori. Jodi safari te korar system kokhono janen, tahole amake ektu janaben pls.

    R ekta kotha, amar mone hoy sobai opera’r ei beparta jane o na. R oneke opera use o kore na. Oneke jeneo kore na.
    Jai hok, amar desh ekdin ‘technology world’ ea onek sunam orjon korbe- eta bisas kori, sopno dekhi..

    Thanks again vai.
    R ami mobile theke comment korchi, tai banglay likhte parlam na. Sorr

      Level 0

      @LIMON: সাফারির ব্যাপারে ধারণা নেই। তেমন একটা ব্যবহার করে দেখিনি রিসেন্টলি। আবার ইন্সটল করতে হবে।

      ফায়ারফক্সে দেখলাম ব্যাপক ঝামেলা, খুব সম্ভবত পিপীলিকাকে এর জন্য এড-অন বানাতে হবে।

      আসলে অপেরাতে এই কাজগুলো যত সহজে করা যায়, অন্য ব্রাউজারগুলোতে এত সহজে করা যায় না। এ কারণেই অপেরা ব্যবহার করি।

      এজন্য ভাল হয় পিপীলিকা যদি এড-অন বানিয়ে নেয়। ব্রাউজার বানানো থেকে ওটা সহজ হবে।
      তার উপর কতজন ফায়ারফক্স/ক্রোম ছেড়ে নতুন ব্রাউজার ব্যবহার করতে চাইবে এটাও দেখার বিষয়।

      Level 0

      @LIMON: তবে সবথেকে সহজ হবে, যদি হোমপেজ হিসেবে পিপীলিকাকে সেট করে নেওয়া হয়। ব্রাউজার খুললেই পিপীলিকা। :p

Level 0

ইসলাম বিরোধী জাফর ইকবাল পিপীলিকার উদ্যোক্তা তাই আমি এই ফালতু সার্চ ইঞ্জিন কখনই ব্যবহার করব না। কারন ইসলাম বিরোধী দের উদ্দেশ্য থাকে সবসময় ইসলাম কে ধ্বংস করা।

    @neel333:
    খুব তো বুলি ঝাড়লেন !!! এখন যেগুলো দিয়ে এই কথাটা লিখলেন তার কোনটা ইসলাম সাপর্টারের ? দৃষ্টিভঙ্গি বদলান …

    Level 0

    @neel333: amader muslimder ei ekta somossa!! amader moddhe hingsa beshi. othocho amader dhorme sposto bola ache ” valo jekono kichue grohon kora jayej. r apni jodi nastikder jinish use kora baad den, tahole apnake ettooo kichu baad dite hobe je likhte likhte amar haat betha hoye jabe!!!!

Level 0

@Rabby Shaid আমি বলেছি ইসলাম বিরোধী যারা তাদের product আমি use করব না। আর Apple/ Microsoft/Ovro কেও ই ইসলাম বিরোধী না। প্রথম এ logic বোঝেন তারপর কমেন্ট করেন।